রশীদ হায়দার
বাংলাদেশী লেখক
রশীদ হায়দার (১৫ জুলাই ১৯৪১ - ১৩ অক্টোবর ২০২০[১]) একজন বাংলাদেশী লেখক, ঔপন্যাসিক এবং গবেষক যিনি মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কাজ করেছেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনি ২০১৪ সালে একুশে পদক লাভ করেন। [২]
রশীদ হায়দার | |
---|---|
জন্ম | শেখ ফয়সাল আবদুর রশীদ মোহাম্মদ জিয়াউদ্দীন হায়দার (দুলাল) ১৫ জুলাই, ১৯৪১ দোহারপাড়া গ্রাম, পাবনা |
মৃত্যু | ১৩ অক্টোবর, ২০২০ |
পেশা | নজরুল ইনসস্টিটিউটের পরিচালক, সাংবাদিক |
পরিচিতির কারণ | লেখক, সম্পাদক, ঔপন্যাসিক, গবেষক |
পুরস্কার | একুশে পদক |
প্রাথমিক জীবন
সম্পাদনাহায়দার ১৯৪১ সালের ১৫ জুলাই পাবনার দোহাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম শেখ ফয়সাল আবদুর রশীদ মোহাম্মদ জিয়াউদ্দীন হায়দার। ডাকনাম দুলাল।[৩] ১৩ অক্টোবর ২০২০ সালে মৃত্যুবরণ করেন।
শিক্ষা জীবন
সম্পাদনাহায়দার ১৯৫৯ সালে গোপালগঞ্জ ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক ও ১৯৬১ সালে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। তিনি ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।[৩]
প্রকাশিত গ্রন্থ
সম্পাদনা- খাঁচায়
- অন্ধ কথামালা
- নষ্ট জোৎসনায় এ কোন অরণ্য
- চিম্বুকের নিচে আলোর প্রভা
- তিনটি প্রায়োপন্যাস
- বাংলাদেশের খেলাধুলা
- মুক্তিযুদ্ধের নির্বাচিত গল্প
- শহীদ বুদ্ধিজীবী কোষাগ্রন্থ
- সামান্য সঞ্চয় (নির্বাচিত গল্পসংকলন)
- স্মৃতি’৭১ (১৩ খন্ড)
- ১৯৭১ : ভয়াবহ অভিজ্ঞতা
- শহীদ বুদ্ধিজীবী কোষ গ্রন্থ
- খুঁজে ফিরি
- অসম বৃক্ষ
- নানকুর বোধি
ব্যক্তিগত জীবন
সম্পাদনাতার স্ত্রী আনিসা আখতার ( ঝরা)। তাদের দুই কন্যা হেমা (হেমন্তী হায়দার) ও ক্ষমা (শাওন্তী হায়দার)। স্ত্রী ২০১৯ সালে ১৮ই জুন হলি ফ্যামিলি হাসপাতালে মৃত্যুবরণ করেন।[৪]
সম্মাননা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ প্রতিবেদক, নিজস্ব। "একুশে পদকপ্রাপ্ত লেখক রশীদ হায়দার আর নেই"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৩।
- ↑ দৈনিক প্রথম আলো
- ↑ ক খ আশিতে পা রাখলেন রশীদ হায়দার, ডেইলি স্টার, ১৫ জুলাই ২০২০
- ↑ রশীদ হায়দার আশি, সমকাল, ১৫ জুলাই ২০২০