বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল হলো বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রধান আইনজীবী। অ্যাটর্নি জেনারেল সাধারণত সুপ্রিম কোর্টের সম্মানীয় জ্যেষ্ঠ আইনজীবীগণের মধ্য থেকে সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত হন। বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হলেন মোহাম্মদ আসাদুজ্জামান। ২০২৪ সালে ৮ই আগস্ট মহামান্য রাষ্ট্রপতি তাকে পদে নিয়োগ দেন।[১]
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল | |
---|---|
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় | |
সম্বোধনরীতি | মাননীয় |
আসন | বাংলাদেশ সুপ্রিম কোর্ট,ঢাকা, বাংলাদেশ |
মনোনয়নদাতা | প্রধানমন্ত্রী |
নিয়োগকর্তা | রাষ্ট্রপতি |
মেয়াদকাল | নির্দিষ্ট নয় |
গঠন | ১৯ ফেব্রুয়ারি ১৭৬৫ |
প্রথম | স্যার জন দে অ্যাডভোকেট জেনারেল |
ডেপুটি | অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি-জেনারেল এবং সহকারী অ্যাটর্নি-জেনারেল |
বেতন | রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত |
অ্যাটর্নি জেনারেল তার পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি নির্বাচিত হন। অ্যাটর্নি জেনারেলকে কিছু সংখ্যক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল সহায়তা করেন।
অ্যাটর্নি জেনারেলদের তালিকা
সম্পাদনানং. | নাম | দায়িত্ব গ্রহণ | দায়িত্ব ত্যাগ |
---|---|---|---|
১ | এম এইচ খন্দকার | ২১-০১-১৯৭২ | ১৭-১২-১৯৭২ |
২ | ফকির শাহাবুদ্দিন আহমেদ | ১৮-১২-১৯৭২ | ২১-০৩-১৯৭৬ |
৩ | সৈয়দ ইশতিয়াক আহমেদ | ২২-০৩-১৯৭৬ | ০৬-০৫-১৯৭৬ |
৪ | খন্দকার আবু বকর | ১০-০৫-১৯৭৬ | ১৩-০৩-১৯৮৫ |
৫ | এম নুরুল্লাহ | ১৪-০৩-১৯৮৬ | ০৬-০৪-১৯৯০ |
৬ | রফিক-উল হক | ০৭-০৪-১৯৯০ | ১৭-১২-১৯৯০ |
৭ | আমিনুল হক | ১৮-১২-১৯৯০ | ১৩-০৭-১৯৯৫ |
৮ | এম নুরুল্লাহ | ২৬-০৭-১৯৯৫ | ২৬-০৬-১৯৯৬ |
৯ | কে এস নবী[২] | ৩১-০৭-১৯৯৬ | ০৩-০৫-১৯৯৮ |
১০ | মাহমুদুল ইসলাম[৩] | ১৬-০৭-১৯৯৮ | ০৯-১০-২০০১ |
১১ | এ এফ হাসান আরিফ | ১৪-১০-২০০১ | ৩০-০৪-২০০৫ |
১২ | এ জে মোহাম্মদ আলী | ৩০-০৪-২০০৫ | ২৪-০১-২০০৭ |
১৩ | ফিদা এম কামাল | ০৫-০২-২০০৭ | ১৬-০৭-২০০৮ |
১৪ | সালাহউদ্দিন আহমেদ | ২০-০৭-২০০৮ | ১২-০১-২০০৯ |
১৫ | মাহবুবে আলম | ১৩-০১-২০০৯ | ২৭-০৯-২০২০ |
১৬ | এ এম আমিন উদ্দিন | ০৮-১০-২০২০[৪] | ০৭-০৮-২০২৪ |
১৭ | মোহাম্মদ আসাদুজ্জামান | ০৮-০৮-২০২৪ | বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নতুন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান"। মানবজমিন। ৮ আগস্ট ২০২৪।
- ↑ "Law officers call on President"। The Daily Star। ৯ জানুয়ারি ১৯৯৮। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "Constitution expert and former attorney general Mahmudul Islam dies at 80"। bdnews24.com। ১৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "অ্যাটর্নি জেনারেল নিয়োগ পেলেন এএম আমিন উদ্দিন"। jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৮।