মোজাম্মেল হোসেন (রাজনীতিবিদ)
মোজাম্মেল হোসেন (১ আগস্ট ১৯৪০ – ১০ জানুয়ারি ২০২০) বাংলাদেশের বাগেরহাট জেলার একজন চিকিৎসক ও রাজনীতিবিদ ছিলেন যিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং বাগেরহাট-১ ও বাগেরহাট-৪ আসনের সাংসদ ছিলেন।[১]
মোজাম্মেল হোসেন | |
---|---|
বাগেরহাট-১ আসন আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৫ মার্চ ১৯৯১ – ২৪ নভেম্বর ১৯৯৫ | |
পূর্বসূরী | শেখ আবদুল হাই বাচ্চু |
উত্তরসূরী | শেখ মুজিবুর রহমান |
বাগেরহাট-৪ আসন আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৪ জুলাই ১৯৯৬ – ১৩ জুলাই ২০০১ | |
পূর্বসূরী | আরশাদ উজ-জামান |
উত্তরসূরী | আবদুল সাত্তার আকন |
কাজের মেয়াদ ২৯ ডিসেম্বর ২০০৮ – ১০ জানুয়ারি ২০২০ | |
পূর্বসূরী | আবদুল সাত্তার আকন |
উত্তরসূরী | আমিরুল আলম মিলন |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আমলাপাড়া, বাগেরহাট, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ) | ১ আগস্ট ১৯৪০
মৃত্যু | ১০ জানুয়ারি ২০২০ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা | (বয়স ৭৯)
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
সন্তান | মাহমুদ হোসেন (অধ্যাপক) |
জন্ম ও শিক্ষাজীবন
সম্পাদনামোজাম্মেল হোসেনের পৈতৃক বাড়ি বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলার আমলাপাড়া এলাকায়। তার জন্ম ১৯৪০ সালের ১ আগস্ট। তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন।
কর্মজীবন
সম্পাদনামোজাম্মেল হোসেন ১৯৯১ সালে বাগেরহাট-১ আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন।[২] এরপর, তিনি ১৯৯৬ সালে বাগেরহাট-৪ আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন।[৩] তিনি ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালেও বাগেরহাট-৪ আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৪][৫][৬]
১৯৯৬ সালে মোজাম্মেল হোসেনকে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছিল।[৭] এছাড়া, তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।[৮]
মৃত্যু
সম্পাদনামোজাম্মেল ১০ জানুয়ারি ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ৭৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[৭][৯][১০]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাগেরহাট-৪, মো: মোজাম্মেল হোসেন। "Constituency 98_10th_Bn"। www.parliament.gov.bd। ২০১৯-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-০৬।
- ↑ "List of 5th Parliament Members"। জাতীয় সংসদ। ১৯ জুলাই ২০২৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৮।
- ↑ "List of 7th Parliament Members"। জাতীয় সংসদ। ৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। ৩১ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২০।
- ↑ "১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"। জাতীয় সংসদ। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "কে কোন আসন থেকে জয়ী হলেন"। আরটিভি। ৩১ ডিসেম্বর ২০১৮। ১৪ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ "বাগেরহাট-৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন আর নেই"। কালের কণ্ঠ। ১০ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০।
- ↑ "Tour starts in Bagerhat tomorrow"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ১৯ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৮।
- ↑ "বাগেরহাট-৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন আর নেই"। বাংলাদেশ প্রতিদিন। ১০ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০।
- ↑ "বাগেরহাট-৪ আসনের এমপি মোজাম্মেল হোসেন আর নেই"। আমাদের সময়। ১০ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০।