মোজাম্মেল হোসেন (রাজনীতিবিদ)

বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য

মোজাম্মেল হোসেন (১ আগস্ট ১৯৪০ – ১০ জানুয়ারি ২০২০) বাংলাদেশের বাগেরহাট জেলার একজন চিকিৎসক ও রাজনীতিবিদ ছিলেন যিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং বাগেরহাট-১বাগেরহাট-৪ আসনের সাংসদ ছিলেন।[১]

মোজাম্মেল হোসেন
বাগেরহাট-১ আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
৫ মার্চ ১৯৯১ – ২৪ নভেম্বর ১৯৯৫
পূর্বসূরীশেখ আবদুল হাই বাচ্চু
উত্তরসূরীশেখ মুজিবুর রহমান
বাগেরহাট-৪ আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৪ জুলাই ১৯৯৬ – ১৩ জুলাই ২০০১
পূর্বসূরীআরশাদ উজ-জামান
উত্তরসূরীআবদুল সাত্তার আকন
কাজের মেয়াদ
২৯ ডিসেম্বর ২০০৮ – ১০ জানুয়ারি ২০২০
পূর্বসূরীআবদুল সাত্তার আকন
উত্তরসূরীআমিরুল আলম মিলন
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৪০-০৮-০১)১ আগস্ট ১৯৪০
আমলাপাড়া, বাগেরহাট, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু১০ জানুয়ারি ২০২০(2020-01-10) (বয়স ৭৯)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
নাগরিকত্বব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
সন্তানমাহমুদ হোসেন (অধ্যাপক)

জন্ম ও শিক্ষাজীবন সম্পাদনা

মোজাম্মেল হোসেনের পৈতৃক বাড়ি বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলার আমলাপাড়া এলাকায়। তার জন্ম ১৯৪০ সালের ১ আগস্ট। তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন।

কর্মজীবন সম্পাদনা

মোজাম্মেল হোসেন ১৯৯১ সালে বাগেরহাট-১ আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন।[২] এরপর‍, তিনি ১৯৯৬ সালে বাগেরহাট-৪ আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন।[৩] তিনি ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালেও বাগেরহাট-৪ আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৪][৫][৬]

১৯৯৬ সালে মোজাম্মেল হোসেনকে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছিল।[৭] এছাড়া, তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।[৮]

মৃত্যু সম্পাদনা

মোজাম্মেল ১০ জানুয়ারি ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ৭৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[৭][৯][১০]

তথ্যসূত্র সম্পাদনা

  1. বাগেরহাট-৪, মো: মোজাম্মেল হোসেন। "Constituency 98_10th_Bn"www.parliament.gov.bd। ২০১৯-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-০৬ 
  2. "List of 5th Parliament Members"জাতীয় সংসদ। ১৯ জুলাই ২০২৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৮ 
  3. "List of 7th Parliament Members"জাতীয় সংসদ। ৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮ 
  4. "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদ। ৩১ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২০ 
  5. "১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"জাতীয় সংসদ। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৮ 
  6. "কে কোন আসন থেকে জয়ী হলেন"আরটিভি। ৩১ ডিসেম্বর ২০১৮। ১৪ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০ 
  7. "বাগেরহাট-৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন আর নেই"কালের কণ্ঠ। ১০ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০ 
  8. "Tour starts in Bagerhat tomorrow"The Daily Star (ইংরেজি ভাষায়)। ১৯ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৮ 
  9. "বাগেরহাট-৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন আর নেই"বাংলাদেশ প্রতিদিন। ১০ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০ 
  10. "বাগেরহাট-৪ আসনের এমপি মোজাম্মেল হোসেন আর নেই"আমাদের সময়। ১০ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০