বাগেরহাট সদর উপজেলা

বাগেরহাট জেলার একটি উপজেলা

বাগেরহাট সদর উপজেলা বাংলাদেশের বাগেরহাট জেলার একটি প্রশাসনিক এলাকা।

বাগেরহাট সদর
উপজেলা
মানচিত্রে বাগেরহাট সদর উপজেলা
মানচিত্রে বাগেরহাট সদর উপজেলা
স্থানাঙ্ক: ২২°৪০′ উত্তর ৮৯°৪৮′ পূর্ব / ২২.৬৬৭° উত্তর ৮৯.৮০০° পূর্ব / 22.667; 89.800 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাবাগেরহাট জেলা
সরকার
 • উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো. রাশেদুজ্জামান
আয়তন
 • মোট৩১৬.৯৮ বর্গকিমি (১২২.৩৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[]
 • মোট২,৬৬,৩৮৯
 • জনঘনত্ব৮৪০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৪০ ০১ ০৮
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
নোয়াপাড়া মোড় গোলচক্কর

অবস্থান ও আয়তন

সম্পাদনা

এই উপজেলার উত্তরে চিতলমারী উপজেলা, পূর্বে কচুয়া উপজেলা, দক্ষিণে রামপাল উপজেলামোড়েলগঞ্জ উপজেলা, পশ্চিমে ফকিরহাট উপজেলামোল্লাহাট উপজেলা

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

এই উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে -

শিক্ষা

সম্পাদনা
  • চিরুলিয়া স্কুল এন্ড কলেজ।
  • বাগেরহাট কামিল মাদ্রাসা।
  • সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ
  • কান্দাপাড়া নুরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়
  • সরকারি মহিলা কলেজ।
  • খাঁনজাহান আলী ডিগ্রি কলেজ।
  • বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়।
  • বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
  • বারুইপাড়া সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা।
  • বাগদিয়া আলিম মাদ্রাসা।
  • আড়পাড়া নেছারিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা।
  • কাফুরপুরা দাখিল মাদ্রাসা।
  • পারকুড়ামারা দাখিল মাদ্রাসা।
  • বারুইপাড়া মাধ্যমিক বিদ্যালয়।
  • বারুইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  • রাংদিয়া স্কুল এন্ড কলেজ।
  • আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়।
  • পারকুরশাইল প্রথমিক বিদ্যালয়।
  • এস পি সি কাফুরপুরা স্কুল এন্ড কলেজ।
  • খাঁনজাহান আলী আদর্শ আলিম মাদ্রাসা।
  • যাত্রাপুর ইসলামী ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসা।
  • দেপাড়া নেছারিয়া আলীম মাদ্রাসা।
  • দেপাড়া বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ।
  • পশ্চিমভাগ বেলায়েত হোসেন দাখিল মাদ্রাসা।
  • দেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • কান্দাপাড়া এন এন মাধ্যমিক বিদ্যালয়।
  • কান্দাপাড়া প্রাথমিক বিদ্যালয়।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে সদর উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৬ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারী ২০১৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা