কচুয়া উপজেলা, বাগেরহাট
কচুয়া উপজেলা বাংলাদেশের বাগেরহাট জেলার একটি প্রশাসনিক এলাকা।
কচুয়া | |
---|---|
উপজেলা | |
![]() মানচিত্রে কচুয়া উপজেলা, বাগেরহাট | |
স্থানাঙ্ক: ২২°৩৯′ উত্তর ৮৯°৫৩′ পূর্ব / ২২.৬৫০° উত্তর ৮৯.৮৮৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | বাগেরহাট জেলা |
আয়তন | |
• মোট | ১৩১.৬২ বর্গকিমি (৫০.৮২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ৯৭,০১১ |
• জনঘনত্ব | ৭৪০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬১.৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৯৩১০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৪০ ০১ ৩৮ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তন
সম্পাদনাএই উপজেলার উত্তরে চিতলমারী উপজেলা, দক্ষিণে মোড়েলগঞ্জ উপজেলা, পূর্বে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা ও পিরোজপুর সদর উপজেলা, পশ্চিমে বাগেরহাট সদর উপজেলা।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাকচুয়া উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে -
ইতিহাস
সম্পাদনাকচুয়া উপজেলার নামকরণ জমিদার কচু রায়ের নামানুসারে করা হয়েছে বলে শোনা যায়। কচুয়া উপজেলার আয়তন ১৩১.৬২ বর্গ কিলোমিটার। কচুয়া পূর্বে বাকেগঞ্জ তথা বরিশালের একটি প্রশাসনিক ইউনিট ছিল। ১৮৬৩ সালে বাগেরহাটকে মহকুমা করা হলে কচুয়াকে বরিশাল থেকে কেটে এনে বাগেরহাটের (তৎকালীন যাশোর জেলার) অন্তর্ভুক্ত করা হয়। নারিকেল সুপারী উৎপাদনে কচুয়ার বিশেষ খ্যাতি রয়েছে। কচুয়া উপজেলার উল্লেখযোগ্য জলাশয় হিসেবে বলেশ্বর, ভৈরব, তালেশ্বর ও বিষখালী নদী ও লড়ার খাল উল্লেখযোগ্য।[তথ্যসূত্র প্রয়োজন]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাকলেজের তালিকা
- কচুয়া ডিগ্রি কলেজ, কচুয়া, বাগেরহাট।
- সরকারী শহীদ শেখ আবু নাসের মহিলা কলেজ, কচুয়া, বাগেরহাট।
- শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি কলেজ, কচুয়া, বাগেরহাট।
- মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ, কচুয়া, বাগেরহাট।
মাধ্যমিক বিদ্যালয়
- সরকারি সি এস পাইলট মাধ্যমিক বিদ্যালয়
- কচুয়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়
- মোবাইদুল ইসলামমাধ্যমিক বিদ্যালয়
- আন্ধারমানিকমাধ্যমিক বিদ্যালয়
- আন্ধারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়
- শহীদ আঃ জলিল মাধ্যমিক বিদ্যালয়
- গজালিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
- জোবাই আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
- ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়
- বিসি ভাষামাধ্যমিক বিদ্যালয়
- বারুইখালী মাধ্যমিক বিদ্যালয়
- গোয়ালমাঠ রসিকলাল মাধ্যমিক বিদ্যালয়
- গেয়ালমাঠ মাধ্যমিক বালিকাল বিদ্যালয়
- নুরজাহানপুর মাধ্যমিক বিদ্যালয়
- মসনী মাধ্যমিক বিদ্যালয়
- সাংদিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
- আখতার উদ্দিন মেমোরিয়ালমাধ্যমিক বিদ্যালয়
- শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়
- পদ্মনগর নিম্নমাধ্যমিক বিদ্যালয়
মাদরাসা
সম্পাদনা- কচুয়া দাখিল মাদরাসা
- টেংরাখালি হো:আলিম মাদরাসা
- মাধপকাঠি আহমাদিয়া কামিল মাদরাসা
- নুরজাহানপুর দাখিল মাদরাসা
- মঘিয়া আলিম মাদরাসা
- চরশোনাকুর আলিম মাদরাসা
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- আবদুল্লাহ আবু সায়ীদ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা
- তমা মির্জা, অভিনয়শিল্পী
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে কচুয়া"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারী ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনাখুলনা বিভাগের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |