কচুয়া উপজেলা, বাগেরহাট

বাগেরহাট জেলার একটি উপজেলা

কচুয়া উপজেলা বাংলাদেশের বাগেরহাট জেলার একটি প্রশাসনিক এলাকা।

কচুয়া
উপজেলা
কচুয়া খুলনা বিভাগ-এ অবস্থিত
কচুয়া
কচুয়া
কচুয়া বাংলাদেশ-এ অবস্থিত
কচুয়া
কচুয়া
বাংলাদেশে কচুয়া উপজেলা, বাগেরহাটের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৯′ উত্তর ৮৯°৫৩′ পূর্ব / ২২.৬৫০° উত্তর ৮৯.৮৮৩° পূর্ব / 22.650; 89.883 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাবাগেরহাট জেলা
আয়তন
 • মোট১৩১.৬২ বর্গকিমি (৫০.৮২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট৯৭,০১১
 • জনঘনত্ব৭৪০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬১.৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৯৩১০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
৪০ ০১ ৩৮
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তনসম্পাদনা

এই উপজেলার উত্তরে চিতলমারী উপজেলা, দক্ষিণে মোড়েলগঞ্জ উপজেলা, পূর্বে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাপিরোজপুর সদর উপজেলা, পশ্চিমে বাগেরহাট সদর উপজেলা

প্রশাসনিক এলাকাসম্পাদনা

কচুয়া উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে -

ইতিহাসসম্পাদনা

কচুয়া উপজেলার নামকরণ জমিদার কচু রায়ের নামানুসারে করা হয়েছে বলে শোনা যায়। কচুয়া উপজেলার আয়তন ১৩১.৬২ বর্গ কিলোমিটার। কচুয়া পূর্বে বাকেগঞ্জ তথা বরিশালের একটি প্রশাসনিক ইউনিট ছিল। ১৮৬৩ সালে বাগেরহাটকে মহকুমা করা হলে কচুয়াকে বরিশাল থেকে কেটে এনে বাগেরহাটের (তৎকালীন যাশোর জেলার) অন্তর্ভুক্ত করা হয়। নারিকেল সুপারী উৎপাদনে কচুয়ার বিশেষ খ্যাতি রয়েছে। কচুয়া উপজেলার উল্লেখযোগ্য জলাশয় হিসেবে বলেশ্বর, তালেশ্বর ও বিষখালী নদী ও লড়ার খাল উল্লেখযোগ্য।[তথ্যসূত্র প্রয়োজন]

জনসংখ্যার উপাত্তসম্পাদনা

শিক্ষা প্রতিষ্ঠানসম্পাদনা

  1. কচুয়া দাখিল মাদরাসা
  2. টেংরাখালি হো:আলিম মাদরাসা
  3. মাধপকাঠি আহমাদিয়া কামিল মাদরাসা
  4. নুরজাহানপুর দাখিল মাদরাসা
  5. মঘিয়া আলিম মাদরাসা
  6. চরশোনাকুর আলিম মাদরাসা
  7. কচুয়া ডিগ্রি কলেজ
  8. সরকারী শহীদ শেখ আবু নাসের মহিলা কলেজ
  9. মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ
  10. মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়
  11. সি এস পাইলট মাধ্যমিক বিদ্যালয়
  12. গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়
  13. জোবাই আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
  14. আখতারউদ্দীন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়

অর্থনীতিসম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তিত্বসম্পাদনা

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে কচুয়া"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারী ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগসম্পাদনা