২০১০-এর দশক
২০১০-এর দশক (দুই হাজার দশের দশক) গ্রেগরীয় পঞ্জিকার দশক। যা শুরু হয় ১ জানুয়ারি ২০১০ তারিখে ও শেষ হয় ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে।
ঘটনাসম্পাদনা
২০১০
জানুয়ারিসম্পাদনা
- ১৯ জানুয়ারি - হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশের কওমি মাদ্রাসাভিত্তিক একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়।
ফ্রেব্রুয়ারিসম্পাদনা
- ২১ ফেব্রুয়ারি - আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভবনের উদ্ভোদন হয়।
মার্চসম্পাদনা
এপ্রিলসম্পাদনা
মেসম্পাদনা
জুনসম্পাদনা
- ৩ জুন - বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে নিমতলি অগ্নিকাণ্ড সংঘটিত হয়, যাতে ১১৭ জন মানুষ নিহত হয়।[১]
জুলাইসম্পাদনা
আগস্টসম্পাদনা
- ১০ আগস্ট – বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করল এইচওয়ানএনওয়ান ইনফ্লুয়েঞ্জা বিশ্বমহামারী শেষ। সংস্থার মতে, সারা বিশ্বে ফ্লু অসুখ তার চিরন্তন মরসুমি অসুখের রূপটি ফিরে পেয়েছে।[২]
সেপ্টেম্বরসম্পাদনা
অক্টোবরসম্পাদনা
নভেম্বরসম্পাদনা
ডিসেম্বরসম্পাদনা
২০১১সম্পাদনা
জানুয়ারিসম্পাদনা
- ১ জানুয়ারি - এস্তোনিয়া সরকারীভাবে ইউরো মুদ্রা প্রচলন করে ইউরোজোনের সপ্তদশ দেশ হিসেবে যাত্রা শুরু করে।
- ৯ জানুয়ারি - দক্ষিণ সুদান নামে একটি নতুন স্বাধীন-সার্বভৌম দেশের জন্ম। এটি জাতিসংঘের সদস্যপদও লাভ করেছে।
- ১১ জানুয়ারি - ব্রাজিলের রিও দে জানেইরুতে বন্যা ও ভূমিধ্বসে ৯০৩ জনের মৃত্যু।
- ১৪ জানুয়ারি - [[আরব বসন্তের সূচনা। মাসব্যাপী বিদ্রোহের পর তিউনিসিয়ার সরকারের পতন। রাজা বেন আলি সৌদি আরবে পালিয়ে যান।
ফেব্রুয়ারিসম্পাদনা
- ১১ ফেব্রুয়ারি - বিদ্রোহের কারণে মিশরের রাষ্ট্রপতি হোসনি মোবারক পদত্যাগ করেন। নির্বাচনের পূর্ব পর্যন্ত দেশের শাসনভার গ্রহণ করে সামরিক বাহিনী।
মার্চসম্পাদনা
- ১১ মার্চ - ৯.১ মানের ভূমিকম্প এবং তৎপরবর্তী সুনামিতে বিধ্বস্ত জাপানের পূর্ব উপকূল। ১৫,৮৪০ জনের মৃত্যু, নিখোঁজ ৩,৯২৬ জন।
- ১৭ মার্চ - লিবিয়া গৃহযুদ্ধ চলমান। জাতিসংঘ প্রথমে লিবিয়ার আকাশে বিমান ওড়া নিষিদ্ধ করে। পরে ১৯ মার্চ বিদেশী বাহিনী লিবিয়ায় অনুপ্রবেশ করে।
এপ্রিলসম্পাদনা
- ৮ এপ্রিল - চ্যানেল নাইন বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল।
- ১১ এপ্রিল - কোত দিভোয়া তে নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও পূর্বতন রাষ্ট্রপতিকে আটকের মাধ্যমে গৃহযুদ্ধের অবসান।
- ২২ এপ্রিল - পিস টিভি বাংলা বাংলা ভাষার ইসলামিক টিভি চ্যানেল।
মেসম্পাদনা
অপারেশন নেপচুন স্পিয়ার এর অগ্রগতি পর্যবেক্ষণের জন্য মার্কিন জাতীয় নিরাপত্তা দল হোয়াইট হাউস সিচুয়েশন রুম এ জড়ো হয়েছিল।
- ১ মে - যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামা ঘোষণা করেন যে মার্কিন সামরিক বাহিনী পাকিস্তানের একটি অপারেশনে শীর্ষ ইসলামী সন্ত্রাসী আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করেছে।
- ১০ মে - লন্ডনে বিজ্ঞানীরা সমবেত হন অ্যানথ্রোপোসিন তথা নৃযুগ বিষয়ে আলোচনা করতে।[৩]
- ১৬ মে - পর্তুগালকে বাঁচাতে ইউরোপিয়ান ইউনিয়ন ৭৮ বিলিয়ন ইউরো বরাদ্দের ঘোষণা দেয়।
- ২৬ মে - গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযুক্ত প্রাক্তন বসনীয়-সার্ব সেনা কর্মকর্তা রাতকো ম্লাদিচ সার্বিয়ায় গ্রেফতার।
জুনসম্পাদনা
- ৫ জুন - ইয়েমেনের রাষ্ট্রপতি বিদ্রোহীদের আঘাতে আহত হয়ে চিকিৎসার জন্য সৌদি আরব যান। উপ-রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণ করায় জনগণ সন্তুষ্ট হয়।
- ১২ জুন - হাজার হাজার সিরীয় অধিবাসী সেনাবাহিনীর আক্রমণে তুরস্ক পালিয়ে যায়।
জুলাইসম্পাদনা
- ৭ জুলাই - ইতিহাসে প্রথমবারের মত কৃত্রিমভাবে তৈরি অঙ্গ মানবদেহে সংস্থাপন করা হয়। অঙ্গটি তৈরি করা হয় ইংল্যান্ডে আর অস্ত্রোপচার হয় সুইডেনে।
- ২০ জুলাই - জাতিসংঘ সোমালিয়ার দক্ষিণাংশে দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে ঘোষণা দেয়।
- ২১ জুলাই - নাসার নভোখেয়াযান আটলান্টিস কেনেডি স্পেস সেন্টারে সফলভাবে অবতরণ করে যার মাধ্যমে আমেরিকার স্পেস শাটল প্রোগ্রামের চিরসমাপ্তি ঘটে।
আগস্টসম্পাদনা
- ৫ আগস্ট - নাসা ঘোষণা করে যে, তাদের মার্স রিকনিসন্স অর্বিটার মঙ্গলের পৃষ্ঠে তরল পানির অস্তিত্ব খুঁজে পেয়েছে। একই দিনে প্রথম সৌরচালিত নভোযান জুনো বৃহস্পতি গ্রহের উদ্দেশ্যে যাত্রা করে।
সেপ্টেম্বরসম্পাদনা
- ৫ সেপ্টেম্বর - বাংলাদেশ ও ভারত তাদের ৪০ বছরের সীমান্ত সংঘাত নিরসনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে।
- ২২ সেপ্টেম্বর - প্রথম কোন আদিবাসীর জিনক্রম বিশ্লেষণের ফলাফল প্রকাশিত হয়। অস্ট্রেলিয়ার আদিবাসীদের জিন নিয়ে গবেষণাটি করা হয়েছে।[৪]
- ২৩ সেপ্টেম্বর - সার্ন ঘোষণা করে যে, তাদের অপেরা নিরূপকে আলোর চেয়ে দ্রুতগামী নিউট্রিনো ধরা পড়েছে।
- ৩০ সেপ্টেম্বর - যুক্তরাষ্ট্রের ফার্মি ল্যাবের টেভাট্রন কণা সংঘর্ষপীঠ বন্ধ হয়ে যায়।
অক্টোবরসম্পাদনা
- ১৮ অক্টোবর - ইউরোপে ভ্রূণাবস্থার স্টেম কোষ বিষয়ক পেটেন্ট নিষিদ্ধ করা হয়।[৫]
- ২০ অক্টোবর - লিবিয়ার স্বৈর শাসক মুয়াম্মার গাদ্দাফি নিহত।
- ২১ অক্টোবর - সম্পূর্ণ স্বাধীন ও নতুন একটি পরীক্ষায় ভৌগোলিক উষ্ণায়ন প্রমাণিত হয়।[৬]
- ২৮ অক্টোবর - ব্রাসেলসে জরুরী বৈঠকের পর গ্রিসের অর্থনীতি রক্ষায় ইউরোপিয়ান ইউনিয়নের নতুন নীতিমালা প্রণয়ন।
- ৩১ অক্টোবর - জাতিসংঘের ঘোষণা অনুসারে এই দিনেই পৃথিবীর জনসংখ্যা ৭০০ কোটি স্পর্শ করে। একই দিনে ইউনেস্কো ফিলিস্তিনকে সদস্যপদ প্রদান করে।
নভেম্বরসম্পাদনা
- ২৬ নভেম্বর - মার্স সায়েন্স ল্যাবরেটরির রোভার কিউরিয়সিটি কেনেডি স্পেস সেন্টার থেকে মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করে।
ডিসেম্বরসম্পাদনা
- ৫ ডিসেম্বর - নাসার কেপলার মিশন প্রথম কোন তারার প্রাণমণ্ডলের ভেতর একটি গ্রহ আবিষ্কার করে। গ্রহটির নাম কেপলার ২২বি।
- ১৩ ডিসেম্বর - সার্নের লার্জ হ্যাড্রন কলাইডারে হিগস বোসন আবিষ্কারের প্রথম সম্ভাবনা দেখা দেয়।
- ১৫ ডিসেম্বর - যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইরাক যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে।
- ২৯ ডিসেম্বর - সামোয়া এবং টোকেলাউ আন্তর্জাতিক তারিখ রেখার পূর্ব থেকে পশ্চিম অংশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
২০১২সম্পাদনা
এই নিবন্ধটির রচনা সংশোধনের প্রয়োজন হতে পারে। কারণ বাক্য ভবিষ্যৎ কাল থেকে অতীত কালের নেয়ার জন্যগত সমস্যা রয়েছে। (মার্চ ২০১৮) |
জানুয়ারিসম্পাদনা
- ১৩ই জানুয়ারি – ২২শে জানুয়ারি - অস্ট্রিয়ার ইনসব্রাকে প্রথম উইন্টার ইউথ অলিম্পিকস অনুষ্ঠিত হবে।
- ৩১শে জানুয়ারি - ৪৩৩ ইরোস, যা রেকর্ড অনুযাই দ্বিতীয় বৃহত্তম (আয়তন ১৩×১৩×১৩ কিলোমিটার) নিয়ার আর্থ অবজেক্ট (পৃথিবীর কাছের বস্তু) পৃথিবীর কাছ দিয়ে যাবে ০.১৭৯০ জ্যোতির্বিদ্যা-একক (২৬,৭৭৮,০১৯ কিলোমিটার; ১৬,৬৩৯,০৯০ মাইল)-এ। নাসা ইরোস নিয়ে গবেষণা করেছে ২রা ফেব্রুয়ারি ১৯৯৬ সালে পাঠানো এনইএআর শুমেকার প্রোব (অনুসন্ধান যান) দ্বারা। [৭]
ফেব্রুয়ারিসম্পাদনা
- ৫ই ফেব্রুয়ারি - ইন্ডিয়ানা-র ইন্ডিয়ানাপলিসে লুকাস অয়েল স্টেডিয়ামে সুপার বোল XLVI খেলা হবে।
- ৬ই ফেব্রুয়ারি - যুক্তরাজ্য এবং কমনওয়েলথে রানী এলিজাবেথ II-এর রাজত্বের ৬০তম বার্ষিকী উপলক্ষে হিরক জয়ন্তী পালন, যদি তিনি বেঁচে থাকেন এবং রানী পদে থাকেন সেই সময়।
মার্চসম্পাদনা
- ২২শে মার্চ - যদি না ইউরোপিয়ান কাউন্সিল বর্তমান স্বত্তাধিকার আইন সম্প্রসারণ করে তাহলে দ্য বিটলসের ডেবিউ বা প্রারম্ভিক অ্যালবাম "প্লিজ প্লিজ মি"-এর স্বত্তাধিকার মেয়াদ শেষ হয়ে যাবে।[৮]
এপ্রিলসম্পাদনা
- ১৭ই এপ্রিল - ৫০ বছর পর রিপাবলিক অফ কোরিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধকালীন সামরিক নিয়ন্ত্রণ প্রত্যহার করে নেবে এবং কমবাইন্ড ফোর্সেস কমান্ডের অবসান ঘটাবে। কমবাইন্ড ফোর্সেস কমান্ডের অধীনে একটাই কমান্ডের বদলে দুটো পৃথক সামরিক কমান্ড (দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র) যুদ্ধের সময় কোরিয়াতে কাজ করবে।
মেসম্পাদনা
- ২০শে মে - রবিবার, বলয়গ্রাস সূর্যগ্রহণ। বলয়টির পথ হবে প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে উত্তর চীন থেকে ক্যালিফোর্নিয়া অবধি।
জুনসম্পাদনা
- ৬ই জুন - শতাব্দীর দ্বিতীয় ও শেষ বারের মত শুক্র-এর সূর্য প্রদক্ষিণ। ভবিষ্যত গণনা অনুযায়ী পরেরগুলো ঘটবে ২১১৭ ও ২১২৫-তে।
- ৯ই জুন – ১লা জুলাই - পোল্যান্ড এবং ইউক্রেনে ইউএএফএ ইউরো ২০১২ খেলা হবে।
- ১৮ই জুন – ২৩শে জুন – গণিতজ্ঞ, কম্পিউটার বিজ্ঞানী এবং সাংকেতিক লিপিকার এলান টুরিং-এর স্মরণে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে টুরিং শতবার্ষিকী সম্মেলন, সম্মেলনের শেষ দিনটি টুরিং-এর শততম জন্মদিবস। [৯]
জুলাইসম্পাদনা
- ১৮ই জুলাই – ২১শে জুলাই - বুলগেরিয়ার প্লভদিভে অনুষ্ঠিত হবে ২০১২ ওয়ার্ল্ড রোয়িং চ্যাম্পিয়নশিপ।
- ২৭শে জুলাই - ২০১২ সামার অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে লন্ডনে ৭:৩০ বিকাল UTC, ৮:৩০ রাত BST-তে।[১০]
আগস্টসম্পাদনা
- ১২ই আগস্ট - রবিবার, লন্ডনে ২০১২ সামার অলিম্পিকসের সমাপ্তি অনুষ্ঠান।
- ২৯শে আগস্ট - ২০১২ সামার প্যারালিম্পিকসের সূচনা হবে লন্ডনে।[১১]
নভেম্বরসম্পাদনা
- ৬ই নভেম্বর - মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, সেনেট এবং হাউজ অফ রিপ্রেজেনটেটিভ্স নির্বাচন।
- ১৩ই নভেম্বর - পূর্ণগ্রাস সূর্যগ্রহণ(দেখা যাবে উত্তর অস্ট্রেলিয়া এবং দক্ষিণ প্যাসিফিক থেকে)।
- ২৮শে নভেম্বর- আংশিক চন্দ্রগ্রহণ।
ডিসেম্বরসম্পাদনা
- ৩রা ডিসেম্বর - বৃহস্পতি অপজিশনে (বিপক্ষে)।
- ২১শে ডিসেম্বর - ১১:১১ UTC। উত্তর গোলার্ধে দক্ষিণ অয়নান্ত (মকরক্রান্তি) এবং দক্ষিণ গোলার্ধে উত্তর অয়নান্ত (কর্কটক্রান্তি)।[১২]
- ২১শে ডিসেম্বর - প্রাক-কলম্বিয়ান মায়া সভ্যতা যে পঞ্জিকা ব্যবহার করতো সেই মেসোআমেরিকান লং কাউন্ট পঞ্জিকা তার বর্তমান সময়কালের পৌরানিক সূচনা লগ্ন থেকে তেরো b'ak'tuns (একেকটা ১৪৪,০০০ দিনের পিরিয়েড)-এর এক বৃহত চক্র সম্পূর্ণ করে।[১৩] আজকের দিনে লং কাউন্ট তারিখটার সূচনা — আধুনিক নোটেশানে লেখা হয় ১৩.০.০.০.০ হিসাবে এবং এটি প্রলেপ্টিক গ্রেগরীয় পঞ্জিকার ১১ই আগস্ট, ৩১১৪ খ্রিস্টপূর্বের সমান — পুনরাবৃত্তি করা হয় ৫,১২৫ সৌর বছরের কিছু কম সময়ের মধ্যে প্রথম বারের জন্য।[১৪] এই চক্রের সমাপ্তি এবং আগের সূচনার লং কাউন্ট সমাপ্তি তারিখটি ১৯৬০-এর দশক থেকে ২০১২ সালে ডুমসডে (ধ্বংসের দিন) ভবিষ্যদ্বাণীর সঙ্গে যুক্ত। প্রাচীন মায়া সভ্যতার মানুষরা যে সেই সময় এই বিষয়টি কে একইরকম গুরুত্বপ্রদান করত সে সম্পর্কে গবেষকেরা কিছু বলেননি।[১৫]
- ২৩শে ডিসেম্বর - লং কাউন্ট পঞ্জিকায় তেরোতম B'ak'tun -এর সমাপ্তির একটা বিকল্প দিন যেটা গণনা করা হয় কিছু মায়ানিস্ট গবেষক সমর্থিত GMT কোরিলেশনের[১৬] একটা অন্য সংস্করণ ব্যবহার করে।[১৭]
- ৩১শে ডিসেম্বর - কিযোতো প্রটোকলের মেয়াদ শেষ হবে।
অজানা/অমীমাংসিত তারিখের ঘটনাবলীসম্পাদনা
- আয়ারল্যান্ড অ্যানালগ টেলিভিশন সম্প্রচার বন্ধ করে দেবে।
- চীন কুয়াফু মহাকাশযান উত্ক্ষেপণ করবে।
- ইন্টেল এবং এসজিআই দ্বারা নাসার সুপার কম্পিউটারের জন্য Pleiades নামক নির্মীয়মান সুপার কম্পিউটারটির কাজ শেষ হবে, ১০ পেটাফ্লপ্সের এক চূড়ান্ত কার্যক্ষমতা সহ (প্রতি সেকেন্ডে ১০ কোযাদ্রিলিয়ন ফ্লোটিং পয়েন্ট অপারেশন)[১৮]
- সুপার কম্পিউটার, আইবিএম দ্বারা ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি এডমিনিস্ট্রেশনের জন্য নির্মীয়মান সুপার কম্পিউটারটির কাজ শেষ হবে, ২০ পেটাফ্লপ্সের এক চূড়ান্ত কার্যক্ষমতা সহ।[১৯]
- নভভরনেজহ নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট (দ্বিতীয়) থেকে প্রথম ইউনিটের বাণিজ্যিক কাজ করার সূচনা।
- ওয়াশিংটন রাজ্যে এলহওয়া নদীর ওপর থেকে ১০৮ ফু (৩৩ মি) এলহওয়া বাঁধ এবং ২১০ ফু (৬৪ মি) গ্লিনেস ক্যানিয়ন বাঁধ সরিয়ে দেওয়া হবে, যেটা হবে ইতিহাসের সব থেকে বৃহত বাঁধ অপসারনের কাজ।
- ক্যানবেরা ক্লাস লাইট এয়ারক্রাফট ক্যারিয়ার/বৃহত এমফিবিয়াস জাহাজ, যেগুলো রয়াল অস্ট্রেলিয়ান নেভি কর্তৃক পরিচালিত সব থেকে বড় জাহাজ, সেগুলো কাজ আরম্ভ করবে।
- সূর্যের ওপর ১১ বছর সানস্পট চক্রের সৌর চক্র ২৪-এর সোলার ম্যাক্সিমাম বা সৌর সর্বাধিকটি ঘটতে পারে। বলা হয় সৌর চক্র ২৪-এর সূত্রপাত জানুয়ারি ২০০৮ সালে এবং গড়ে ২০১২ সালে সর্বাধিক সানস্পট সক্রিয়তা দেখা যাবে। ধারাবাহিক সোলার ম্যাক্সিমার মধ্যে গড়ে সময়কাল হল ১১ বছর (সোয়াব চক্র), এবং আগের সৌর চক্র ২৩-এর সোলার ম্যাক্সিমামটি হয় ২০০০-২০০২ সালে।[২০] সোলার ম্যাক্সিমামের সময় সূর্যের চুম্বক মেরুগুলো উল্টে যায়।[২১]
- অঞ্চল ভিত্তিক অ্যানালগ টেলিভিশন সম্প্রচার বন্ধ করার ৫ বছরের এক প্রক্রিয়া সমাপ্ত করবে ইউনাইটেড কিংডম। মেরিডিয়ান ব্রডকাস্টিং, আইটিভি লন্ডন, টাইন টিজ টেলিভিশন এবং ইউটিভি হবে সব থেকে শেষ পর্যায়ের অ্যানালগ বন্ধের ক্ষেত্র।[২২]
- পর্তুগালও তাদের অ্যানালগ টেলিভিশন বন্ধ করে দেবে ডিজিটাল গুলোর সঙ্গে ৪ বছর সাইমালকাস্ট (সহ-সম্প্রচার) করার পর। তারপর থেকে ডিভিবি সম্প্রচারই হবে টেলিভিশনে ব্যবহার করার একমাত্র সিস্টেম (ডিভিবি-সি কেবলের জন্য, ডিভিবি-টি টেরেস্ট্রিয়ালের জন্য এবং ডিভিবি-এস স্যাটেলাইটের জন্য)। টেরেস্ট্রিয়াল নেটয়ার্কে পাঁচটি ফ্রি-টু-এয়ার চ্যানেলও হাই-ডেফিনিশনে ২৪ ঘণ্টা ধরেই সম্প্রচার করা শুরু করবে।
২০১৩সম্পাদনা
জানুয়ারিসম্পাদনা
ফেব্রুয়ারিসম্পাদনা
মার্চসম্পাদনা
এপ্রিলসম্পাদনা
- ২৪ এপ্রিল – সাভার, বাংলাদেশে আট-তলা ভবন রানা প্লাজা ধসে ১,১৩০ জনের মৃত্যু ঘটে।[২৩] ২,৫০০ এর বেশি আহত হয়।[২৪][২৫][২৬] দুর্ঘটনাটি বিশ্বের সবচেয়ে প্রানঘাতী ভবন পতন গুলোর একটি এবং ইতিহাসের তৃতীয় খারাপ ইন্ডাস্ট্রিয়াল বিপর্যয়।
মেসম্পাদনা
জুনসম্পাদনা
জুলাইসম্পাদনা
আগস্টসম্পাদনা
সেপ্টেম্বরসম্পাদনা
- সেপ্টেম্বর ২১ - আল শাবাব জঙ্গিরা নাইরোবির ওয়েসগেট শপিং মলে হামলা করে। এতে ৬২ জন সাধারণ মানুষ নিহত হয় এবং ১৭০ জনেরও বেশি আহত হয়।[২৭]
অক্টোবরসম্পাদনা
নভেম্বরসম্পাদনা
- ৮ নভেম্বর – ঘূর্ণিঝড় হাইয়ান ভিয়েতনাম এবং ফিলিপাইনে আঘাত হানে। এর ফলে অন্তত ৬,১৪৯ জন মারা যায়। [২৮]
ডিসেম্বরসম্পাদনা
২০১৪সম্পাদনা
জানুয়ারিসম্পাদনা
- ১ জানুয়ারি – লাটভিয়া প্রচলিত মুদ্রা হিসেবে ইউরো গ্রহণ করে এবং ১৮ তম দেশ হিসেবে ইউরোঅঞ্চলে প্রবেশ করে।
- ৫ জানুয়ারি – বাংলাদেশে দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
- ১২ জানুয়ারি – বাংলাদেশে দশম জাতীয় সংসদ নির্বাচনের পর শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে ৪৯ সদস্যর মন্ত্রিপরিষদ গঠন হয়।[২৯]
ফেব্রুয়ারিসম্পাদনা
- ফেব্রুয়ারি ৭ - ফেব্রুয়ারি ২৩ – ২০১৪ শীতকালীন অলিম্পিক রাশিয়ার স্বসাতে অনুষ্ঠিত হয়।
মার্চসম্পাদনা
এপ্রিলসম্পাদনা
মেসম্পাদনা
জুনসম্পাদনা
জুলাইসম্পাদনা
আগস্টসম্পাদনা
সেপ্টেম্বরসম্পাদনা
অক্টোবরসম্পাদনা
নভেম্বরসম্পাদনা
ডিসেম্বরসম্পাদনা
২০১৫সম্পাদনা
জানুয়ারিসম্পাদনা
- ৪ জানুয়ারি - চেক প্রজাতন্ত্রের একটি দলের প্রাচীন মিসরীয় রানী তৃতীয় খেন্তাকাওয়েস-এর সমাধি আবিস্কারের ঘোষণা।
- ৯ জানুয়ারি - ভারতের বিশেষ রাজ্য জম্বু-কাশ্মিরে রাষ্ট্রপতি শাসন জারি।
- ২১ জানুয়ারি - সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৪৫তম বৈঠক শুরু।
ফেব্রুয়ারিসম্পাদনা
মার্চসম্পাদনা
- ৭ মার্চ - ইউসূফ মোহাম্মদ ইসমাঈল বারী-বারী, সোমালীয় রাজনীতিবিদ এবং কূটনৈতিকবিদ আল শিহাব জঙ্গীর মাক্কা আল মুকারমা হোটেলে গুলির স্বীকার হন। এরপরে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।[৩০]
এপ্রিলসম্পাদনা
- ২৫ এপ্রিল - নেপালে রিক্টার স্কেলে ৭.৮ মাত্রার এক মারাত্মক ভূমিকম্প অনুভূত হয়। এতে নেপাল, ভারত, চীন ও বাংলাদেশে প্রায় ৯০০০ এর মত মানুষের প্রাণহানি হয়।
মেসম্পাদনা
জুনসম্পাদনা
জুলাইসম্পাদনা
আগস্টসম্পাদনা
সেপ্টেম্বরসম্পাদনা
- ১১ সেপ্টেম্বর - মসজিদ আল হারামের নির্মাণ কাজে ব্যবহৃত একটি ভ্রাম্যমাণ ক্রেন ভেঙে পড়ে যার ফলে ১০৭ জন মারা যান এবং ২৩৮ জন আহত হন।[৩১]
- ২৪ সেপ্টেম্বর - সৌদি আরবের মক্কায় পবিত্র হজ্জ চলাকালীন সময়ে পদদলিত হয়ে অন্তত সহস্রাধিক হজ্জ যাত্রীর মৃত্যু এবং শতাধিক নিখোঁজ।
- ২৮ সেপ্টেম্বর - মঙ্গল গ্রহে তরল পানির অস্তিত্ব পাওয়া গেছে বলে নাসার ঘোষণা।[৩২]
অক্টোবরসম্পাদনা
নভেম্বরসম্পাদনা
- ১৩ নভেম্বর - ফ্রান্সের প্যারিসে একটি ধারাবাহিক সমন্বিত সন্ত্রাসী আক্রমণ ঘটে। এই হামলায় ১৩২ জন নিহত হন। জঙ্গি গোষ্ঠী আইসিল এই হামলার দায় স্বীকার করে।[৩৩]
ডিসেম্বরসম্পাদনা
- ১৫ ডিসেম্বর - বিপিএল-এর ফাইনাল অনুষ্ঠিত। কুমিল্লা ও বরিশালের মধ্যকার খেলায় কুমিল্লা জয়ী হয়।
২০১৬সম্পাদনা
জানুয়ারিসম্পাদনা
- ২৮ জানুয়ারি - বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক জিকা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কিত বিবৃতি প্রকাশ।
ফেব্রুয়ারিসম্পাদনা
- ১১ ফেব্রুয়ারি - বিজ্ঞানীরা আলবার্ট আইনস্টাইন কর্তৃক তার আপেক্ষিকতার সাধারণ তত্ত্বে উল্লেখিত মহাকর্ষীয় তরঙ্গ প্রথমবারের মত শনাক্ত করতে সমর্থ হয়।
আগস্টসম্পাদনা
- ৪ আগস্ট - প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে ঔষধ রপ্তানি শুরু করে বেক্সিমকো ফার্মা।
- ৫ আগস্ট - গ্রীষ্মকালীন অলিম্পিক শুরু হয়।
নভেম্বরসম্পাদনা
- ১৪ নভেম্বর - পৃথিবীর আকাশে সুপারমুন দেখা যায়।
অজানা তারিখসম্পাদনা
২০১৭সম্পাদনা
জানুয়ারিসম্পাদনা
ফেব্রুয়ারিসম্পাদনা
মার্চসম্পাদনা
এপ্রিলসম্পাদনা
মেসম্পাদনা
জুনসম্পাদনা
জুলাইসম্পাদনা
আগস্টসম্পাদনা
সেপ্টেম্বরসম্পাদনা
অক্টোবরসম্পাদনা
নভেম্বরসম্পাদনা
ডিসেম্বরসম্পাদনা
২০১৮সম্পাদনা
জানুয়ারীসম্পাদনা
- ৩১ জানুয়ারি - পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এদিন সুপারমুন দৃশ্যমান হয়। ১৯৮৩ সালের পর এটিই প্রথম ব্লু-মুনের চন্দ্রগ্রহণ।
ফেব্রুয়ারিসম্পাদনা
- ৯-২৫ ফেব্রুয়ারি - দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাং-এ ২০১৮ শীতকালীন অলিম্পিক।
- ১৪ ফেব্রুয়ারি - জ্যাকব জুমা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন।
মার্চসম্পাদনা
- ৯-১৮ মার্চ - দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাং-এ ২০১৮ শীতকালীন প্যারালিম্পিক।
- ১২ মার্চ - নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দূর্ঘটনায় ৫১ জন নিহত হন।
- ১৮ মার্চ - রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিন ৪র্থ বারের মতো নির্বাচিত হন।
এপ্রিলসম্পাদনা
মেসম্পাদনা
জুনসম্পাদনা
- ১৪ জুন-১৫ জুলাই - রাশিয়ায় ২০১৮ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।[৩৪]
জুলাইসম্পাদনা
আগস্টসম্পাদনা
সেপ্টেম্বরসম্পাদনা
অক্টোবরসম্পাদনা
নভেম্বরসম্পাদনা
ডিসেম্বরসম্পাদনা
- ৩০ ডিসেম্বর - বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০১৮ অনুষ্ঠিত হয়।
২০১৯সম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Farid Hossain (৪ জুন ২০১০)। "Bangladesh fire races through buildings, kills 117"। Associated Press। ৫ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১০।
- ↑ "CIDRAP News - WHO says H1N1 pandemic is over"। ১৩ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১০।
- ↑ Anthropocene: Have humans created a new geological age?, BBC
- ↑ First Aboriginal genome sequenced, Nature
- ↑ European Court outlaws patents on embryonic stem cell techniques, The Gurdian
- ↑ Global warming 'confirmed' by independent study, BBC
- ↑ "নিয়ার আর্থ ফ্যাক্টশীট"। ২৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০০৯।
- ↑ news.bbc.co.uk
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৬ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০০৯।
- ↑ "হোমপেজ - লন্ডন ২০১২"। ২৮ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০০৯।
- ↑ "London 2012". London 2012 যুক্তরাজ্য সরকারের ওয়েব আর্কাইভে আর্কাইভকৃত ২৮ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে. http://www.london2012.com/ যুক্তরাজ্য সরকারের ওয়েব আর্কাইভে আর্কাইভকৃত ২৮ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে. Retrieved 2010-08-09.
- ↑ United States Naval Observatory (২০০৭-০১-২৮)। "Earth's Seasons: Equinoxes, Solstices, Perihelion, and Aphelion, 2000-2020"। ২০০৭-১০-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১০-২১।
- ↑ গুডম্যান-মার্তিঞ্জ-থমসন (GNT)এর লং কাউন্ট এবং পাশ্চাত্য ক্যালেন্ডারের আনতো:সম্পর্কের অন্য একটি সংস্করণ ভিত্তিতে প্রাপ্ত, যেটি জুলিয়ান ডে সংখ্যা গুলি এবং পৌরানিক সৃষ্টিগুলির সঙ্গে যথাযথ,= ৫৮৪২৮৩ GMT আনতো:সম্পর্কগুলির সূচারূতার জন্য এটি মায়া বিজ্ঞানীদের কাছে বিশেষ ভাবে সমাদৃত হয়ে থাকে.হাউস্টন এত এল. (২০০১, পি.২৩৪)
- ↑ ফিনলে (২০০২), হাউস্টন (১৯৮৯, পিপি.৪৯–৫১), মিলার এন্ড ত্যুব (১৯৯৩, পিপি.৫০–৫২), ভস (২০০৬, পি.১৩৮), ওয়াগ্মার (২০০৬, পিপি. ২৮১–২৮৩)। দেখুন লক্ষনীয় যে হাউস্টন ১৯৮৯ সালে ভুল বসত "৩১১৩ খ্রিস্টপূর্ব" অথবা "৩১১৪ খ্রিস্টপূর্বে" স্থলে "৩১২৩ বক: করে থাকবেন (জ্যোতির্বিদ্যা অনুযায়ী বত্সরের সংখ্যাকরণ)। মিলার এন্ড ত্যুব-এর ১৯৯৩ সালে উল্লেখ অনুযায়ী "২রা অগাস্ট" একটি (সম্ভাব্য) অসুদ্ধ্যতা।
- ↑ স্কেলে & ফ্রিদেল (১৯৯০)
- ↑ এই সংস্করণটিতে, GMT+২ , থমসন, জ্যোতির্বিদ্যা অনুযায়ী, অথবা লাউনসবারি আনতো:সম্পক অনুযায়ী দ্য লং কাউন্টে 'শুন্য' অথবা JND-এর ভিত্তি দিবস = ৫৮৪২৮।
- ↑ পরে ফ্লয়েড লাউনসবারির একটি পরিবর্তিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আনতো :সম্পর্ক নির্ধারণের জন্য যে সমস্ত সূত্রগুলি ব্যবহার করা হয়েছে সেগুলির মধ্যে পড়ে হাউস্টন (১৯৮৯ পি. ৫১) এবং বিশেষ ভাবে স্কেলে & ফ্রিদেল (১৯৯০ পিপি ৪৩০ এত সেক) উল্লেখযোগ্য।
- ↑ "নাসা, ইন্টেল, এসজিআই সুপার-কম্প্যুটারকে 'সুপ আপ' করার পরিকল্পনা"। ১ নভেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০০৯।
- ↑ "IBM Tapped For 20-Petaflop Government Supercomputer"। ১১ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২১।
- ↑ Phillips, Tony (১০ জানুয়ারি ২০০৮)। "Solar Cycle 24 Begins"। Science@NASA। NASA। ২ এপ্রিল ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-০৬।
- ↑ "The Sun Does a Flip"। Science@NASA। NASA। ১৫ ফেব্রুয়ারি ২০০১। ২০০৯-০৫-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-০৬।
- ↑ ডিজিটাল টেলিভিশন কখন পরিবর্তিত হয়? ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ সেপ্টেম্বর ২০০৮ তারিখেবিভিন্ন অঞ্চল ও তারিখ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ সেপ্টেম্বর ২০০৮ তারিখে
- ↑ সাভার ট্রাজেডি ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মার্চ ২০১৬ তারিখে। দৈনিক যুগান্তর। সংগৃহীত ১২ জুন ২০১৩।
- ↑ 70 Dead in Bangladesh Garment Factory Collapse ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মে ২০১৩ তারিখে AP via ABC News
- ↑ Bangladesh building collapse kills 25 Reuters via Sydney Morning Herald
- ↑ Rescuers use massive strips of cloth as escape chutes after Primark factory in Bangladesh collapses killing at least 275 people ডেইলি মেইল
- ↑ "Nairobi siege: What we know"। BBC News। ২৩ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "Typhoon Haiyan: Thousands feared dead in Philippines"। বিবিসি নিউজ। ১০ নভে ২০১৩। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৩।
- ↑ "৪৯ সদস্যের মন্ত্রিসভায় নতুন ২৮"। দৈনিক প্রথম আলো। ১৩ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৪।
- ↑ "Somalia hotel siege ends; U.N. diplomat, 19 others killed"। CNN। ২৭ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৫।
- ↑ "Crane falls in Mecca's Grand Mosque, casualties reported"। Daily Mail (ইংরেজি ভাষায়)। ১১ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "NASA News Conference: Evidence of Liquid Water on Today's Mars."। NASA। ২৮ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ Paris attacks: 'Three teams' involved - prosecutor Molins
- ↑ "2018 FIFA World Cup Russia™ - FIFA.com"। Fifa.com। জুলাই ১৭, ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৮, ২০১৫।
- ↑ মোছাব্বের হোসেন (২ জুলাই ২০২০)। "বিসিএসে শেষ হলো কোটা যুগ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২০।
উইকিমিডিয়া কমন্সে ২০১০-এর দশক সংক্রান্ত মিডিয়া রয়েছে।