২০১১
বছর
২০১১ একটি সাধারণ বছর যেটি শুরু হয় শনিবার দিয়ে। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুযায়ী, এটি কমন ইরা বা অ্যানো ডোমিনি; বর্ষ গণনা পদ্ধতিতে ২০১১তম বর্ষ; তৃতীয় সহস্রাব্দ ও একবিংশ শতাব্দীর একাদশ বর্ষ; এবং ২০১০-এর দশকের দ্বিতীয় বর্ষ।
সহস্রাব্দ: | ৩য় সহস্রাব্দ |
---|---|
শতাব্দী: | |
দশক: | |
বছর: |
গ্রেগরীয় বর্ষপঞ্জি | ২০১১ MMXI |
আব উর্বে কন্দিতা | ২৭৬৪ |
আর্মেনীয় বর্ষপঞ্জি | ১৪৬০ ԹՎ ՌՆԿ |
অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৬৭৬১ |
বাহাই বর্ষপঞ্জি | ১৬৭–১৬৮ |
বাংলা বর্ষপঞ্জি | ১৪১৭–১৪১৮ |
বেরবের বর্ষপঞ্জি | ২৯৬১ |
বুদ্ধ বর্ষপঞ্জি | ২৫৫৫ |
বর্মী বর্ষপঞ্জি | ১৩৭৩ |
বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৭৫১৯–৭৫২০ |
চীনা বর্ষপঞ্জি | 庚寅年 (ধাতুর বাঘ) ৪৭০৭ বা ৪৬৪৭ — থেকে — 辛卯年 (ধাতুর খরগোশ) ৪৭০৮ বা ৪৬৪৮ |
কিবতীয় বর্ষপঞ্জি | ১৭২৭–১৭২৮ |
ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ৩১৭৭ |
ইথিওপীয় বর্ষপঞ্জি | ২০০৩–২০০৪ |
হিব্রু বর্ষপঞ্জি | ৫৭৭১–৫৭৭২ |
হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
- বিক্রম সংবৎ | ২০৬৭–২০৬৮ |
- শকা সংবৎ | ১৯৩২–১৯৩৩ |
- কলি যুগ | ৫১১১–৫১১২ |
হলোসিন বর্ষপঞ্জি | ১২০১১ |
ইগবো বর্ষপঞ্জি | ১০১১–১০১২ |
ইরানি বর্ষপঞ্জি | ১৩৮৯–১৩৯০ |
ইসলামি বর্ষপঞ্জি | ১৪৩২–১৪৩৩ |
জুশ বর্ষপঞ্জি | ১০০ |
জুলীয় বর্ষপঞ্জি | গ্রেগরীয় বিয়োগ ১৩ দিন |
কোরীয় বর্ষপঞ্জি | ৪৩৪৪ |
মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীন ১০০ 民國১০০年 |
থাই সৌর বর্ষপঞ্জি | ২৫৫৪ |
ইউনিক্স সময় | ১২৯৩৮৪০০০০ – ১৩২৫৩৭৫৯৯৯ |

উইকিমিডিয়া কমন্সে ২০১১ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
জাতিসংঘ ২০১১ সালটিকে আন্তর্জাতিক বন বর্ষ ও আন্তর্জাতিক রসায়ন বর্ষ হিসেবে ঘোষণা করেছে।[১]
ঘটনাবলী
সম্পাদনাজানুয়ারি
সম্পাদনা- ১ জানুয়ারি - এস্তোনিয়া সরকারীভাবে ইউরো মুদ্রা প্রচলন করে ইউরোজোনের সপ্তদশ দেশ হিসেবে যাত্রা শুরু করে।
- ৭ জানুয়ারি - বাংলাদেশের কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফেলানী খাতুন নামে এক কিশোরীকে গুলি করে হত্যা করে। তার মৃতদেহ সাড়ে চার ঘন্টা ধরে বেড়ার সাথে ঝুলন্ত অবস্থায় ছিল। এই ঘটনায় গণমাধ্যম সহ বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলি ব্যাপকহারে প্রতিবাদে করেছিল।[২][৩][৪][৫]
- ৯ জানুয়ারি - দক্ষিণ সুদান নামে একটি নতুন স্বাধীন-সার্বভৌম দেশের জন্ম। এটি জাতিসংঘের সদস্যপদও লাভ করেছে।
- ১১ জানুয়ারি - ব্রাজিলের রিও দে জানেইরুতে বন্যা ও ভূমিধ্বসে ৯০৩ জনের মৃত্যু।
- ১৪ জানুয়ারি - আরব বসন্তের সূচনা। মাসব্যাপী বিদ্রোহের পর তিউনিসিয়ার সরকারের পতন। রাজা বেন আলি সৌদি আরবে পালিয়ে যান।
ফেব্রুয়ারি
সম্পাদনা- ১১ ফেব্রুয়ারি - বিদ্রোহের কারণে মিশরের রাষ্ট্রপতি হোসনি মোবারক পদত্যাগ করেন। নির্বাচনের পূর্ব পর্যন্ত দেশের শাসনভার গ্রহণ করে সামরিক বাহিনী।
মার্চ
সম্পাদনা- ১১ মার্চ - ৯.১ মানের ভূমিকম্প এবং তৎপরবর্তী সুনামিতে বিধ্বস্ত জাপানের পূর্ব উপকূল। ১৫,৮৪০ জনের মৃত্যু, নিখোঁজ ৩,৯২৬ জন।
- ১৭ মার্চ - লিবিয়া গৃহযুদ্ধ চলমান। জাতিসংঘ প্রথমে লিবিয়ার আকাশে বিমান ওড়া নিষিদ্ধ করে। পরে ১৯ মার্চ বিদেশী বাহিনী লিবিয়ায় অনুপ্রবেশ করে।
এপ্রিল
সম্পাদনা- ৮ এপ্রিল - চ্যানেল নাইন বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল।
- ১১ এপ্রিল - কোত দিভোয়া তে নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও পূর্বতন রাষ্ট্রপতিকে আটকের মাধ্যমে গৃহযুদ্ধের অবসান।
- ২২ এপ্রিল - পিস টিভি বাংলা বাংলা ভাষার ইসলামিক টিভি চ্যানেল।
মে
সম্পাদনা- ১ মে - যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামা ঘোষণা করেন যে মার্কিন সামরিক বাহিনী পাকিস্তানের একটি অপারেশনে শীর্ষ ইসলামী সন্ত্রাসী আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করেছে।
- ১০ মে - লন্ডনে বিজ্ঞানীরা সমবেত হন অ্যানথ্রোপোসিন তথা নৃযুগ বিষয়ে আলোচনা করতে।[৬]
- ১৬ মে - পর্তুগালকে বাঁচাতে ইউরোপিয়ান ইউনিয়ন ৭৮ বিলিয়ন ইউরো বরাদ্দের ঘোষণা দেয়।
- ২৬ মে - গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযুক্ত প্রাক্তন বসনীয়-সার্ব সেনা কর্মকর্তা রাতকো ম্লাদিচ সার্বিয়ায় গ্রেফতার।
জুন
সম্পাদনা- ৫ জুন - ইয়েমেনের রাষ্ট্রপতি বিদ্রোহীদের আঘাতে আহত হয়ে চিকিৎসার জন্য সৌদি আরব যান। উপ-রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণ করায় জনগণ সন্তুষ্ট হয়।
- ১২ জুন - হাজার হাজার সিরীয় অধিবাসী সেনাবাহিনীর আক্রমণে তুরস্ক পালিয়ে যায়।
জুলাই
সম্পাদনা- ৭ জুলাই - ইতিহাসে প্রথমবারের মত কৃত্রিমভাবে তৈরি অঙ্গ মানবদেহে সংস্থাপন করা হয়। অঙ্গটি তৈরি করা হয় ইংল্যান্ডে আর অস্ত্রোপচার হয় সুইডেনে।
- ২০ জুলাই - জাতিসংঘ সোমালিয়ার দক্ষিণাংশে দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে ঘোষণা দেয়।
- ২১ জুলাই - নাসার নভোখেয়াযান আটলান্টিস কেনেডি স্পেস সেন্টারে সফলভাবে অবতরণ করে যার মাধ্যমে আমেরিকার স্পেস শাটল প্রোগ্রামের চিরসমাপ্তি ঘটে।
আগস্ট
সম্পাদনা- ৫ আগস্ট - নাসা ঘোষণা করে যে, তাদের মার্স রিকনিসন্স অর্বিটার মঙ্গলের পৃষ্ঠে তরল পানির অস্তিত্ব খুঁজে পেয়েছে। একই দিনে প্রথম সৌরচালিত নভোযান জুনো বৃহস্পতি গ্রহের উদ্দেশ্যে যাত্রা করে।
সেপ্টেম্বর
সম্পাদনা- ৫ সেপ্টেম্বর - বাংলাদেশ ও ভারত তাদের ৪০ বছরের সীমান্ত সংঘাত নিরসনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে।
- ২২ সেপ্টেম্বর - প্রথম কোন আদিবাসীর জিনক্রম বিশ্লেষণের ফলাফল প্রকাশিত হয়। অস্ট্রেলিয়ার আদিবাসীদের জিন নিয়ে গবেষণাটি করা হয়েছে।[৭]
- ২৩ সেপ্টেম্বর - সার্ন ঘোষণা করে যে, তাদের অপেরা নিরূপকে আলোর চেয়ে দ্রুতগামী নিউট্রিনো ধরা পড়েছে।
- ৩০ সেপ্টেম্বর - যুক্তরাষ্ট্রের ফার্মি ল্যাবের টেভাট্রন কণা সংঘর্ষপীঠ বন্ধ হয়ে যায়।
অক্টোবর
সম্পাদনা- ১৮ অক্টোবর - ইউরোপে ভ্রূণাবস্থার স্টেম কোষ বিষয়ক পেটেন্ট নিষিদ্ধ করা হয়।[৮]
- ২০ অক্টোবর - লিবিয়ার স্বৈর শাসক মুয়াম্মার গাদ্দাফি নিহত।
- ২১ অক্টোবর - সম্পূর্ণ স্বাধীন ও নতুন একটি পরীক্ষায় ভৌগোলিক উষ্ণায়ন প্রমাণিত হয়।[৯]
- ২৮ অক্টোবর - ব্রাসেলসে জরুরী বৈঠকের পর গ্রিসের অর্থনীতি রক্ষায় ইউরোপিয়ান ইউনিয়নের নতুন নীতিমালা প্রণয়ন।
- ৩১ অক্টোবর - জাতিসংঘের ঘোষণা অনুসারে এই দিনেই পৃথিবীর জনসংখ্যা ৭০০ কোটি স্পর্শ করে। একই দিনে ইউনেস্কো ফিলিস্তিনকে সদস্যপদ প্রদান করে।
নভেম্বর
সম্পাদনা- ২৬ নভেম্বর - মার্স সায়েন্স ল্যাবরেটরির রোভার কিউরিয়সিটি কেনেডি স্পেস সেন্টার থেকে মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করে।
ডিসেম্বর
সম্পাদনা- ৫ ডিসেম্বর - নাসার কেপলার মিশন প্রথম কোন তারার প্রাণমণ্ডলের ভেতর একটি গ্রহ আবিষ্কার করে। গ্রহটির নাম কেপলার ২২বি।
- ১৩ ডিসেম্বর - সার্নের লার্জ হ্যাড্রন কলাইডারে হিগস বোসন আবিষ্কারের প্রথম সম্ভাবনা দেখা দেয়।
- ১৫ ডিসেম্বর - যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইরাক যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে।
- ২৯ ডিসেম্বর - সামোয়া এবং টোকেলাউ আন্তর্জাতিক তারিখ রেখার পূর্ব থেকে পশ্চিম অংশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
জন্ম
সম্পাদনাজানুয়ারি
সম্পাদনাফেব্রুয়ারি
সম্পাদনামার্চ
সম্পাদনাএপ্রিল
সম্পাদনামে
সম্পাদনাজুন
সম্পাদনাজুলাই
সম্পাদনাআগস্ট
সম্পাদনাসেপ্টেম্বর
সম্পাদনাঅক্টোবর
সম্পাদনানভেম্বর
সম্পাদনাডিসেম্বর
সম্পাদনামৃত্যু
সম্পাদনাজানুয়ারি
সম্পাদনা- ২ জানুয়ারি - পিট পসেলথোয়াইট, ইংরেজ অভিনেতা।
- ৩০ জানুয়ারি - জন ব্যারি, ইংরেজ চলচ্চিত্র সুরকার।
ফেব্রুয়ারি
সম্পাদনা- ৩ ফেব্রুয়ারি - মারিয়া শ্নাইডার, ফরাসি অভিনেত্রী (লাস্ট ট্যাংগো ইন প্যারিস)।
- ২৮ ফেব্রুয়ারি - জেইন রাসেল, মার্কিন অভিনেত্রী, চল্লিশের দশকের যৌন প্রতীক।
- ২৭ ফেব্রুয়ারি - নাজিমউদ্দিন এরবাকান তুরষ্কের একজন প্রয়াত রাজনীতিবিদ, প্রকৌশলী, শিক্ষাবিদ এবং তুরষ্কের প্রাক্তন প্রধানমন্ত্রী।
মার্চ
সম্পাদনা- ৪ মার্চ - সিমোন ফান ডের মিয়ার, নেদারল্যান্ডের নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী।
- ৫ মার্চ - আলবের্তো গ্রানাদো, চে গুয়েবারার দক্ষিণ আমেরিকা ভ্রমণের সঙ্গী।
এপ্রিল
সম্পাদনা- ৫ এপ্রিল - বারুখ স্যামুয়েল ব্লুমবার্গ, নোবেল বিজয়ী মার্কিন চিকিৎসক।
- ৯ এপ্রিল - সিডনি লুমেট, মার্কিন চলচ্চিত্রকার।
- ১৪ এপ্রিল - উইলিয়াম লিপসকম্ব, নোবেল বিজয়ী মার্কিন রসায়নবিদ।
মে
সম্পাদনা- ৭ মে - উইলার্ড বয়েল, কানাডীয় নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী।
- ৩০ মে - রোজেলিন সাসম্যান ইয়েলো, মার্কিন নোবেল বিজয়ী চিকিৎসক ও জৈব-পদার্থবিজ্ঞানী।
জুন
সম্পাদনা- ৫ জুন - আজম খান, বাংলাদেশী সঙ্গীত শিল্পী (জন্ম: ১৯৫০)
- ৯ জুন - মকবুল ফিদা হুসেন, ভারতীয় চিত্রকর (জন্ম: ১৯১৫)
- ২৫ জুন - মিখালিস কাকোইয়ানিস, সাইপ্রিয়ট-গ্রিক চলচ্চিত্রকার।
জুলাই
সম্পাদনা- ৮ জুলাই - আমিনুল ইসলাম, একজন বাংলাদেশী চিত্রশিল্পী (জন্ম: ১৯৩১)।
- ৩১ জুলাই - আমিনুল হক, বাংলাদেশী চলচ্চিত্রাভিনেতা (জন্ম: ১৯২১)
আগস্ট
সম্পাদনা- ২ আগস্ট - বারুই বেনাচেরাফ, ভেনিজুয়েলান বংশোদ্ভূত মার্কিন নোবেল বিজয়ী চিকিৎসক।
সেপ্টেম্বর
সম্পাদনা- ৪ সেপ্টেম্বর - অজিত রায়, বাংলাদেশী সঙ্গীত শিল্পী (জন্ম: ১৯৩৮)
- ১৪ সেপ্টেম্বর - রুডল্ফ ম্যোসবাউয়ার, জার্মান নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী (জন্ম: ১৯২৯)
- ২০ সেপ্টেম্বর - বুরহানউদ্দিন রব্বানী আফগানিস্থানের সাবেক প্রেসিডেন্ট। (জ. ১৯৪০)
- ২৫ সেপ্টেম্বর - ওয়াঙ্গেরী মাথেই, কেনিয়ার পরিবেশকর্মী, শান্তিতে নোবেল বিজয়ী (জন্ম: ১৯৪০)
- ৩০ সেপ্টেম্বর - রাল্ফ এম. স্টেইনম্যান, নোবেল বিজয়ী কানাডীয় চিকিৎসাবিজ্ঞানী (জন্ম: ১৯৪৩)
অক্টোবর
সম্পাদনা- ৫ অক্টোবর - স্টিভ জবস, মার্কিন কম্পিউটার ব্যবসায়ী, অ্যাপলের প্রতিষ্ঠাতা।
- ১২ অক্টোবর - ডেনিস রিচি, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
- ২০ অক্টোবর - মুয়াম্মার গাদ্দাফি, লিবিয়ার স্বৈরশাসক।
- ২৩ অক্টোবর - হার্বার্ট হপ্টম্যান, মার্কিন নোবেল বিজয়ী গণিতবিদ ও রসায়নবিদ।
নভেম্বর
সম্পাদনা- ৫ নভেম্বর - নরম্যান ফস্টার রামজি জুনিয়র, মার্কিন নোবেল বিজয়ী পদার্থবিদ।
- ৭ নভেম্বর - জো ফ্রেজিয়ার, মার্কিন বক্সার।
- ৯ নভেম্বর - হর গোবিন্দ খোরানা, ভারতীয় নোবেল বিজয়ী রসায়নবিদ।
ডিসেম্বর
সম্পাদনা- ৪ ডিসেম্বর - সক্রেটিস, ব্রাজিলীয় ফুটবলার।
- ১৫ ডিসেম্বর - ক্রিস্টোফার হিচেন্স, ব্রিটিশ-মার্কিন লেখক ও সাংবাদিক।
নোবেল পুরস্কার
সম্পাদনা- পদার্থবিদ্যা - সল পার্লমাটার, অ্যাডাম জি. রেইস ও ব্রায়ন পি. শেমিডিট
- রসায়ন - ড্যান শেচতম্যান
- চিকিত্সাবিদ্যা - ব্রুশ বিউটলার, জুলস হফম্যান ও রাল্ফ এম. স্টেইনম্যান
- সাহিত্য – টমাস ট্রান্সট্রোমার
- শান্তি - এলেন জনসন সির্লফ, লেইমাহ বোয়ি ও তাওয়াক্কোল কারমান
- অর্থনীতি - ক্রিস্টোফার আলবার্ট সিমস ও টমাস জন সার্জেন্ট
পঞ্জিকা
সম্পাদনাপঞ্জিকা ২০১১
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "United Nations Observances"। United Nations। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১০।
- ↑ "ফেলানি হত্যার ঘটনার ১০ বছর পেরিয়ে গেলেও বিচার পায়নি পরিবার"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১৪।
- ↑ "ফেলানী থেকে স্বর্ণা : সীমান্ত হত্যার শেষ কোথায়? – DW – 04.09.2024"। dw.com। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১৪।
- ↑ "ফেলানী হত্যার ১০ বছর আজ, এখনো বিচার পায়নি পরিবার"। এনটিভি (ইংরেজি ভাষায়)। ২০২১-০১-০৭। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১৪।
- ↑ "Felani Murder: Parents accuse AL of failing to secure justice"। unb.com.bd (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১৪।
- ↑ Anthropocene: Have humans created a new geological age?, BBC
- ↑ First Aboriginal genome sequenced, Nature
- ↑ European Court outlaws patents on embryonic stem cell techniques, The Gurdian
- ↑ Global warming 'confirmed' by independent study, BBC