১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০ ৩১  

২১ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৯৪তম (অধিবর্ষে ২৯৫তম) দিন। বছর শেষ হতে আরো ৭১ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী সম্পাদনা

  • ১২৯৬ - আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
  • ১৮০৫ - ট্রাফলগারের যুদ্ধ শুরু হয়েছিলো। জিব্রাল্টার প্রণালীর কাছে এই যু্দ্ধে ব্রিটেনের নৌ সেনারা লড়েছিলো ফ্রান্স এবং স্পেনের যৌথ নৌ বাহিনীর বিরুদ্ধে । এই যুদ্ধে এডমিরাল লর্ড হোরেশিও নেলসনের নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনী জয়লাভ করে এবং এই বিজয়কে উনিশ শতকে ব্রিটেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয় বলে মনে করা হয় ।
  • ১৮৫৭ - ব্রিটিশ সরকার কলকাতায় প্রেসিডেন্সি কলেজ স্থাপনের প্রস্তাব গ্রহণ করে।
  • ১৯৪৩ - সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন।
  • ১৯৫০ - চীনা সেনারা তিব্বত দখল করে।
  • ১৯৫৫- পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের চতুর্থ কাউন্সিলে দলের নাম থেকে 'মুসলিম' শব্দটি বাদ দেয়া হয়।
  • ১৯৬৯ - উইলি ব্রান্ট পশ্চিম জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন।
  • ১৯৮০ - খুলনা কারাগারে পুলিশি অভিযান : ৩৫ জন বন্দি নিহত, ২৪ জন জিম্মি উদ্ধার করা হয়।
  • ১৯৮৪ - বাংলাদেশে এসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করা হয়।
  • ১৯৯১ - সোভিয়েট ইউনিয়নের নতুন গঠিত সর্বোচ্চ সোভিয়েটের ( সংসদের ) প্রথম অধিবেশন ক্রেমলিন ভবনে উদ্বোধন হয়।
  • ১৯৯৩ - সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায় ৫০ জাতি কমনওয়েলথ সরকার প্রধানদের ৫ দিনব্যাপী (২১-২৫ অক্টোবর) দ্বিবার্ষিক সম্মেলন শুরু।
  • ২০০১ - এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থার ( এপেকের ) নেতাদের নবম অনানুষ্ঠানিক সম্মেলন চীনের শাংহাইয়ের বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী ভবনে অনুষ্ঠিত হয়, চীনের প্রেসিডেন্ট চিয়াং চেমিন সম্মেলন পরিচালনা করেন ।

জন্ম সম্পাদনা

মৃত্যু সম্পাদনা

ছুটি ও অন্যান্য সম্পাদনা

  • পুলিশ শহীদ স্মৃতি দিবস (ভারত)

বহিঃসংযোগ সম্পাদনা