চ্যানেল নাইন
চ্যানেল নাইন বাংলাদেশের একটি উপগ্রহ-ভিত্তিক টেলিভিশন স্টেশন। বাংলা ভাষায় সম্প্রচারিত এই চ্যানেলটির স্টুডিও ঢাকার তেজগায়েঁ আবস্থিত। ২০১৯ সালের ২৮ মার্চ থেকে চ্যানেলটির বার্তা বিভাগ বন্ধ হয়ে যায়। বর্তমানে এটি শুধু খেলা বিনোদন প্রচার করছে। [১]
চ্যানেল নাইন | |
---|---|
উদ্বোধন | ৩০ জানুয়ারি ২০১২ |
মালিকানা | ভার্গো মিডিয়া লিমিটেড |
চিত্রের বিন্যাস | MPEG-2 |
দেশ | বাংলাদেশ |
প্রচারের স্থান | আন্তর্জাতিক |
প্রধান কার্যালয় | ঢাকা, বাংলাদেশ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
আকাশ ডিটিএইচ | চ্যানেল ১১১ |
অ্যাপস্টার ২আর (টেলেস্টার ১০) | ৩৭৯৩এইচ ৪৪৪৩ ৩/৪ |
স্ট্রিমিং মিডিয়া | |
জাগোবিডি | https://jagobd.com/channel9hd |
মালিকানা
সম্পাদনাচ্যানেল ৯-এর ৮৫ শতাংশ মালিকানা ২২ কোটি টাকা দিয়ে কিনে নেন এনটিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান। স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়েতুল ইসলামের স্ত্রী সৈয়দা মাহবুবা আক্তারকে দেওয়া হয় এই টিভির অনুমতিপত্র। সৈয়দা মাহবুবা আক্তারের পাশাপাশি তাঁর স্বামী, ছেলে, ভাই, ভাইয়ের ছেলের নামে ছিল মোট শেয়ার। এই শেয়ার নিয়ে নানা অভিযোগ ছিল। এনায়েতুর রহমান প্রথম আলোকে বলেন, "চ্যানেল ৯-এর ৮৫ শতাংশ শেয়ার কিনে নিয়েছি। ২২ কোটি টাকার মধ্যে ২০ কোটি টাকা শেয়ারের দাম। বাকি দুই কোটি অন্য হিসাবে।"[২]
ইতিহাস
সম্পাদনা২০১২ সালের ৩০ জানুয়ারি চ্যানেল নাইন যাত্রা শুরু করে৷ ভার্গো মিডিয়া ২০১৪ সালে চ্যানেল নাইন ইউকে নাম নিয়ে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে স্কাইতে সম্প্রচার চালু করে, যেখানে পরে এটি এনটিভি ইউকের স্থলাভিষিক্ত হয়।[৩] চ্যানেলটি ‘ইউটেলস্যাট ২৮’ থেকে গ্রাহকদের ফ্রি-টু-এয়ার হিসাবে সম্প্রচার করে। ২৭ জুন ২০১৪ তারিখে চ্যানেল নাইন ইউকে বন্ধ হয়ে যায় এবং এর স্থলাভিষিক্ত হয় ইকরা বাংলা। সৈয়দা মাহবুবা আকতার চ্যানেলটির চেয়ারম্যান[৪] ও এনায়েতুর রহমান বাপ্পি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।[৫]
বার্তা বিভাগ বন্ধ ঘোষণা
সম্পাদনা২০১৯ সালের ৩ মার্চ চ্যানেল নাইনের বার্তা বিভাগ বন্ধের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। এর জের ধরে চ্যানেলটির ১৬০ কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। বার্তা বিভাগ বন্ধের পেছনে মিডিয়া বাজারে গণমাধ্যমটির খারাপ অবস্থাকে কারণ হিসেবে দেখিয়েছি মালিকপক্ষ।[৬]
সম্প্রচারিত অনুষ্ঠানমালা
সম্পাদনা- বাংলাদেশ প্রিমিয়ার লীগ
- ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ
- ২০১৮ নিদাহাস ট্রফি
- ব্যাচেলর পয়েন্ট(ধারাবাহিক নাটক)
- আলোকিত জ্ঞানী(প্রতি রমজান মাসে ইফতারের আগে প্রচারিত হয়।)
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বন্ধ বেসরকারি টিভি চ্যানেল নাইনের এমডি বাপ্পী কারাগারে | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৯।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "বিক্রি হয়ে যাচ্ছে টিভি চ্যানেলের মালিকানা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১১।
- ↑ "Channel 9 takesover NTV on Sky Digital EPG"। BizAsia। ১৬ এপ্রিল ২০১২। ২০ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৪।
- ↑ "10 more TV stations"। ১৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৬। অজানা প্যারামিটার
|1=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার|2=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ Ntv MD Bappy quits | Bangladesh | bdnews24.com[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বন্ধ হচ্ছে চ্যানেল নাইনের বার্তা বিভাগ, চাকরি হারাচ্ছেন ১৬০ জন"। Dhaka Tribune Bangla। ২০১৯-০৩-০৪। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]