আকাশ ডিটিএইচ
আকাশ ডিটিএইচ বা আকাশ ডিজিটাল টিভি হলো স্যাটেলাইট টেলিভিশন পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান। জিএস গ্রুপ(রুশ) এর সহযোগিতায়[১] ২০১৯ সালে এটি শুরু হয়।[২][৩] বাংলাদেশ সরকার দুইটি প্রতিষ্ঠানকে ডিশ সেবার অনুমতিপত্র দিলেও কেবল বেক্সিমকো আকাশ নামে এই সেবা চালু করে। এই সেবা 'সাধারণ', 'হালকা+' ও 'হালকা' হিসেবে বিক্রি করা হচ্ছে।[৪] প্রথম সংযোগের জন্য আবার মৌলিক ও সাধারণ নামে যথাক্রমে ৪৮৯৯৳ ও ৫৪০০৳ কর্তন করা হয়। আকাশ মৌলিক সংযোগে মাসিক ৩৯৯৳ তে ৪০টি এইচডি চ্যানেলসহ ১২০টি চ্যানেল এবং ২৯৯৳ তে ২০টি এইচডি চ্যানেলসহ ৭০টির বেশি চ্যানেল দেখা যাবে।[৫]
শিল্প | স্যাটেলাইট টেলিভিশন |
---|---|
প্রতিষ্ঠাকাল | ২০১৬ |
বাণিজ্য অঞ্চল | বাংলাদেশ |
পণ্যসমূহ | স্যাটেলাইট পে টেলিভিশন, পে-পার-ভিউ, স্ট্রিমিং টেলিভিশন |
মাতৃ-প্রতিষ্ঠান | বেক্সিমকো গ্রুপ |
ওয়েবসাইট | akashdth |
বৈশিষ্ট্য
সম্পাদনাএর অন্যতম বাজারকরণের দিক ছিল বাইরে থেকে ক্যাবল লাগানোর প্রয়োজনহীনতা।[৬] ডিটিএইচের গুণগত মানের জন্য এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।[৭][৮] ক্রয় করলে সেট আপে থাকে:
- একটি সেটআপ বক্স
- দুটি ব্যাটারি সংযুক্ত একটি রিমোট
- HDMI ও AVI ক্যাবল পাবেন
- একটি ছাতা
- এলএনবি সিঙ্গেল পার্টি
- ১৫ মিটার তার
- ফ্রি সাবস্ক্রিপশন ১ মাস থেকে ৭ দিন
- ১ বছরের ওয়ারেন্টি
ভবিষ্যতে ভিডিও অন ডিমান্ড, পে পার ভিউ, রেডিও চ্যানেলের, অনুষ্ঠান রেকর্ডিং, লাইভ টিভি পজসহ (স্থির করা) নির্ধারিত সময়ে নির্দিষ্ট অনুষ্ঠান রেকর্ডিংয়ের সুবিধা মতো সেবা যোগ হবে।[৯] বর্তমানে একটি ডিশে একটি সেট টপ বক্স যুক্ত করার স্থানে ভবিষ্যতে বেশ কয়েকটি সেট টপ বক্স যুক্ত করার সেবা চালু হবে। একটি আইডি ব্যবহার করেই টেলিভিশনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার বা মুঠোফোনেও অনুষ্ঠান দেখা যাবে।[৯]
ইতিহাস
সম্পাদনা২০১৪ সালে বাংলাদেশ সরকার রিয়েল ভ্যু ও বেঙ্গল ডিজিটাল এই প্রতিষ্ঠানদ্বয়কে ডিজিটাল সেবা দেওয়ার অনুমতি প্রদান করে।[১০] ২০১৬ সালে এটি রিয়েল ভু(RealVU) নামে পরিচিত ছিল।[১১] পরবর্তীতে মে ২০১৯ থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট দিয়ে আকাশ নামে নতুনভাবে ডিটিএইচ সেবা দেওয়া শুরু হয়।
অর্থনৈতিক অবস্থা
সম্পাদনা২০২১ সালে বিটিআরসি ৳১১.৫৬৭ কোটি স্পেকট্রাম ভাড়া মউকুফের সিদ্ধান্ত নেয়।[১১] যা ২৯ মে, ২০১৯ থেকে এক বছরের বাকি ভাড়া। কিন্তু ৫ বছরের জন্য ৫০% ভাড়া মউকুফের আবেদন খারিজ করা হয়। আকাশ ডিটিএইচের ভাষ্য অনুযায়ী তারা ব্যয়ের অর্ধেকও তুলতে পারছিলো না।[১১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bilateral Relations - Embassy of the Russian Federation in the People's Republic of Bangladesh"। bangladesh.mid.ru। সংগ্রহের তারিখ ২০২১-১১-২০।
- ↑ ডটকম, নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর। "বেক্সিমকোর ডিটিএইচ সেবায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক যাত্রা শুরু"। bangla.bdnews24.com। ২০২১-১১-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১১-২৫।
- ↑ ডটকম, গ্লিটজ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর। "কেবল ছাড়া টিভি দেখার সুবিধা আনছে 'আকাশ ডিটিএইচ'"। bangla.bdnews24.com। ২০২১-১১-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১১-২৫।
- ↑ ডেস্ক, প্রথম আলো। "গ্রাহকদের ২০০ টাকা পর্যন্ত ফেরত দিচ্ছে 'আকাশ'"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-১২-১২।
- ↑ "সাশ্রয়ী বেসিক সংযোগ আনল আকাশ ডিটিএইচ | কালের কণ্ঠ"। Kalerkantho। ২০২০-১০-২৩। সংগ্রহের তারিখ ২০২১-১২-১২।
- ↑ "ক্যাবল বাদেই দেখা যাচ্ছে স্যাটেলাইট চ্যানেল, সাড়া ফেলেছে 'আকাশ'"। Sarabangla | Breaking News | Sports | Entertainment। ২০১৯-১২-০১। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৭।
- ↑ Khan, Israt Moriom; Quadir, Sabrina; Islam, Sanjida (২০২১-১১-১৯)। "Anticipation & Advancement of DTH Service in Bangladesh"। European Journal of Business and Management Research (ইংরেজি ভাষায়)। 6 (6): 53–58। আইএসএসএন 2507-1076। ডিওআই:10.24018/ejbmr.2021.6.6.1150।
- ↑ Kaur, Kamalpreet; Singh, Amar Inder (২০১৭-০৮-০১)। "Perceived Service Quality and Consumer Satisfaction : An Empirical Study from Direct to Home (DTH) TV Industry"। Indian Journal of Marketing। 47 (8): 31। আইএসএসএন 0973-8703। ডিওআই:10.17010/ijom/2017/v47/i8/117431।
- ↑ ক খ প্রতিবেদক, নিজস্ব। "টিভি দেখার নতুন অভিজ্ঞতা"। প্রথম আলো। ২০২২-০১-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৭।
- ↑ Rahman, Harisur (২০২০)। Rahman, Harisur, সম্পাদক। The Political Economy, Materiality and the Visceral Experience of Cable Television (ইংরেজি ভাষায়)। Cham: Springer International Publishing। পৃষ্ঠা 79–103। আইএসবিএন 978-3-030-31707-2। ডিওআই:10.1007/978-3-030-31707-2_4।
- ↑ ক খ গ Express, The Financial। "Akash DTH to get spectrum charge waiver of Tk 111.56m"। The Financial Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৯।