একবিংশ শতাব্দী
সাল (২০০১-২১০০)
এই নিবন্ধটি মেয়াদোত্তীর্ণ।(ডিসেম্বর ২০২২) |
২১শ শতাব্দী গ্রেগরীয় পুঞ্জিকা অনুসারে ২০০১ থেকে ২১০০ সাল পর্যন্ত সময়কাল।[১] এটি ৩য় সহস্রাব্দের প্রথম শতাব্দী। ১ জানুয়ারি ২০০১ সালে শুরু হয় এবং ৩১ ডিসেম্বর ২১০০ সালে শেষ হবে।[২]
সহস্রাব্দ: | ৩য় সহস্রাব্দ |
---|---|
শতাব্দী: | |
সময়রেখা: | |
দশক: | |
বিষয়শ্রেণীসমূহ: | জন্ম – মৃত্যু সংস্থাপনা – বিলুপ্তি সংস্থাপনা |
পরিবহন এবং পরিবর্তন সমূহ
সম্পাদনাজনসংখ্যা
সম্পাদনা২১শ শতাব্দীর শুরুতে বিশ্বের জনসংখ্যা প্রায় ৬.১ বিলিয়ন ছিল। ২০১৫ সালে তা বৃদ্ধি পেয়ে প্রায় ৭.২৫ বিলিয়নে পৌছেছে। এবং ২০৫০ সালে বিশ্বের জনসংখ্যা প্রায় ৯.৩৭ বিলিয়নে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।[৩]
রাজনীতি ও যুদ্ধ
সম্পাদনাআঞ্চলিক পরিবর্তন এবং নতুন দেশ
সম্পাদনাএকবিংশ শতাব্দীতে কিছু দেশ জাতিসংঘের তত্বাবধানে স্বাধীনতা অর্জন করে-
- পূর্ব তিমুর (তিমুর লিসত)[৪] ২০ মে, ২০০২
- মন্টিনিগ্রো ৩ জুন, ২০০৬
- দক্ষিণ সুদান ৯ জুলাই, ২০১১
জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সমর্থনে কিছু অঞ্চল নিজেদের স্বাধীনতা ঘোষণা করে-
- কসোভো ১৭ ফেব্রুয়ারি, ২০০৮ (কসোভোর আন্তর্জাতিক স্বীকৃতি)
- দক্ষিণ ওসেটিয়া ২৬ আগস্ট, ২০০৮ (আংশিকভাবে স্বীকৃত)
- আবখাজিয়া ২৬ আগস্ট, ২০০৮ (আংশিকভাবে স্বীকৃত)
বিজ্ঞান ও প্রযুক্তি
সম্পাদনামহাকাশ গবেষণা
সম্পাদনা- ২০০১ - ডেনিস টিটো ১৯ মিলিয়ন ডলার খরচ করে প্রথম মহাকাশ পর্যটক হিসাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ভ্রমণ করে।
- ২০০৩ - ফেব্রুয়ারি ১ তারিখে কলম্বিয়া নভোখেয়াযান বিপর্যয়ে সাতজন মহাকাশচারী এবং ক্রু মৃত্যুবরণ করে।
- ২০০৯ - ২ ফেব্রুয়ারি, ইরান নিজেদের তৈরি প্রথম স্যাটেলাই উমিদ উৎপেক্ষণ করে।
যুদ্ধ ও সংঘাত
সম্পাদনা- আফগানিস্তান যুদ্ধ
- ইরাক যুদ্ধ
- লিবিয়া যুদ্ধ
- লেবানন যুদ্ধ
- সিরিয়ার গৃহযুদ্ধ
- ফিলিস্তিন চলমান যুদ্ধ সংকট
- মিয়ানমারে রোহিঙ্গাদের জাতিগত ভাবে নিধন
- চীনে উইঘুর মুসলিমদের উপর চীন রাষ্ট্রীয় আক্রমণ
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "The 21st Century and the 3rd Millennium When Did They Begin?"। United States Naval Observatory। ২০১৯-১০-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-০৭।
- ↑ "When and where did the new Millennium officially start, and why? ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ জুন ২০১২ তারিখে". Royal Observatory Greenwich
- ↑ "World Population"। U.S. Census Bureau, International Data Base.। ডিসেম্বর ২০১৩। ২৬ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৫।
- ↑ Grolier- the new book of knowledge, section "E"
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |