দক্ষিণ গোলার্ধ

পৃথিবীর অর্ধেক যা বিষুবরেখার দক্ষিণে অবস্থিত

দক্ষিণ গোলার্ধ হল নিরক্ষরেখা দক্ষিণ দিকে অবস্থিত পৃথিবীর অর্ধাংশ। দক্ষিণ গোলার্ধে পৃথিবীর ৫টি মহাদেশ সম্পূর্ণ বা আংশিকভাবে অবস্থিত।[] (এন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকার নয়-দশমাংশ, আফ্রিকার দক্ষিণভাগের একাংশ, এবং এশিয়ার কিছু দক্ষিণাঞ্চলীয় দ্বীপ, চারটি মহাসাগর (ভারত, দক্ষিণ আটলান্টিক, দক্ষিণ মহাসাগর, এবং দক্ষিণ প্রশান্ত) এবং ওশেনিয়ার অধিকাংশ। এশিয়া মহাদেশের কিছু মহাদেশীয় দ্বীপও দক্ষিণ গোলার্ধের অন্তর্ভুক্ত। পৃথিবীর অক্ষীয় ঢালের কারণে দক্ষিণ গোলার্ধে ডিসেম্বর হতে মার্চ মাস পর্যন্ত গ্রীষ্মকাল এবং জুন হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত শীতকাল বিরাজ করে। সাধারণত সেপ্টেম্বরের ২২ বা ২৩ তারিখে এখানে মহাবিষুব এবং মার্চের ২০ বা ২১ তারিখে শারদীয় বিষুব হয়।

অ্যাপোলো ১৭(ব্লু মারবেল) থেকে তোলা পৃথিবীর একটি বিখ্যাত ছবি। ছবিতে দক্ষিণ গোলার্ধ দেখানো হয়েছে।
দক্ষিণ গোলার্ধ হলুদ রঙদ্বারা হাইলাইট করে দেখানো হয়েছে(এন্টার্কটিকা দেখানো হয়নি)
দক্ষিণ মেরুর উপর হতে দক্ষিণ গোলার্ধ
"উশুইয়া, বিশ্বের শেষ" কিংবদন্তি সহ পোস্টার আর্জেন্টিনার উশুইয়া বিশ্বের দক্ষিণতম শহর।

দক্ষিণ গোলার্ধের মহাদেশ এবং দেশ গুলোর তালিকা

সম্পাদনা

মহাদেশ

সম্পাদনা

দেশ ও অঞ্চল

সম্পাদনা
আফ্রিকা
সম্পূর্ণ
অধিকাংশ
আংশিক
এশিয়া
সম্পূর্ণভাবে
অধিকাংশ
আংশিক
অস্ট্রেলিয়া
সম্পূর্ণভাবে
দক্ষিণ আমেরিকা
সম্পূর্ণ
অধিকাংশ
আংশিক
ভারত মহাসাগর
সম্পূর্ণ
দক্ষিণ আটলান্টিক মহাসাগর
সম্পূর্ণ
দক্ষিণ মহাসাগর
সম্পূর্ণ
দক্ষিণ প্রশান্ত মহাসাগর
সম্পূর্ণ
আংশিক

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Hemisphere Map"। WorldAtlas। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৪