আনোয়ারুল কবির তালুকদার
আনোয়ারুল কবির তালুকদার শাহজাদা (১ জানুয়ারি ১৯৪৪-১০ মে ২০২০) বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল।[১] বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সাবেক রাজনীতিবিদ। তিনি জামালপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী।[২]
আনোয়ারুল কবির তালুকদার | |
---|---|
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী | |
কাজের মেয়াদ ২০০১ – ২১ মে ২০০৬ | |
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী | |
কাজের মেয়াদ ২১ মে ২০০৬ – ৩ অক্টোবর ২০০৬ | |
পূর্বসূরী | এ. কে. এম. মোশাররফ হোসেন |
উত্তরসূরী | আবদুস সাত্তার ভূঞা |
জামালপুর-৪ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০০১ – ২০০৬ | |
পূর্বসূরী | মোঃ নুরুল ইসলাম |
উত্তরসূরী | মুরাদ হাসান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১ জানুয়ারি ১৯৪৪ জামালপুর জেলা |
মৃত্যু | ১০ মে ২০২০ সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি |
কর্মজীবন
সম্পাদনাআনোয়ারুল কবির তালুকদার বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন এবং মেজর জেনারেল হিসাবে অবসর গ্রহণ করেন। জামালপুর-৪ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৩] পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।[৪] খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় প্রথমে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেন। বিদ্যুৎ খাতের দুর্নীতির প্রতিবাদে তিনি পদত্যাগ করেন।[৫] সরকার থেকে বলা হয় তাকে বরখাস্ত করা হয়েছে।[৬]
২৬ অক্টোবর ২০০৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে পদত্যাগ করেছিলেন। তার মতে বিদ্যুৎ খাতের দুর্নীতির প্রতিবাদে তিনি পদত্যাগ করেছিলেন। ঐ বছর তিনি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টিতে যোগ দেন। পার্টির নেতৃত্বের সাথে নীতিগত পার্থক্য নিয়ে ৫ জানুয়ারী ২০০৯ তারিখে তিনি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি থেকে ও পদত্যাগ করেন।[৭]
ব্যক্তিগত জীবন
সম্পাদনাতিনি তিন ছেলে ও এক মেয়ের জনক।[৮] তিনি প্রাক্তন মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব আব্দুস সালাম তালুকদারের (১৯৩৬-১৯৯৯) ভাগ্নে ছিলেন।
মৃত্যু
সম্পাদনাআনোয়ারুল কবির তালুকদার ১০ মে ২০২০ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার"। দৈনিক ইত্তেফাক। ২০২০-০৫-১০। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১০।
- ↑ "Govt lands roadmap for power sector reform" (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি স্টার। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ শাকিল, মির্জা। "Jamalpur BNP bigwigs may join LDP with followers" (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি স্টার। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ জামালপুর প্রতিনিধি (১০ মে ২০২০)। "করোনাভাইরাস: সাবেক প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির মারা গেছেন"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০২০।
- ↑ "Anwarul Kabir pins hopes on 'people power'"। bdnews24.com। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ আহসান, সৈয়দ বদরুল। "Talukdar and the politics of decency" (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি স্টার। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Talukdar, Kabir and Dewan quit LDP"। bdnews24.com। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "করোনায় আক্রান্ত হয়ে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর মৃত্যু"। যুগান্তর। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২০।