১৪ মে
তারিখ
<< | মে | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | |
২০২৪ |
১৪ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩৪তম (অধিবর্ষে ১৩৫তম) দিন। বছর শেষ হতে আরো ২৩১ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ১৫৭৫ - এ্যাংগোলা পোর্তুগীজ ঔপনিবেশিক শক্তি দখল করে নেয়।
- ১৬৪৩ - চতুর্দশ লুই মাত্র চার বছর বয়সে ফ্রান্সের সম্রাট হন।
- ১৭৯৬ - এডওয়ার্ড জেনার পরীক্ষামূলকভাবে টিকা দানের ক্ষেত্রে সফলতা অর্জন করেন।
- ১৮১১ - স্পেনের শাসন থেকে প্যারাগুয়ে মুক্তি লাভ করে।
- ১৮১১ - প্যারাগুয়ের স্বাধীনতা ঘোষণা।
- ১৮৪২ - ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ প্রথমবারের মতো প্রকাশিত হয়।
- ১৮৮৯ - লন্ডনে শিশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ সংস্থার উদ্বোধন হয়।
- ১৯১৩ - নিউ ইয়র্কের গভর্নর উইলিয়াম সুলজার রকফেলার ফাউন্ডেশনের তহবিল অনুমোদন করেন। যার হিসাব শুরু হয় জন ডি রকফেলারের ১০০ মিলিয়ন ডলার অনুদানের অর্থ দিয়ে।
- ১৯২৫ - ভার্জিনিয়া উলফ্-এর উপন্যাস ‘মিসেস ডলওয়ে’ প্রকাশিত হয়।
- ১৯৩৯ - লিনা মেডিনা চিকিৎসা ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ মা হিসেবে চিহ্নিত হন। যার বয়স ছিল মাত্র পাঁচ বছর।
- ১৯৪৮ - সর্বশেষ ব্রিটিশ সেনাদল ফিলিস্তিন ছাড়লে ইজরায়েল স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়।
- ১৯৫০ - ওয়ারস চুক্তি স্বাক্ষর।
- ১৯৫৪ - আদমজী পাটকলে বাঙালী ও অবাঙালী শ্রমিকদের মধ্যে দাঙ্গা সংঘটিত হয়।
- ১৯৫৫ - সোভিয়েত রাশিয়া ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে ওয়ার শ’ চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৬৫ - চীন তার দ্বিতীয় আণবিক বোমার বিস্ফারণ ঘটায়।
- ১৯৭৩ - মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক স্কাইল্যাব উৎক্ষেপণ।
- ১৯৭৬ - ইংল্যান্ডের ক্রীড়ামন্ত্রী রডেশীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফর নিষিদ্ধ করেন।
- ২০১৮ - আয়ারল্যান্ড ক্রিকেটের ইতিহাসে প্রথম টেস্টে তাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম শতক করেন কেভিন ও’ব্রায়ান
জন্ম
সম্পাদনা- ১৩১৬ - চতুর্থ চার্লস, পবিত্র রোমান সম্রাট, হাউজ অফ লুক্সেমবার্গ থেকে বোহেমিয়ার দ্বিতীয় রাজা। (মৃ. ১৩৭৮)
- ১৭৭১ - রবার্ট ওয়েন, ব্রিটিশ সমাজ সংস্কারক এবং কল্পলৌকিক সমাজতন্ত্র ও সমবায় আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
- ১৮৪৯ - ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কবি ও সাহিত্যিকে। (মৃ.২৩/০৩/১৯১১)
- ১৮৬৩ - জন চার্লস ফিল্ডস, কানাডীয় গণিতবিদ এবং ফিল্ডস পদক এর প্রতিষ্ঠাতা। (মৃ. ১৯৩২)
- ১৮৯২ - অগ্নিযুগের বিপ্লবী, যুগান্তর দলের নেতা ও শ্ৰীসরস্বতী প্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা অরুণ চন্দ্র গুহ। (মৃ.১২/০২/১৯৮৩)
- ১৯০০ - কানাডার কবি রবার্ট পিঙ্ক।
- ১৯০৭ - আইয়ুব খান, পাকিস্তানি সেনাপতি ও রাষ্ট্রপতি। (মৃ. ১৯৭৪)
- ১৯১০ - কেন ভিলজোয়েন, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। (মৃ. ১৯৭৪)
- ১৯১০ - নে উইন, বার্মার (বর্তমান - মায়ানমার) বিশিষ্ট রাজনীতিবিদ ও সামরিক কমান্ডার ছিলেন। (মৃ. ২০০২)
- ১৯২৩ - মৃণাল সেন, বাঙালী চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং লেখক।(মৃ.৩০/১২/২০১৮)
- ১৯৪৪ - জর্জ লুকাস, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
- ১৯৪৮ - বব উলমার, আন্তর্জাতিক ইংরেজ ক্রিকেট তারকা, পেশাদার ক্রিকেট কোচ ও ক্রিকেট ধারাভাষ্যকার। (মৃ. ২০০৭)
- ১৯৫২ - রবার্ট জেমেকিস, মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং লেখক।
- ১৯৫৫ - পিটার কার্স্টেন, সাবেক ও প্রথিতযশা দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার।
- ১৯৫৯ - কার্লাইল বেস্ট, বার্বাডীয় বংশোদ্ভূত সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার।
- ১৯৬৯ - কেট ব্লানচেট, অস্ট্রেলীয় অভিনেত্রী ও নাট্য নির্দেশক।
- ১৯৮৩ - তাতেন্দা তাইবু, জিম্বাবুয়ের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।
- ১৯৮৪ - মার্ক জাকারবার্গ, জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা।
- ১৯৮৫ - জ্যাক রাইডার (কুস্তিগির), মার্কিন পেশাদার কুস্তিগির।
- ১৯৯৩ - মিরান্ডা কসগ্রভ, আমেরিকান অভিনেত্রী এবং গায়িকা।
- ১৯৯৪ - মারকিনয়োস, ব্রাজিলীয় পেশাদার ফুটবলার।
- ১৯৯৬ - মার্টিন গ্যারিক্স, ডাচ ডিজে, রেকর্ড প্রযোজক এবং গায়ক।
- ১৯৯৭ - মানুষী ছিল্লার, ভারতীয় মডেল এবং মিস ওয়ার্ল্ড ২০১৭ এর বিজয়ী।
মৃত্যু
সম্পাদনা- ১৯১২ - অগুস্ত স্ত্রিন্দবারি, সুয়েডীয় নাট্যকার, ঔপন্যাসিক, কবি, প্রাবন্ধিক ও চিত্রশিল্পী। (জ. ১৮৪৯)
- ১৯২৫ - হেনরি রাইডার হ্যাগার্ড, বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক।
- ১৯৪০ - এমা গোল্ডম্যান, নৈরাজ্যবাদী রাশিয়ান লেখক। (জ. ১৮৬৯)
- ১৯৪৩ - অঁরি লা ফোঁতেন, বেলজীয় আইনজীবী এবং আন্তর্জাতিক শান্তি ব্যুরোর প্রধান। (জ. ১৮৫৪)
- ১৯৭২ - প্রভাবতী দেবী সরস্বতী, বাঙালি ঔপন্যাসিক। (জ. ১৯০৫)
- ১৯৮৭ - রিটা হেওয়ার্থ, মার্কিন অভিনেত্রী ও নর্তকী। (জ. ১৯১৮)
- ১৯৯৫ - ক্রিস্টিয়ান ব. আনফিন্সেন, মার্কিন প্রাণরসায়নবিদ। (জ. ১৯১৬)
- ১৯৯৮ - ফ্রাঙ্ক সিনাত্রা, মার্কিন গায়ক ও অভিনেতা। (জ. ১৯১৫)
- ১৯৯৮ - শওকত ওসমান, বাঙালি কথাসাহিত্যিক এবং প্রাবন্ধিক।
- ২০০১ - গিল ল্যাংলি, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা। (জ. ১৯১৯)
- ২০০৩ - ওয়েন্ডি হিলার, ইংরেজ অভিনেত্রী। (জ. ১৯১২)
- ২০২০
- আনিসুজ্জামান, বাংলাদেশি শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক। (জ. ১৯৩৭)
- ড. খালিদ মাহমুদ, পাকিস্তানি বিচারক ও দেওবন্দি ইসলামি পণ্ডিত। (জ. ১৯২৫)
- দেবেশ রায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক। (জ. ১৯৩৬)
- ২০২২ - অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। (জ. ৯.০৬.১৯৭৫)
ছুটি ও অন্যান্য
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ১৪ মে সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |