১১ মে
তারিখ
<< | মে | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | |
২০২৪ |
১১ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩১তম (অধিবর্ষে ১৩২তম) দিন। বছর শেষ হতে আরো ২৩৪ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ৩৩০ - কনস্টান্টিনোপল রোম সাম্রাজ্যের নতুন রাজধানী হয়।
- ৯১২ - আলেকজান্ডার বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট হন।
- ১৭৪৫ - অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও হল্যান্ডের মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধে ফরাসি বাহিনী জয়যুক্ত হয়।
- ১৮৫৭ - সিপাহী বিদ্রোহ: সৈনিকরা ব্রিটিশদের কাছ থেকে দিল্লি অধিকার করে নেয়।
- ১৮৬৭ - লুক্সেমবার্গ স্বাধীনতা অর্জন করে।
- ১৯৩৫ - জার্মানীর বার্লিন শহরে প্রথম টেলিভিশন প্রেরণ যন্ত্র আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে এবং এর মাধ্যমে প্রথমবারের মত পৃথিবীতে টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।
- ১৯৪০ - জার্মান বাহিনীর আগ্রাসনের শিকার বেলজিয়ামকে রক্ষা করার জন্য বৃটিশ ও ফরাসী সেনাদের যৌথ বাহিনী বেলজিয়ামে প্রবেশ করে।
- ১৯৪৯ - ইসরায়েল জাতিসংঘে যোগ দেয়।
- ১৯৭২ -
- কলকাতায় রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মেক্সিকো।
- ১৯৮৫ - কুরআন দিবস: কুরআনের মর্যাদা প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে আট জন নিহত।
- ১৯৯৪ - ফিলিস্তিনি পুলিশ গাজায় এলে ২৭ বছরের ইজরায়েলি দখলদারির অবসান ঘটে।
- ১৯৯৭ - দাবাখেলুড়ে কম্পিউটার ডীপ ব্লু প্রথমবারের মতো বিশ্বজয়ী দাবাড়ু হিসেবে গ্যারি কাসপারভকে পরাজিত করে।
- ১৯৯৮ - ভারত সরকার দেশটির মরুরাজ্য রাজস্থানের পোখরানে ভূগর্ভে ৩টি পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায়।
- ২০১৬ - বাংলদেশের শীর্ষ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
- ২০১৮ - বাংলাদেশ সরকার তাদের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ ১১ মে ২০১৮ ইডিটি, বাংলাদেশ মান সময় ১২ মে ভোর ০২:১৪ তে কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করে।
- ২০১৮ - আয়ারল্যান্ড ক্রিকেট দল তাদের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে অংশগ্রহণ করে। তবে প্রথম দিন মেঘে ভেসে যাওয়ায় কোনো খেলা এদিন গড়ায়নি।
জন্ম
সম্পাদনা- ১৮৫৪ - জ্যাক ব্ল্যাকহাম, অস্ট্রেলীয় ক্রিকেটার। (মৃ. ১৯৩২)
- ১৮৯০ - বসন্তকুমার চট্টোপাধ্যায়, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় অডিটর জেনারেল। (মৃ.১৯৭৬)
- ১৮৯২ - মার্গারেট রাদারফোর্ড, ইংরেজ অভিনেত্রী। (মৃ. ১৯৭২)
- ১৯০৪ - সালভাদর দালি, স্পেনীয় চিত্রকর। (মৃ. ১৯৮৯)
- ১৯১২ - সাদত হাসান মান্টো, ভারতীয় বংশোদ্ভূত পাকিস্তানি লেখক এবং চিত্রনাট্যকার। (মৃ. ১৯৫৫)
- ১৯১৬ -
- কামিলো হোসে সেলা, এস্পানিয়ার ঔপন্যাসিক, ছোট গল্পকার ও প্রাবন্ধিক, নোবেল বিজয়ী। (মৃ. ২০০২)
- বাঙালি চিত্রশিল্পী নীরদ মজুমদার।(মৃ.১৯৮২)
- ১৯১৮ - রিচার্ড ফাইনম্যান, মার্কিন পদার্থবিজ্ঞানী, নোবেল বিজয়ী। (মৃ. ১৯৮৮)
- ১৯২১ - অজিত চট্টোপাধ্যায়, বিশিষ্ট বাঙালি হাস্যকৌতুক অভিনেতা।(মৃ.১৯৯৩)
- ১৯২৪ - অ্যান্টনি হিউইশ, ব্রিটিশ রেডিও জ্যোতির্বিজ্ঞানী, নোবেল বিজয়ী।
- ১৯৩০ - এড্সগার ডাইকস্ট্রা, ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী। (মৃ. ২০০২)
- ১৯৪১ - ইয়ান রেডপাথ, অস্ট্রলীয় ক্রিকেটার।
- ১৯৪৪ - জন বেনো, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
- ১৯৬৭ - সু গার্ডনার, উইকিমিডিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক।
- ১৯৭৩ - জেমস হ্যাভেন, মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক।
- ১৯৭৭ - ববি রুড, কানাডিয়ান পেশাদার কুস্তিগির।
- ১৯৭৮ - লিতিসিয়া কাস্তা, ফরাসি মডেল এবং অভিনেত্রী।
- ১৯৮৪ - আন্দ্রেস ইনিয়েস্তা, স্পেনীয় ফুটবলার।
- ১৯৮৬ - আবু দিয়াবি, ফরাসি ফুটবলার।
- ১৯৯২ - থিবো কোর্তোয়া, বেলজিয়ামের ফুটবলার।
- ১৯৯২ - পাবলো সারাবিয়া, স্প্যানিশ ফুটবলার।
- ১৯৯৯ - কেইটলিন দিয়াস, মার্কিন অভিনেত্রী এবং কণ্ঠশিল্পী।
মৃত্যু
সম্পাদনা- ১৯১৫ - ভাই বালমুকুন্দ, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী।
- ১৯১৫ - বসন্তকুমার বিশ্বাস, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী।(জ.১৮৯৫)
- ১৯১৬ - কার্ল শোয়ার্জশিল্ড, জার্মান জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী। (জ. ১৮৭৩)
- ১৯২৭ - হুয়ান গ্রিস, স্প্যানিশ চিত্রশিল্পী ও ভাস্কর। (জ. ১৮৮৭)
- ১৯৫৫ - গিলবার্ট জেসপ, ইংলিশ ক্রিকেটার। (জ. ১৮৭৪)
- ১৯৫৯ - বিংশ শতকের প্রথমার্ধের বিশিষ্ট কবি বসন্তকুমার চট্টোপাধ্যায়। (জ.১৪/১০/১৮৯০)
- ১৯৬৩ - হারবার্ট এস. গ্যাসার, মার্কিন শারীরতত্ত্ববিদ। (জ. ১৮৮৮)
- ১৯৬৫ - মাখনলাল সেন অনুশীলন সমিতির সদস্য, বিপ্লবী, সাংবাদিক ও সম্পাদক। (জ.১১/০১/১৮৮১)
- ১৯৮১ - বব মার্লে, জামাইকান রেগে শিল্পী, গীটার বাদক ও গীতিকার। (জ. ১৯৪৫)
- ১৯৮৩ - প্রখ্যাত ভারতীয় বাঙালি নিম্বার্ক সম্প্রদায়ের যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু ধনঞ্জয়দাস কাঠিয়াবাবা। (জ. ১৯০১)
- ১৯৮৫ - কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, বাঙালি শিক্ষাবিদ, ভাষাতত্ত্ববিদ ও খ্রিষ্টধর্মপ্রচারক। (জ. ১৯৩১)
- ১৯৮৮ - কিম ফিলবি, ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা এবং সোভিয়েত ইউনিয়ন এর জন্য ডাবল এজেন্ট। (জ. ১৯১২)
- ১৯৯৯ - একবাল আহমাদ, পাকিস্তানি লেখক, সাংবাদিক, ও যুদ্ধবিরোধী কর্মী। (জ. ১৯৩৩/৩৪)
- ২০০১ - ডগলাস অ্যাডামস, ইংরেজ লেখক, চিত্রনাট্যকার, প্রবন্ধকার, কৌতুকপূর্ণ কাহিনী-রচয়িতা, ব্যঙ্গরচয়িতা এবং নাট্যকার। (জ. ১৯৫২)
- ২০০৩ - আর্নি তোশ্যাক, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৯১৪)
- ২০০৪ - আল্ফ ভ্যালেন্টাইন, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।
- ২০১৬
- টনি কোজিয়ার, বার্বাডীয় ক্রিকেট সাংবাদিক, লেখক ও রেডিও ধারাভাষ্যকার। (জ. ১৯৪০)
- মতিউর রহমান নিজামী, বাংলদেশের শীর্ষ যুদ্ধাপরাধী।
- ২০২১ - ঈশা মহম্মদ, খ্যাতিমান ভারতীয় বাঙালি চিত্রকর ও শিল্পী। (জ.১৯৩৩)
ছুটি ও অন্যান্য
সম্পাদনা- জাতীয় প্রযুক্তি দিবস (ভারত)
- কুরআন দিবস - বাংলাদেশে পালিত একটি বিশেষ দিবস।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ১১ মে সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)