কার্ল শোয়ার্জশিল্ড

জার্মান জ্যোতির্বিদ

কার্ল শোয়ার্জশিল্ড ([ˈkaʁl ˈʃvaʁtsʃɪlt]) (৯ অক্টোবর ১৮৭৩ – ১১ মে ১৯১৬) ছিলেন একজন জার্মান পদার্থবিদ এবং জ্যোতির্বিদ। তিনি ছিলেন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী মার্টিন শোয়ার্জশিল্ডের বাবা।

কার্ল শোয়ার্জশিল্ড
কার্ল শোয়ার্জশিল্ড (১৮৭৩-১৯১৬)
জন্ম(১৮৭৩-১০-০৯)৯ অক্টোবর ১৮৭৩
মৃত্যু১১ মে ১৯১৬(1916-05-11) (বয়স ৪২)
জাতীয়তাজার্মান
মাতৃশিক্ষায়তনলুডউইগ ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি অব মিউনিখ
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্র
ডক্টরাল উপদেষ্টাহুগ ভন সিলিজার
যাদেরকে প্রভাবিত করেছেনমার্টিন শোয়ার্জশিল্ড

১৯১৫ সালে তিনি আইনস্টাইন ক্ষেত্র সমীকরণের সাধারণ আপেক্ষিকতার প্রথম সঠিক সমাধান প্রদান করেন, যে বছর আইনস্টাইন প্রথম সাধারণ আপেক্ষিকতার পরিচয় ঘটান।

গ্রহাণু ৮৩৭ শোয়ার্জশিল্ড তার সম্মানে নামকরণ করা হয়।

জীবনী সম্পাদনা

শোয়ার্জশিল্ড ফ্রাঙ্কফুর্ট আম মাইনে এক ইহুদী পরিবারে জন্ম নেন। তার বাবা শহরের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সক্রিয় ছিলেন, এবং পরিবারটির পূর্বপুরুষ ষোড়শ শতাব্দী থেকেই এই শহরে বসবাস করত।[১] কার্ল ১১ বছর পর্যন্ত ইহুদী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন।[২] তিনি স্ট্র্যাস বরগ এবং লুডউইগ ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি অব মিউনিখে অধ্যয়ন করেন এবং হেনরি পয়েনকেয়ার তত্ত্বের উপর কাজ করে তিনি ১৮৯৬ সালে ডক্টরেট অর্জন করেন।[৩][৪]

তিনি অটোইমিউন ডিজিস পেম্ফিগাস রোগে আক্রান্ত হয়ে ১৯১৬ সালের ১১ মে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Sadri Hassani Mathematical Physics: A Modern Introduction to Its Foundations Retrieved 2012-05-27
  2. MacTutor History of Mathematics"Biography"  Retrieved 2012-05-27
  3. John Daintith - Biographical Encyclopedia of Scientists CRC Press, 18 Aug 2008 Retrieved 2012-05-27
  4. Search engine verification of : "published papers before sixteen years of age" Retrieved 2012-05-27

বহিঃসংযোগ সম্পাদনা