জ্যাক ব্ল্যাকহাম
জন ম্যাককার্থি ব্ল্যাকহাম (ইংরেজি: Jack Blackham; জন্ম: ১১ মে, ১৮৫৪ - মৃত্যু: ২৮ ডিসেম্বর, ১৯৩২) ভিক্টোরিয়া প্রদেশের ফিটজরয় নর্থে জন্মগ্রহণকারী বিখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন তিনি। এছাড়াও তিনি অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিয়েছেন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | জন ম্যাককার্থি ব্ল্যাকহাম | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ফিটজরয় নর্থ, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া | ১১ মে ১৮৫৪|||||||||||||||||||||||||||||||||||||||
মৃত্যু | ২৮ ডিসেম্বর ১৯৩২ মেলবোর্ন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া | (বয়স ৭৮)|||||||||||||||||||||||||||||||||||||||
ডাকনাম | উইকেট-রক্ষকদের রাজপুত্র, ব্ল্যাক জ্যাক | |||||||||||||||||||||||||||||||||||||||
উচ্চতা | ১.৭৬ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি) | |||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | উইকেট-রক্ষক, অধিনায়ক | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ২) | ১৫ মার্চ ১৮৭৭ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ২০ ডিসেম্বর ১৮৯৪ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||
১৮৭৪–১৮৯৫ | ভিক্টোরিয়ান বুশর্যাঞ্জার্স | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৯ জুলাই ২০১৫ |
ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়া বুশর্যাঞ্জার্সের প্রতিনিধিত্ব করেন ‘জন ব্ল্যাকহাম’ নামে পরিচিত জ্যাক ব্ল্যাকহাম।[১]
প্রারম্ভিক জীবন
সম্পাদনামেলবোর্নের উপকণ্ঠে ফিটজরয় নর্থে সংবাদ প্রতিনিধি ‘ফ্রেডেরিক কেন ব্ল্যাকহাম’ ও ‘লুসিন্ডা’ দম্পতির সন্তান ছিলেন তিনি। ব্যাংকে কেরানির চাকরি করেছেন তিনি। অস্ট্রালেশিয়া কলোনিয়াল ব্যাংকে অনেক বছর এ পদে নিয়োজিত ছিলেন।[২] বলা হয়ে থাকে যে, তিনি তার ঘন ও কালো দাড়ির জন্য গ্রাহকদের কাছে সমতা ও বিশ্বস্ততার পরিচয়সূচক হিসেবে পরিচিতি পান।
ষোল বছর বয়সে কার্লটন ক্রিকেট ক্লাবে ব্যাটসম্যান হিসেবে প্রথম একাদশে অন্তর্ভুক্ত হন। ১৮৭৪ সালে ভিক্টোরিয়া দলে প্রথম অংশ নেন। এরপর স্বয়ংক্রিয়ভাবে বিশ বছরের অধিককাল দলে অবস্থান করেন। প্রথমদিককার অন্যতম উইকেট-রক্ষক হিসেবে গ্লাভস পরিধান করে স্ট্যাম্পের খুব কাছে অবস্থান নিতেন তিনি। এমনকি ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রেও তিনি উইকেটের কাছে থাকতেন।
খেলোয়াড়ী জীবন
সম্পাদনাইংল্যান্ড সফরে প্রথম আটটি অস্ট্রেলীয় ক্রিকেট দলের অন্যতম সদস্যের মর্যাদা পান। মার্চ, ১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে প্রথম টেস্টে তার অভিষেক ঘটে। এরপর ১৮৮২ সালে খ্যাতনামা অ্যাশেজ টেস্টে অংশ নেন তিনি। উইকেট-রক্ষণে তিনি শিল্পশৈলীর পরিচয় দিয়ে বিপ্লব আনেন ও ‘উইকেট-রক্ষকদের রাজপুত্র’ শিরোনামে আখ্যায়িত হন। খেলোয়াড়ী জীবনের শেষদিকে জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পান।
১৮৭৬-৭৭ মৌসুমে মেলবোর্নে অনুষ্ঠিত টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্টে খেলার জন্য তিনি মনোনীত হন।[৩] অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বোলার ফ্রেড স্পফোর্থ নিউ সাউথ ওয়েলসের দলীয় সঙ্গী বিলি মারডকের পরিবর্তে তাকে খেলতে নামানোয় মনঃক্ষুণ্ন হন ও খেলতে অস্বীকৃতি জানান। ঐ টেস্টে তিনি তিনটি ক্যাচ নেন ও প্রথম স্ট্যাম্পিং করেন। দ্বিতীয় ইনিংসে আলফ্রেড শয়ের অফ ব্রেক বলে টম কেন্ডলকে প্রথমবারের মতো স্ট্যাম্পিং করে এ কৃতিত্ব অর্জন করেন।[৩]
দলীয় সঙ্গীগণ তাকে ‘প্রিন্স অব উইকেট-কিপার্স’ বা ‘উইকেট-রক্ষকদের রাজপুত্র’ নামে আখ্যায়িত করতেন। ১৮৭৭ থেকে ১৮৯৪ পর্যন্ত অস্ট্রেলিয়ার নিয়মিত উইকেট-রক্ষক ছিলেন তিনি। ডানহাতি ব্যাটসম্যান হিসেবে ব্ল্যাকহাম নিচেরসারির কার্যকরী ভূমিকা রেখেছেন। চল্লিশ বছর বয়সে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অ্যান্ড্রু স্টডার্টের ইংরেজ দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন।
সম্মাননা
সম্পাদনা১৯৯৬ সালে অস্ট্রেলীয় ক্রিকেট হল অব ফেমে অন্তর্ভুক্ত দশজন খেলোয়াড়ের একজন ছিলেন তিনি। অন্যরা হচ্ছেন - ফ্রেড স্পফোর্থ, ভিক্টর ট্রাম্পার, ক্ল্যারি গ্রিমেট, বিল পন্সফোর্ড, স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান, বিল ও’রিলি, কিথ মিলার, রে লিন্ডওয়াল ও ডেনিস লিলি।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ CricketArchive Player Oracle, Retrieved 12 August, 2017
- ↑ G. P. Walsh (১৯৬৯)। "Blackham, John McCarthy (1854 - 1932)"। Australian Dictionary of Biography, Volume 3। MUP। পৃষ্ঠা 176। সংগ্রহের তারিখ ২০০৮-০২-১২।
- ↑ ক খ Frindall, Bill (২০০৯)। Ask Bearders। BBC Books। পৃষ্ঠা 191। আইএসবিএন 978-1-84607-880-4। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১১।
- ↑ "Australian Cricket Hall of Fame Inductees"। Melbourne Cricket Ground। ১১ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০২-২৩।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে জ্যাক ব্ল্যাকহাম (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে জ্যাক ব্ল্যাকহাম (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
চিত্রমালা
সম্পাদনা-
১৮৯১ সালের সংগৃহীত স্থিরচিত্রে জ্যাক ব্ল্যাকহাম
-
১৮৯৬ সালের সংগৃহীত স্থিরচিত্রে জ্যাক ব্ল্যাকহাম
-
সংগৃহীত স্থিরচিত্রে জ্যাক ব্ল্যাকহাম
আরও পড়ুন
সম্পাদনা- Atkinson, G. (1982) Everything you ever wanted to know about Australian rules football but couldn't be bothered asking, The Five Mile Press: Melbourne. আইএসবিএন ০ ৮৬৭৮৮ ০০৯ ০.
- Pollard, Jack, Australian Cricket: 1803-1893, The Formative Years, Sydney, The Book Company, 1995. (আইএসবিএন ০-২০৭-১৫৪৯০-২)
- Pollard, Jack, Australian Cricket: The Game and the Players, Sydney, Hodder & Stoughton, 1982. (আইএসবিএন ০-৩৪০-২৮৭৯৬-৯)
- Robinson, Ray, On Top Down Under: Australia's Cricket Captains, Sydney, Cassell, 1975. (আইএসবিএন ০-৭২৬৯-৭৩৬৪-৫)
- সের্ল, পের্সিভাল (১৯৪৯)। "Blackham, John"। ডিকশনারি অব অস্ট্রেলিয়ান বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। সিডনি: অ্যাঙ্গাস এবং রবার্টসন।
পূর্বসূরী হিউ ম্যাসি |
অস্ট্রেলীয় টেস্ট ক্রিকেট অধিনায়ক ১৮৮৪ - ৮৫ |
উত্তরসূরী টাপ স্কট |
পূর্বসূরী বিলি মারডক |
অস্ট্রেলীয় টেস্ট ক্রিকেট অধিনায়ক ১৮৯১/৯২ - ১৮৯৪/৯৫ |
উত্তরসূরী জর্জ গিফেন |
পূর্বসূরী নেই |
অস্ট্রেলীয় টেস্ট উইকেট-রক্ষক ১৮৭৬ - ১৮৯৪ |
উত্তরসূরী বিলি মারডক |