অস্ট্রেলীয় টেস্ট উইকেট-রক্ষকদের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

এটি অস্ট্রেলীয় টেস্ট উইকেট-রক্ষকদের তালিকাআন্তর্জাতিক ক্রিকেটের প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে টেস্ট ক্রিকেট, যাতে টেস্ট পরিবারভূক্ত দু’টি ক্রিকেট দলের মধ্যে অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ার পক্ষে কমপক্ষে একটি টেস্টে অংশগ্রহণকারী ৩৪জন ক্রিকেটার উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করেছেন। উইকেট-রক্ষণের দায়িত্বের বাইরে থাকলে তা ক্যাচ হিসেবে গণ্য করা হয়নি। যেদিন একজন খেলোয়াড় তার প্রথম টেস্ট ক্যাপ পায়, সেই ক্রমিক অনুসারে এ তালিকাটি সাজানো। যদি একাধিক খেলোয়াড় একই টেস্ট ম্যাচে তার প্রথম টেস্ট ক্যাপ পায়, সেক্ষেত্রে খেলোয়াড়দের পারিবারিক নামের বর্ণানুক্রম অনুসারে (ইংরেজি নামের বর্ণানুক্রম) তালিকাভুক্ত করা হয়েছে। মাঝে-মধ্যে মূল উইকেট-রক্ষকের আঘাতপ্রাপ্তি কিংবা অসুস্থতাজনিত বা বোলিংয়ের কারণে অন্য খেলোয়াড় এ দায়িত্ব পালন করে থাকেন।[]

জ্যাক ব্ল্যাকহাম, অস্ট্রেলিয়ার প্রথম উইকেট-রক্ষক।
ব্র্যাড হাড্ডিন, অস্ট্রেলীয় উইকেট-রক্ষক।
পিটার নেভিল, অস্ট্রেলিয়ার বর্তমান উইকেট-রক্ষক।

পরিসংখ্যানটি ২৩ আগস্ট, ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

ক্রমিক খেলোয়াড় সময়কাল টেস্ট ক্যাচ স্টাম্পিং সর্বমোট
আউট
১। জ্যাক ব্ল্যাকহাম ১৮৭৭–৯৪ ৩২ ৩৫ ২৪ ৫৯
২। বিলি মারডক ১৮৮২
৩। এফি জার্ভিস ১৮৮৫–৯৫ ১৭
৪। ফ্রেডরিক বার্টন ১৮৮৭
৫। স্টাম্পার কেলি ১৮৯৬–১৯০৫ ৩৬ ৪৩ ২০ ৬৩
৬। স্যামি কার্টার ১৯০৭–২১ ২৮ ৪৪ ২১ ৬৫
৭। বার্লো কারকিক ১৯১২
৮। বার্ট ওল্ডফিল্ড ১৯২০–৩৭ ৫৪ ৭৮ ৫২ ১৩০
৯। হ্যামি লাভ ১৯৩২–৩৩
১০। বেন বার্নেট ১৯৩৮
১১। ডন টলন ১৯৪৬–৫৩ ২১ ৫০ ৫৮
১২। রন স্যাগার্স ১৯৪৮–৫০ ১৬ ২৪
১৩। গিল ল্যাংলি ১৯৫১–৫৬ ২৬ ৮৩ ১৫ ৯৮
১৪। লেন মাডকস ১৯৫৫–৫৬ ১৯ ২০
১৫। ওয়ালি গ্রাউট ১৯৫৭–৬৬ ৫১ ১৬৩ ২৪ ১৮৭
১৬। ব্যারি জার্মান ১৯৫৯–৬৯ ১৯ ৫০ ৫৪
১৭। ব্রায়ান টাবের ১৯৬৬–৭০ ১৬ ৫৬ ৬০
১৮। রড মার্শ ১৯৭০–৮৪ ৯৬ ৩৪৩ ১২ ৩৫৫
১৯। স্টিভ রিক্সন ১৯৭৭–৮৫ ১৩ ৪২ ৪৭
২০। জন ম্যাকলিন ১৯৭৮–৭৯ ১৮ ১৮
২১। কেভিন রাইট ১৯৭৮–৮০ ১০ ৩১ ৩৫
২২। রজার ওলি ১৯৮৩–৮৪
২৩। ওয়েন বি. ফিলিপস ১৯৮৪–৮৬ ১৮ ৪৩ ৪৩
২৪। টিম জোরার ১৯৮৫–৮৭ ১০ ১৮ ১৯
২৫। গ্রেগ ডায়ার ১৯৮৬–৮৮ ২২ ২৪
২৬। ইয়ান হিলি ১৯৮৮–৯৯ ১১৯ ৩৬৬ ২৯ ৩৯৫
২৭। ফিল অ্যাম্রি ১৯৯৪
২৮। অ্যাডাম গিলক্রিস্ট ১৯৯৯–২০০৮ ৯৬ ৩৭৯ ৩৭ ৪১৬
২৯। ব্রাড হাড্ডিন ২০০৮-২০১৫ ৬৬ ২৬২ ১০ ২৭০
৩০। গ্রাহাম ম্যানু ২০০৯
৩১। টিম পেইন ২০১০ ১৬ ১৭
৩২। ম্যাথু ওয়েড ২০১২-বর্তমান ২০ ৫৬ ৬৪
৩৩। পিটার নেভিল ২০১৫–বর্তমান ১৭ ৬১ ৬৩
৩৪। পিটার হ্যান্ডসকম্ব ২০১৭–বর্তমান

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Australian Test wicket-keepers"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৪ 

আরও দেখুন

সম্পাদনা