অস্ট্রেলীয় টেস্ট উইকেট-রক্ষকদের তালিকা
এটি অস্ট্রেলীয় টেস্ট উইকেট-রক্ষকদের তালিকা। আন্তর্জাতিক ক্রিকেটের প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে টেস্ট ক্রিকেট, যাতে টেস্ট পরিবারভূক্ত দু’টি ক্রিকেট দলের মধ্যে অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ার পক্ষে কমপক্ষে একটি টেস্টে অংশগ্রহণকারী ৩৪জন ক্রিকেটার উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করেছেন। উইকেট-রক্ষণের দায়িত্বের বাইরে থাকলে তা ক্যাচ হিসেবে গণ্য করা হয়নি। যেদিন একজন খেলোয়াড় তার প্রথম টেস্ট ক্যাপ পায়, সেই ক্রমিক অনুসারে এ তালিকাটি সাজানো। যদি একাধিক খেলোয়াড় একই টেস্ট ম্যাচে তার প্রথম টেস্ট ক্যাপ পায়, সেক্ষেত্রে খেলোয়াড়দের পারিবারিক নামের বর্ণানুক্রম অনুসারে (ইংরেজি নামের বর্ণানুক্রম) তালিকাভুক্ত করা হয়েছে। মাঝে-মধ্যে মূল উইকেট-রক্ষকের আঘাতপ্রাপ্তি কিংবা অসুস্থতাজনিত বা বোলিংয়ের কারণে অন্য খেলোয়াড় এ দায়িত্ব পালন করে থাকেন।[১]
পরিসংখ্যানটি ২৩ আগস্ট, ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।
ক্রমিক | খেলোয়াড় | সময়কাল | টেস্ট | ক্যাচ | স্টাম্পিং | সর্বমোট আউট |
---|---|---|---|---|---|---|
১। | জ্যাক ব্ল্যাকহাম | ১৮৭৭–৯৪ | ৩২ | ৩৫ | ২৪ | ৫৯ |
২। | বিলি মারডক | ১৮৮২ | ১ | ২ | ০ | ২ |
৩। | এফি জার্ভিস | ১৮৮৫–৯৫ | ৯ | ৮ | ৯ | ১৭ |
৪। | ফ্রেডরিক বার্টন | ১৮৮৭ | ১ | ০ | ১ | ১ |
৫। | স্টাম্পার কেলি | ১৮৯৬–১৯০৫ | ৩৬ | ৪৩ | ২০ | ৬৩ |
৬। | স্যামি কার্টার | ১৯০৭–২১ | ২৮ | ৪৪ | ২১ | ৬৫ |
৭। | বার্লো কারকিক | ১৯১২ | ৬ | ৬ | ০ | ৬ |
৮। | বার্ট ওল্ডফিল্ড | ১৯২০–৩৭ | ৫৪ | ৭৮ | ৫২ | ১৩০ |
৯। | হ্যামি লাভ | ১৯৩২–৩৩ | ১ | ৩ | ০ | ৩ |
১০। | বেন বার্নেট | ১৯৩৮ | ৪ | ৩ | ২ | ৫ |
১১। | ডন টলন | ১৯৪৬–৫৩ | ২১ | ৫০ | ৮ | ৫৮ |
১২। | রন স্যাগার্স | ১৯৪৮–৫০ | ৬ | ১৬ | ৮ | ২৪ |
১৩। | গিল ল্যাংলি | ১৯৫১–৫৬ | ২৬ | ৮৩ | ১৫ | ৯৮ |
১৪। | লেন মাডকস | ১৯৫৫–৫৬ | ৭ | ১৯ | ১ | ২০ |
১৫। | ওয়ালি গ্রাউট | ১৯৫৭–৬৬ | ৫১ | ১৬৩ | ২৪ | ১৮৭ |
১৬। | ব্যারি জার্মান | ১৯৫৯–৬৯ | ১৯ | ৫০ | ৪ | ৫৪ |
১৭। | ব্রায়ান টাবের | ১৯৬৬–৭০ | ১৬ | ৫৬ | ৪ | ৬০ |
১৮। | রড মার্শ | ১৯৭০–৮৪ | ৯৬ | ৩৪৩ | ১২ | ৩৫৫ |
১৯। | স্টিভ রিক্সন | ১৯৭৭–৮৫ | ১৩ | ৪২ | ৫ | ৪৭ |
২০। | জন ম্যাকলিন | ১৯৭৮–৭৯ | ৪ | ১৮ | ০ | ১৮ |
২১। | কেভিন রাইট | ১৯৭৮–৮০ | ১০ | ৩১ | ৪ | ৩৫ |
২২। | রজার ওলি | ১৯৮৩–৮৪ | ২ | ৭ | ০ | ৭ |
২৩। | ওয়েন বি. ফিলিপস | ১৯৮৪–৮৬ | ১৮ | ৪৩ | ০ | ৪৩ |
২৪। | টিম জোরার | ১৯৮৫–৮৭ | ১০ | ১৮ | ১ | ১৯ |
২৫। | গ্রেগ ডায়ার | ১৯৮৬–৮৮ | ৬ | ২২ | ২ | ২৪ |
২৬। | ইয়ান হিলি | ১৯৮৮–৯৯ | ১১৯ | ৩৬৬ | ২৯ | ৩৯৫ |
২৭। | ফিল অ্যাম্রি | ১৯৯৪ | ১ | ৫ | ১ | ৬ |
২৮। | অ্যাডাম গিলক্রিস্ট | ১৯৯৯–২০০৮ | ৯৬ | ৩৭৯ | ৩৭ | ৪১৬ |
২৯। | ব্রাড হাড্ডিন | ২০০৮-২০১৫ | ৬৬ | ২৬২ | ১০ | ২৭০ |
৩০। | গ্রাহাম ম্যানু | ২০০৯ | ১ | ৩ | ০ | ৩ |
৩১। | টিম পেইন | ২০১০ | ৪ | ১৬ | ১ | ১৭ |
৩২। | ম্যাথু ওয়েড | ২০১২-বর্তমান | ২০ | ৫৬ | ৮ | ৬৪ |
৩৩। | পিটার নেভিল | ২০১৫–বর্তমান | ১৭ | ৬১ | ২ | ৬৩ |
৩৪। | পিটার হ্যান্ডসকম্ব | ২০১৭–বর্তমান | ২ | ০ | ০ | ০ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Australian Test wicket-keepers"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৪।