২৯ এপ্রিল
তারিখ
<< | এপ্রিল | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ||||
২০২৪ |
২৯ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১৯তম (অধিবর্ষে ১২০তম) দিন। বছর শেষ হতে আরো ২৪৬ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ১৬৩৯ - দিল্লির লালকেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
- ১৬৮২ - পিটার দ্য গ্রেইট মাত্র দশ বছর বয়সে রাশিয়ার সম্রাট পদে অধিষ্ঠিত হন।
- ১৮২৭ - ফরাসি সম্রাট একাদশ চার্লস ফরাসি জাতীয় রক্ষীবাহিনীর বিলুপ্তি ঘোষণা করেন।
- ১৯১৯ - জালিওয়ান ওয়ালাবাগের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন।
- ১৯৩৯ - দিল্লির লাল কেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
- ১৯৪৫ - ইতালিতে জার্মান বাহিনী মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে।
- ১৯৫৪ - তিব্বত নিয়ে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি সম্পাদিত হয়।
- ১৯৯১ - ঘূর্ণিঝড় BOB 01 বাংলাদেশের দক্ষিণপূর্বে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে প্রায় ২৫০ কিমি/ঘণ্টা বেগে আঘাত করে।
- ১৯৯৭ - বৃটেন চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেয়।
জন্ম
সম্পাদনা- ১৮৩৭ - জর্জ এর্নেস্ত বুলঁজে, ফরাসি জেনারেল ও রাজনীতিবিদ। (মৃ. ১৮৯১)
- ১৮৪৪ - সমাজসেবী ও দানশীল ব্যক্তিত্ব যদুলাল মল্লিক। (মৃ.১৮৯৪)
- ১৮৪৮ - রাজা রবি বর্মা, বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী। (মৃ.০২/১০/১৯০৬)
- ১৮৫৪ - অঁরি পোয়াঁকারে, ফরাসি গণিতবিদ, তাত্ত্বিক পদার্থবিদ ও দার্শনিক।
- ১৮৬৫ - বিশ্বজনীন ত্রিভাষিক ইতালিয়ান-স্লোভেনিয়ান স্থপতি ম্যাক্স ফেভিয়ানি।
- ১৮৯৩ -
- বাঙালি লেখিকা ও ঔপন্যাসিক শান্তা দেবী (নাগ)। (মং.১৯৮৪)
- হ্যারল্ড ক্লেটন ইউরি, নোবেল বিজয়ী মার্কিন ভৌত রসায়নবিদ। (মৃ. ১৯৮১)
- ১৯০১ - হিরোহিতো, জাপানী সম্রাট। (মৃ. ১৯৮৯)
- ১৯০৭ - ফ্রেড জিনেমান, অস্ট্রিয়ায় জন্মগ্রহণকারী মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। (মৃ। ১৯৯৭)
- ১৯০৯ - বিপ্লবী রবি নিয়োগী।
- ১৯১০ - ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী বিমল দাশগুপ্ত।(মৃ.২০০০)
- ১৯১৭ -
- দিলীপকুমার রায়, ভারতীয় বাঙালি সঙ্গীতবিশারদ। (মৃ.২০২২)
- মায়া ডেরেন, ইউক্রেনিয়-বংশদ্ভুত মার্কিন পরিচালক, কবি এবং ফটোগ্রাফার। (মৃ. ১৯৬১)
- ১৯১৯ -
- ওস্তাদ আল্লারাখা, বিখ্যাত ভারতীয় তবলা বাদক।(মৃ.২০০০)
- আতাউর রহমান,ছাত্র সংগঠনের সূচনাকারী, সাহিত্যিক ও সম্পাদক।(মৃ.১৯৭১)
- ১৯৩৩ - উইলি নেলসন, আমেরিকান গায়ক, গীতিকার, গিটারিস্ট, প্রযোজক এবং অভিনেতা।
- ১৯৩৬ - আলেহানদ্রা পিসারনিক, আর্জেন্টিনার কবি।
- ১৯৩৬ - জুবিন মেহতা, প্রা্চ্য ও প্রাশ্চাত্যের শাস্ত্রীয় সঙ্গীতের ভারতীয় পরিচালক।
- ১৯৪০ - ব্রায়ান টাবের, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
- ১৯৪৮ - আইনুন নিশাত, বাংলাদেশী ইমেরিটাস অধ্যাপক, এবং পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ।
- ১৯৪৯ - প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী উৎপলেন্দু চৌধুরী(মৃ.২০১১)[১]
- ১৯৫৪ - জেরি সাইনফেল্ড, মার্কিন মঞ্চ-কৌতুকশিল্পী, অভিনেতা, লেখক, প্রযোজক এবং পরিচালক।
- ১৯৫৭ - ড্যানিয়েল ডে-লুইস, ব্রিটিশ-আইরিশ অভিনেতা।
- ১৯৬৬ - ফিল টাফনেল, সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ও ধারাভাষ্যকার।
- ১৯৭০ - আন্দ্রে আগাসি, আমেরিকান টেনিস খেলোয়াড়।
- ১৯৭৭ - টাইটাস ও'নিল, মার্কিন পেশাদার কুস্তিগির এবং অবসরপ্রাপ্ত আমেরিকান ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
সম্পাদনা- ১৯২১ - আর্থার মোল্ড, ইংরেজ ক্রিকেটার। (জ. ১৮৬৩)
- ১৯৪৫ - মুসোলিনী।
- ১৯৫১ - লুডভিগ ভিটগেনস্টাইন, অস্ট্রিয়ান বংশোদ্ভূত ইংরেজি দার্শনিক এবং শিক্ষাবিদ। (জ. ১৮৮৯)
- ১৯৮০ - স্যার আলফ্রেড যোসেফ হিচকক, ইংরেজ চলচ্চিত্র নির্দেশক ও প্রযোজক।(জ.১৮৯৯)
- ১৯৯২ - গোলাম ফারুক খান, পূর্ব পাকিস্তানের গভর্নর।
- ১৯৯৬ - আবেদ হোসেন খান, একজন বাংলাদেশী উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সেতার বাদক ও সুরকার।
- ২০০৫ - লিওনিদ খাচিয়ান, আর্মেনীয়-বংশোদ্ভুত রুশ গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।
- ২০০৬ - জন কেনেথ গলব্রেইথ, মার্কিন অর্থনীতিবিদ।
- ২০০৭ - ডিক মোৎজ, ক্রাইস্টচার্চে জন্মগ্রহণকারী বিখ্যাত নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা। (জ. ২০০৭)
- ২০১৪ - বব হস্কিন্স, ইংরেজ অভিনেতা। (জ. ১৯৪২)
- ২০২০ - ইরফান খান, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। (জ.১৯৬৭)
ছুটি ও অন্যান্য
সম্পাদনা- আন্তর্জাতিক নৃত্য দিবস।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ আকাশবাণী কলকাতা,গীতান্জলি প্রচার তরঙ্গ,প্রাত্যহিকী,২৯ এপ্রিল,২০২১
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ২৯ এপ্রিল সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |