২০ এপ্রিল

তারিখ
১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২
২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯
৩০  

২০ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১০তম (অধিবর্ষে ১১১তম) দিন। বছর শেষ হতে আরো ২৫৫ দিন বাকি রয়েছে।

ঘটনাবলীসম্পাদনা

  • ১৫২৬ - পানিপথের যুদ্ধে মোগলরা আফগানদের পরাভূত করে।
  • ১৭৭০ - ব্লাক নিউ সাউথ ওয়েলস আবিষ্কার করেন।
  • ১৮৮৯ - ফরাসী বিপ্লবের শতবর্ষ পূর্তিতে স্মারকস্তম্ভ ৯৮৫ ফুট উঁচু আইফেল টাওয়ার নির্মাণের কাজ শেষ হয়।
  • ১৯০২ - কিউবা থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেয়।
  • ১৯১৯ - মন্টিনিগ্রোর রাজা নিকোলাস সিংহাসনচ্যুত।
  • ১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ ব্রিগেডের ফ্রান্সে পদার্পণ।
  • ১৯৪৫ - ব্রিটিশ সেনাবাহিনীর বার্লিনে প্রবেশ।
  • ১৯৪৬ - সম্মিলিত জাতিপুঞ্জের বিলুপ্তি ঘোষণা করা হয়।
  • ১৯৫৯ - নদার্ন রোডেশিয়ায় নির্বাচনে ইউনাইটেড ফেডারেল পার্টির জয়।
  • ১৯৬৪ - লাওসে সামরিক অভ্যুত্থান ব্যর্থ।
  • ১৯৭২ - যুক্তরাষ্ট্রের এ্যাপোলো-১৬’র নভোচারীরা নিরাপদে চাঁদে অবতরণে সফল।
  • ১৯৭৬ - জেরুজালেমে ইসরাইল বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে।
  • ১৯৮৬ - শ্রীলংকায় একটি বিশাল সেচ মজুদাগারে ফাটল ধরে বিরাট এলাকা জুড়ে প্লাবন । দুশতাধিক প্রাণহানি। ২০ হাজার পরিবার গৃহহীন।
  • ১৯৯৮ - ইকুয়েডরের যাত্রীবাহী বিমান কলম্বিয়ার পার্বত্যাঞ্চলে বিধ্বস্ত হয়ে ৫৩ আরোহীর সবাই নিহত।
  • ২০১২ - পাকিস্তানের ইসলামাবাদের কাছে বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর-এর সন্নিকটে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে ১২৭ জন নিহত হয়।
  • ২০১৩ - চীনের সিচুয়ান প্রদেশে ৬.৬ মাত্রার ভূমিকম্পে ১৫০ জনেরও বেশি নিহত হয়।

জন্মসম্পাদনা

মৃত্যুসম্পাদনা

ছুটি ও অন্যান্যসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. আকাশবাণী, কলকাতা, গীতাঞ্জলি প্রচারতরঙ্গ,প্রাত্যহিকী(২১/০৪/২০২১)
  2. সেলিনা হোসেন ও নুরুল ইসলাম সম্পাদিত বাংলা একাডেমী চরিতাভিধান; ঢাকা, এপ্রিল, ২০০৩; পৃষ্ঠা-৪০৭-৮।

বহিঃসংযোগসম্পাদনা