১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  

২০ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১০তম (অধিবর্ষে ১১১তম) দিন। বছর শেষ হতে আরো ২৫৫ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

সম্পাদনা
  • ১৫২৬ - পানিপথের যুদ্ধে মোগলরা আফগানদের পরাভূত করে।
  • ১৭৭০ - ব্লাক নিউ সাউথ ওয়েলস আবিষ্কার করেন।
  • ১৮৮৯ - ফরাসী বিপ্লবের শতবর্ষ পূর্তিতে স্মারকস্তম্ভ ৯৮৫ ফুট উঁচু আইফেল টাওয়ার নির্মাণের কাজ শেষ হয়।
  • ১৯০২ - কিউবা থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেয়।
  • ১৯১৯ - মন্টিনিগ্রোর রাজা নিকোলাস সিংহাসনচ্যুত।
  • ১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ ব্রিগেডের ফ্রান্সে পদার্পণ।
  • ১৯৪৫ - ব্রিটিশ সেনাবাহিনীর বার্লিনে প্রবেশ।
  • ১৯৪৬ - সম্মিলিত জাতিপুঞ্জের বিলুপ্তি ঘোষণা করা হয়।
  • ১৯৫৯ - নদার্ন রোডেশিয়ায় নির্বাচনে ইউনাইটেড ফেডারেল পার্টির জয়।
  • ১৯৬৪ - লাওসে সামরিক অভ্যুত্থান ব্যর্থ।
  • ১৯৭২ - যুক্তরাষ্ট্রের এ্যাপোলো-১৬’র নভোচারীরা নিরাপদে চাঁদে অবতরণে সফল।
  • ১৯৭৬ - জেরুজালেমে ইসরাইল বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে।
  • ১৯৮৬ - শ্রীলংকায় একটি বিশাল সেচ মজুদাগারে ফাটল ধরে বিরাট এলাকা জুড়ে প্লাবন । দুশতাধিক প্রাণহানি। ২০ হাজার পরিবার গৃহহীন।
  • ১৯৯৮ - ইকুয়েডরের যাত্রীবাহী বিমান কলম্বিয়ার পার্বত্যাঞ্চলে বিধ্বস্ত হয়ে ৫৩ আরোহীর সবাই নিহত।
  • ২০১২ - পাকিস্তানের ইসলামাবাদের কাছে বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর-এর সন্নিকটে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে ১২৭ জন নিহত হয়।
  • ২০১৩ - চীনের সিচুয়ান প্রদেশে ৬.৬ মাত্রার ভূমিকম্পে ১৫০ জনেরও বেশি নিহত হয়।

মৃত্যু

সম্পাদনা

ছুটি ও অন্যান্য

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. আকাশবাণী, কলকাতা, গীতাঞ্জলি প্রচারতরঙ্গ,প্রাত্যহিকী(২১/০৪/২০২১)
  2. সেলিনা হোসেন ও নুরুল ইসলাম সম্পাদিত বাংলা একাডেমী চরিতাভিধান; ঢাকা, এপ্রিল, ২০০৩; পৃষ্ঠা-৪০৭-৮।

বহিঃসংযোগ

সম্পাদনা