১৬ এপ্রিল
তারিখ
<< | এপ্রিল | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ||||
২০২৪ |
১৬ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০৬তম (অধিবর্ষে ১০৭তম) দিন। বছর শেষ হতে আরো ২৫৯ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ১৮৫৩ - ভারতের বোম্বেতে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়।
- ১৯১২ - হ্যারিয়েট কুইয়েম্বি প্রথম নারী হিসাবে বিমানে ইংলিশ চ্যানেল পাড়ি দেন।
- ১৯১৬ - রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
- ১৯১৭ - ভ্লাদিমির ইলিচ লেনিন সুইজারল্যান্ড থেকে পেত্রোগ্রাদে ফিরে আসেন।
- ১৯১৭ - লেনিন বিখ্যাত ‘এপ্রিল থিসিস’ ঘোষণা করেন।
- ১৯১৭ - জার্মানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণা।
- ১৯৪৮ - সশস্ত্র ইহুদীবাদী ইসরাইলীরা ফিলিস্তিনের একটি ইংরেজ সেনা ঘাটিতে হামলা চালালে ৯০ জন ফিলিস্তিনী শহীদ হন।
- ১৯৬১ - কিউবান নেতা ফিদেল কাস্ত্রো জাতীয় সম্প্রচার মাধ্যমে ঘোষণা দেন যে, তিনি মার্কসবাদী-লেনিনবাদী এবং কিউবায় কমিউনিজম ব্যবস্থা প্রচলন হতে যাচ্ছে।
- ১৯৯৭ - মক্কা থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত মীনায় হাজী ক্যাম্পে একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে ৩৪৩ জন হাজী অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এবং ১২৯০ জন আহত হয়।
- ২০০১ - ভারত ও বাংলাদেশের মধ্যে পাঁচ দিনের সীমান্ত সংঘর্ষ শুরু হয়, যা কোনরূপ সমাধান ছাড়াই সমাপ্ত হয়।
- ২০০৭ - আইভরি কোস্ট-এর তৎকালীন প্রেসিডেন্ট লরেন্ট বাগবো প্রথম গৃহযুদ্ধের অবসানের ঘোষণা দেন।
জন্ম
সম্পাদনা- ১৩১৯ - জন দ্বিতীয়, ফ্রান্সের রাজা।
- ১৬৪৬ - জুলিস হার্ডোইন ম্যানসার্ট, ফ্রান্সের বিশিষ্ট স্হপতি।
- ১৭২৮ - জোসেফ ব্ল্যাক, ফরাসি বংশোদ্ভূত স্কটস চিকিৎসক ও রসায়নবিদ।
- ১৮৩৯ - আনাটলে ফ্রাঞ্চে স্টারাবা, ইতালীয় রাজনীতিক ও ১২ তম প্রধানমন্ত্রী।
- ১৮৪৪ - আনাতোল ফ্রঁস নোবেলজয়ী ফরাসি কবি সাংবাদিক ও ঔপন্যাসিক।(মৃ.১২/১০/১৯২৪)
- ১৮৬৭ - উইলবার রাইট, মার্কিন প্রকৌশলী ও উড়োজাহাজের আবিস্কারক।(মৃ.৩০/০৫/১৯১২)
- ১৮৮৫ - বিপ্লবী উল্লাসকর দত্ত, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব।(মৃ.১৯৬৫)
- ১৮৮৯ - চার্লি চ্যাপলিন, ইংরেজ চলচ্চিত্র অভিনেতা ও চলচ্চিত্রকার।(মৃ.২৫/১২/১৯৭৭)
- ১৮৯৬ - ক্রিস্টান জারা, তিনি ছিলেন রোমানীয় ফরাসি কবি ও সমালোচক।
- ১৯২১ - পিটার ইউস্টিনফ, ইংরেজ কবি নাট্যকার চলচ্চিত্রকার চিত্রনাট্যকার,বেতার সম্প্রচারক ।(মৃ.২৮/০৩/২০০৪)
- ১৯২৭ - পোপ বেনেডিক্ট, ষোড়শ।
- ১৯৪৭ - গেরি রাফেরটয়, স্কটিশ গায়ক ও গীতিকার।
- ১৯৫৪ - এলেন বারকিন, আমেরিকান অভিনেত্রী।
- ১৯৬০ - রাফায়েল বেনিতেজ, সাবেক স্প্যানিশ ফুটবলার ও ম্যানেজার।
- ১৯৬০ - পিয়ের লিটবারস্কি, সাবেক জার্মান ফুটবলার ও ম্যানেজার।
- ১৯৬৫ - মার্টিন লরেন্স, আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
- ১৯৭২ - কোনকিতা মার্টিনেজ, সাবেক স্প্যানিশ বংশোদ্ভূত আমেরিকান টেনিস খেলোয়াড়।
- ১৯৭৭ - ফ্রেড্রিক লুক্সুমবার্গ, সুইডিশ ফুটবলার।
- ১৯৭৮ - লারা দত্ত, ভারতীয় মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী, মিস ইউনিভার্স-২০০০।
- ১৯৮৫ - টায়ে টাইও, নাইজেরিয়ান ফুটবলার।
- ১৯৮৬ - শিনজি অকাযাকি, জাপানি ফুটবলার।
- ১৯৮৭ - আরন লেননোন, ইংরেজ ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
সম্পাদনা- ০০৬৯ - ওঠো, রোমান সম্রাট।
- ১৬৪৫ – টোবিয়াস হিউম, স্কটিশ সৈনিক, ভায়োল বাদক এবং সুরকার (জন্ম ১৫৬৯)
- ১৭৮৮ - জর্জ-লুই ল্যক্লের, কোঁত দ্য বুফোঁ, ফরাসি গণিতবিদ, ফরাসি প্রকৃতিবিদ, গণিতজ্ঞ, জীববিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ ও লেখক।
- ১৮৫০ - ম্যারি তুসো, মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা।(জ.১৭৬১)
- ১৮৫৯ - অ্যালেক্সিস ডি টকুয়েভিলে,ফরাসি ইতিহাসবিদ, রাজনীতিবিদ ও পররাষ্ট্র মন্ত্রী।
- ১৮৯৬ - হরিনাথ মজুমদার কাঙাল হরিনাথ নামে পরিচিত সাংবাদিক সাহিত্যিক ও বাউল গান রচয়িতা।(জ.২২/০৭/১৮৩৩)
- ১৯১৬ - টম হোরান, আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় ক্রিকেটার।
- ১৯২৮ - পাভেল আক্সেলরদ, একজন রুশ মেনশেভিক ও সমাজ-গণতন্ত্রী।
- ১৯৫১ - অদ্বৈত মল্লবর্মণ, বাঙালি ঔপন্যাসিক।(জ.০১/০১/১৯১৪)
- ১৯৫৮ - রোজালিন্ড ফ্রাঙ্কলিন, ইংরেজ ভৌত রসায়নবিদ এবং ক্রিস্টালবিদ।
- ১৯৬২ - খান বাহাদুর হাশেম আলি খান, বাঙ্গালি রাজনীতিবিদ।
- ১৯৬৬ - নন্দলাল বসু প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী ।(জ.০৩/০২/১৮৮৩)
- ১৯৭২ - ইয়াসুনারি কাওয়াবাতা, নোবেল পুরস্কার বিজয়ী জাপানি লেখক।
- ১৯৭৪ - ভারতপ্রেমিক, রবীন্দ্রস্নেহধন্য ও শ্রীনিকেতনের রূপকার লিওনার্ড নাইট এলমহার্স্ট। (জ.১৮৯৩)
- ১৯৮৭ - প্রখ্যাত বাঙালি অভিনেতা বিকাশ রায়। (জ.১৯১৬)
- ১৯৮৮ - খলিল আল-ওয়াজির, ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধা।
- ২০১৫ - স্টানিস্লাভ গ্রস, চেক আইনজীবী, রাজনীতিবিদ ও চেক প্রজাতন্ত্রের ৫তম প্রধানমন্ত্রী।
- ২০২১ - কিংবদন্তি অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা, সাবেক সাংসদ সারাহ বেগম কবরী।(জ. ১৯/০৭/১৯৫০)
- ২০২১ - পিডিএফ ও ফটোশপের উদ্ভাবক ও সফটওয়্যার কোম্পানি এডোবির সহ-প্রতিষ্ঠাতা চার্লস গ্যাসকি।
ছুটি ও অন্যান্য
সম্পাদনা- আজ বিশ্ব কণ্ঠ দিবস।
- হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ১৬ এপ্রিল সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |