রাজ্যসভা

ভারতীয় সংসদের উচ্চকক্ষ

রাজ্যসভা হল ভারতীয় সংসদের উচ্চকক্ষ। এই সভার সর্বোচ্চ সদস্য বা কোরাম সংখ্যা ২৪৫। ভারতের রাষ্ট্রপতি শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও সমাজসেবার ক্ষেত্র থেকে ১২ জন সদস্যকে রাজ্যসভায় নির্বাচিত করেন; এঁরা মনোনীত সদস্য বা কোরাম নামে পরিচিত। অন্যান্য সদস্যরা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভা, বিধান পরিষদ কর্তৃক নির্বাচিত হন। রাজ্যসভার সাংসদদের কার্যকালের মেয়াদ ছয় বছর এবং প্রতি দুই বছর অন্তর সদস্যদের এক-তৃতীয়াংশ অবসর নেন। রাজ্যসভা চিরস্থায়ী ও অধিকতর স্থায়ী কক্ষ। নির্দিষ্ট সময় অন্তর লোকসভার বিলুপ্তি ও পুনঃনির্বাচন ঘটে। কিন্তু রাজ্যসভা ভেঙে দেওয়া প্রায় অসম্ভব এবং অসাংবিধানিক। সংগ্ৰহসংক্রান্ত বিষয় ছাড়া অন্য সব বিষয়ে রাজ্যসভা লোকসভার সমান মর্যাদা মধ্যমণি হয়। সংগ্ৰহসংক্রান্ত বিষয়ে লোকসভার ক্ষমতা রাজ্যসভার চেয়ে অধিকতর বেশি। কোনো বিষয় নিয়ে দুই কক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিলে সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশনের মাধ্যমে তা সমাধান করা হয়। তবে লোকসভার আকার রাজ্যসভার প্রায় দশগুণ হওয়ায়, যৌথ অধিবেশনে লোকসভারই শক্তি বেশি থাকে। আজ পর্যন্ত সংসদে মাত্র তিনটি যৌথ অধিবেশন বসেছে। শেষ যৌথ অধিবেশনটি বসেছিল ২০০২ সালে সন্ত্রাসবিরোধী আইন পোটা পাস করানোর জন্য।

রাজ্যসভা
প্রতীক বা লোগো
ধরন
ধরন
উচ্চকক্ষ কার্যকালের মেয়াদ = ৬ বছর
নেতৃত্ব
বেঙ্কাইয়া নাইডু, এনডিএ
১১ আগস্ট, ২০১৭ [] থেকে
হরিবন্শ নারায়ণ সিং, জেডি (ইউ)
১৪ সেপ্টেম্বর, ২০২০ থেকে
সভার নেতা
ডা. থাবরচন্দ গেহলোত (কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও অধিকারীতা মন্ত্রী), ভারতীয় জনতা পার্টি
১১ জুন ২০১৯ থেকে
মল্লিকার্জুন খারগে, কংগ্রেস পার্টি
১২ফেব্রুয়ারি ২০২১ থেকে
গঠন
আসন২৫০ জন (২৩৮ নির্বাচিত + ১২ জন মনোনীত)
রাজনৈতিক দল
জাতীয় গণতান্ত্রিক জোট, সংযুক্ত প্রগতিশীল জোট

বামফ্রন্ট
সভাস্থল
রাজ্যসভা কক্ষ, সংসদ ভবন, সংসদ মার্গ, নতুন দিল্লি
ওয়েবসাইট
rajyasabha.nic.in

ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকারবলে রাজ্যসভার চেয়ারম্যান। তাঁর অনুপস্থিতিতে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান সভার দৈনন্দিন কাজ পরিচালনা করেন। ডেপুটি চেয়ারম্যান সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হন। রাজ্যসভার প্রথম অধিবেশন বসেছিল ১৩ মে, ১৯৫২।[]

সদস্যপদ(Membership)

সম্পাদনা

রাজ্যসভার সদস্যসংখ্যা সর্বাধিক ২৫০ হতে পারে। এঁদের মধ্যে ২৩৮ জন রাজ্য বিধানসভা এবং যেসব কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা রয়েছে সেখানকার বিধানসভার সদস্যদের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন (শুধুমাত্র জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিপুদুচেরির বিধানসভা রয়েছে)। রাজ্যের জনসংখ্যার অনুপাতে রাজ্যসভার আসন বণ্টিত হয়। অপর বারো জনকে ভারতের রাষ্ট্রপতি মনোনীত করেন।

রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলানুসারে সদস্যপদ(Membership by State / Union Territory)

সম্পাদনা
রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল সদস্যপদ
অন্ধ্র প্রদেশ[] ১১
অরুণাচল প্রদেশ
আসাম
বিহার ১৬
ছত্তিশগড়
গোয়া
গুজরাত ১১
হরিয়ানা
হিমাচল প্রদেশ ১০
জম্মু ও কাশ্মীর
ঝাড়খণ্ড
কর্ণাটক ১২
কেরালা
মধ্য প্রদেশ ১১
মহারাষ্ট্র ১৯
মণিপুর
মেঘালয়
মিজোরাম
নাগাল্যান্ড
দিল্লি
ওড়িশা ১০
পুদুচেরী
পাঞ্জাব
রাজস্থান ১০
সিকিম
তামিল নাড়ু ১৮
তেলেঙ্গানা[]
ত্রিপুরা
উত্তর প্রদেশ ৩১
উত্তরাখণ্ড
পশ্চিমবঙ্গ ১৬
রাষ্ট্রপতি মনোনীত প্রার্থী ১২
Total ২৪৫

রাজনৈতিক দলানুসারে সদস্যপদ(Membership according to political party)

সম্পাদনা

রাজনৈতিক দল হিসেবে রাজ্যসভার সদস্য (৮ অক্টোবর, ২০২০ নির্বাচনের পর)

[]

জোট দল সদস্য সংখ্যা দলীয় নেতা
জাতীয় গণতান্ত্রিক জোট
আসন: ১১৮
ভারতীয় জনতা পার্টি ১০০ Thawar Chand Gehlot
সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম A. Navaneethakrishnan
জনতা দল (সংযুক্ত) Ramchandra Prasad Singh
রিপাবলিকান পার্টি (অটয়ালে) Ramdas Athawale
অসম গণ পরিষদ Birendra Prasad Baishya
National People's Party Wanweiroy Kharlukhi
Mizo National Front K. Vanlalvena
Pattali Makkal Katchi Anbumani Ramadoss
তামিল মানিলা কংগ্রেস জিকে ভাসান
নির্দল
মনোনীত
Opposition -

সংযুক্ত প্রগতিশীল জোট
আসন: ৫৭

ভারতীয় জাতীয় কংগ্রেস ৩৭ মল্লিকার্জুন খারগে
দ্রাবিড় মুন্নেত্রা কড়গম Tiruchi Siva
Rashtriya Janata Dal Prem Chand Gupta
জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি Sharad Pawar
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা শিবু সরেন
Marumalarchi Dravida Munnetra Kazhagam Vaiko
ইউনিয়ন মুসলিম লিগ Abdul Wahab
নির্দল
Others
আসন: ৬৬
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ১৩ Derek O'Brien
Biju Janata Dal Prasanna Acharya
Telangana Rashtra Samithi K. Keshava Rao
YSR Congress Party V. Vijayasai Reddy
ভারতের কমিউনিস্ট পার্টি (মা) Elamaram Kareem
সমাজবাদী পার্টি Ram Gopal Yadav
বহুজন সমাজ পার্টি Satish Chandra Mishra
শিবসেনা Sanjay Raut
Shiromani Akali Dal Balwinder Singh Bhunder
আম আদমি পার্টি Sanjay Singh
J&K Peoples Democratic Party Fayaz Ahmad Mir
তেলুগু দেশম পার্টি Kanakamedala Ravindra Kumar
ভারতের কমিউনিস্ট পার্টি Binoy Viswam
Janata Dal (Secular) H. D. Deve Gowda
Kerala Congress (M) Jose K. Mani
Loktantrik Janata Dal M. V. Shreyams Kumar
Naga People's Front K. G. Kenye
সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট Hishey Lachungpa
খালি আসন
সর্বমোট ২৪৫

আরও দেখুন

সম্পাদনা

পাদটীকা

সম্পাদনা
  1. "Hon'ble Chairman, Rajya Sabha, Parliament of India"। rajyasabha.nic.in। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১১ 
  2. "OUR PARLIAMENT"। Indian Parliament। ১৭ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০১১ 
  3. "Rajya Sabha members allotted to Telangana, Andhra Pradesh"। The Economic Times। ৩০ মে ২০১৪। ৯ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৫ 
  4. "STRENGTHWISE PARTY POSITION IN THE RAJYA SABHA"। Rajya Sabha। ১ সেপ্টেম্বর ২০২০। 

আরও পড়ুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:জাতীয় উচ্চ কক্ষ