সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম
ভারতীয় রাজনৈতিক দল
এই নিবন্ধটি মেয়াদোত্তীর্ণ।(ডিসেম্বর ২০২১) |
অখিল ভারত আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম (তামিল: அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், প্রতিবর্ণী. অন়ৈত্তু ইন্দিয় অণ্ণা দিরাভ়িড মুন়্ন়েড়্ড়া কল্ড়কম্) সংক্ষেপে এআইএডিএমকে ভারতের একটি রাজনৈতিক দল। এই দলটি ১৯৭২ সালে এমজিআর কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। দলটির নেতা হলেন.
সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম | |
---|---|
নেতা | এডাপ্পাদি পালানিস্বামী |
প্রতিষ্ঠা | এমজিআর, ১৭ অক্টোবর ১৯৭২ |
সদর দপ্তর |
|
ভাবাদর্শ | সামাজিক গণতন্ত্র পপুলিস্ট |
রাজনৈতিক অবস্থান | মধ্যস্থতাবাদী |
জোট | জাতীয় গণতান্ত্রিক জোট (১৯৯৮ & ২০০৪–০৬) তৃতীয় ফ্রন্ট (২০০৮–বর্তমান) |
লোকসভায় আসন | ১ / ৫৪৫
|
রাজ্যসভায় আসন | ৫ / ২৪৫
|
-এ আসন | ৬৬ / ২৩৪
|
দলীয় পতাকা | |
ওয়েবসাইট | |
aiadmk.com | |
ভারতের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন |
২০০৪
সম্পাদনা২০০৪ সালের সংসদীয় নির্বাচনে দলটি ৮ ৫৪৭ ০১৪ ভোট পেয়েছিল (২.২%)। কিন্তু দলটি সংসদে কোন আসনে জয় লাভ করতে সক্ষম হয় নাই।
২০১৪ সালের সংসদীয় নির্বাচনে দলটি দারুন সাফল্য পায়। ২৮টি বেশি আসন জয় করে বিজেপি ও কংগ্রেস এর পর তৃতীয় বৃহত্তম দল হিসেবে উঠে আসে। প্রায় ১ কোটি ৮০ লক্ষ ভোট পায়। এর সবকটি তামিলনাড়ু রাজ্যের। সেখানে ধর্মপুরী ও কন্যাকুমারী ছাড়া বাকি সবকটি আসনে জয় পায়।