জাতীয় গণতান্ত্রিক জোট
এই নিবন্ধটি মেয়াদোত্তীর্ণ।(ডিসেম্বর ২০২০) |
জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) হচ্ছে ভারতের মধ্য-ডান এবং ডানপন্থী রাজনৈতিক দলগুলোর একটি জোট। এই জোটের নেতৃত্বে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এটি বর্তমান ভারতের শাসক জোট।
এর চেয়ারম্যান ছিলেন ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। জোটের প্রতিনিধিত্বকারীরা হলেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লাল কৃষ্ণ আদভানি, বর্তমান প্রধানমন্ত্রী এবং লোকসভার সদস্য নরেন্দ্র মোদি; এবং রাজ্যসভার সভাপতি এবং সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী থাওয়ার চাঁদ গেহলট এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং জোটের বর্তমান সভাপতি অমিত শাহ। জোটটি ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত ক্ষমতাসীন ছিল। পরবর্তীতে ২০১৪ সালের সাধারণ নির্বাচনে সম্মিলিতভাবে ৩৮.৫% ভোট পেয়ে পুনরায় ক্ষমতায় ফিরে আসে।[১] জোটের নেতা নরেন্দ্র মোদী ২০১৪ সালের ২৬ মে তারিখে ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। ২০১৯ সালের সাধারণ নির্বাচনে জোট সম্মিলিতভাবে ৪৫.৪৩% ভোটের সাথে আসন সংখ্যা ৩৫৩ আসনে উন্নীত হয়।[২]
বর্তমান সদস্যদল এবং লোকসভায় আসনসংখ্যা সম্পাদনা
দল | লোকসভার সদস্য | রাজ্যসভার সদস্য [৩] | দলীয় অবস্থা | |
---|---|---|---|---|
১ | ভারতীয় জনতা পার্টি (বিজেপি) | ৩০৩ | ৭৫ | জাতীয় দল |
২ | সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম | ১ | ৯ | তামিলনাড়ু |
৩ | জনতা দল (সংযুক্ত) | ১৫ | ৫ | বিহার |
৪ | শিরোমণি অকালী দল | ২ | ৩ | পাঞ্জাব |
৫ | ভারতীয় রিপাবলিকান পার্টি (এ) | - | ১ | মহারাষ্ট্র |
৬ | লোক জনশক্তি পার্টি | ৬ | ১ | বিহার |
৭ | অসম গণ পরিষদ (অগপ) | - | ১ | আসাম |
8 | আপনা দল (সোনেলাল) | ২ | - | উত্তর প্রদেশ |
৯ | বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট | - | ১ | আসাম |
১০ | ন্যাশনাল পিপলস পার্টি | ১ | ১ | মেঘালয় |
১১ | পাটালি মাক্কাল কাচ্চি (সর্বহারা পার্টি) | - | ১ | তামিলনাড়ু |
১২ | তামিল মালিনা কংগ্রেস (তামিল রাজ্য কংগ্রেস) | - | 1 | তামিলনাড়ু |
১৩ | রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি | ১ | - | রাজস্থান |
১৪ | অল ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়ন | ১ | - | ঝাড়খন্ড |
১৫ | ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি(জাতীয়তাবাদী গণতান্ত্রিক প্রগতিশীল দল) | ১ | - | নাগাল্যান্ড |
১৬ | মিজো ন্যাশনাল ফ্রন্ট | ১ | ১ | মিজোরাম |
১৭ | সিকিম ক্রান্তিকারী মোর্চা (সিকিম বিপ্লবী ফ্রন্ট) | ১ | - | সিকিম |
১৮ | স্বতন্ত্র | ২ | ২ | নেই |
১৯ | মনোনীত | - | ৪ | নেই |
সর্বমোট | ৩৩৫ | ১০৪ | ভারত |
বিভিন্ন রাজ্যে এনডিএ সরকার সম্পাদনা
২০২০ সালের মার্চ পর্যন্ত, বিজেপি মোট ১২টি রাজ্যে তথা অরুণাচল প্রদেশ, আসাম, গোয়া, গুজরাত, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মণিপুর, ত্রিপুরা, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। হরিয়ানা রাজ্যে বিজেপি গরিষ্ঠ অংশীদার (বিজেপির মুখ্যমন্ত্রী) হিসাবে জননায়ক জনতা পার্টির সাথে ক্ষমতা ভাগাভাগি করেছে।
অন্যদিকে বাকি ৮টি রাজ্যে তথা অন্ধ্র প্রদেশ, বিহার, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, উড়িষ্যা, সিকিম এবং তামিলনাড়ুতে (যদিও তামিলনাড়ু বিধানসভায় বিজেপির একটিও আসন নেই) বিজেপি এনডিএ-র অন্যান্য রাজনৈতিক দলের সাথে ছোট অংশীদার হিসাবে জোট বদ্ধ হয়ে ক্ষমতা ভাগাভাগি করেছে।
বিজেপি এর আগে দিল্লি, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং রাজস্থানে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ক্ষমতায় ছিল। অন্যদিকে দলটি জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, পাঞ্জাব এবং পুদুচেরিতেও জোট সরকারের অংশ হিসাবে শাসন করে ছিল।
কেরালা, তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গে বিজেপি কখনোই ক্ষমতায় ছিল না। তবে তেলেঙ্গানা যখন অন্ধ্রপ্রদেশের অংশ ছিল তখন ১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত বিজেপি তেলুগু দেশম পার্টির সাথে জোটবদ্ধভাবে অন্ধ্রপ্রদেশ শাসন করেছিল।
বর্তমান এনডিএ সরকারের তালিকা সম্পাদনা
বিধানসভা গুলোতে এনডিএ-র শক্তি সম্পাদনা
প্রধানমন্ত্রীর তালিকা সম্পাদনা
ক্রমিক নং | প্রধানমন্ত্রী | বছর | কার্যকাল | আসন |
---|---|---|---|---|
১ | অটল বিহারী বাজপেয়ী | ১৯৯৮–২০০৪ | ৬ বছর ৬৪ দিন | লক্ষ্ণৌ |
২ | নরেন্দ্র মোদি | ২০১৪–বর্তমান | ৯ বছর, ১৯৬ দিন | বারাণসী |
নির্বাচন অনুযায়ী জোট সম্পাদনা
২০১৯ সালের লোকসভা নির্বাচন সম্পাদনা
দল | রাজ্যে জোট | আসন ভাগ |
---|---|---|
ভারতীয় জনতা পার্টি | সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল | 437 |
সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম | তামিলনাড়ু | 20 |
জনতা দল (সংযুক্ত) | বিহার | 17 |
শিরোমণি অকালী দল | পাঞ্জাব | 10 |
পাটালি মাক্কাল কাচ্চি | তামিলনাড়ু | 7 |
লোক জনশক্তি পার্টি | বিহার | 6 |
দেশীয় মুরপোক্কু দ্রাবিড় কড়গম | তামিলনাড়ু | 4 |
ভারত ধর্ম জন সেনা | কেরল | 4 |
অসম গণ পরিষদ (অগপ) | আসাম | 3 |
আপনা দল (সোনেলাল) | উত্তর প্রদেশ | 2 |
অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন | ঝাড়খণ্ড | 1 |
পুঠিয়া তামিলগাম | তামিলনাড়ু | 1 |
তামিল মানিলা কংগ্রেস | তামিলনাড়ু | 1 |
পুঠিয়া নীধি কাচি | তামিলনাড়ু | 1 |
অল ইন্ডিয়া এন আর কংগ্রেস | পুদুচেরী | 1 |
বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট | আসাম | 1 |
ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি | নাগাল্যান্ড | 1 |
কেরালা কংগ্রেস (থমাস) | কেরল | 1 |
রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি | রাজস্থান | 1 |
স্বতন্ত্র | কর্ণাটক | 1 |
২০১৪ সালের লোকসভা নির্বাচন সম্পাদনা
^ ৫৪৩টির আসনের মধ্যে ৪২৭টি আসনে বিজেপি ৪২৭জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল। কিন্তু মনোনয়নকালে বাধ্যতামূলক ফর্ম জমা দিতে ব্যর্থ হওয়ার জন্য নীলগিরি আসনে বিজেপি প্রার্থী এস. গুরুমুর্তির মনোনয়ন বাতিল করা হয়েছিল।[৪][৫][৬][৭][৮][৯]
(#) এনপিপি, এনপিএফ এবং এমএনএফ প্রতিটি আসন এবং এনডিএ প্রার্থীদের সমর্থনকারী অন্যান্য ৮ সদস্যের প্রতিদ্বন্দ্বিতা করেছে।
অতীতের সদস্য দলসমূহ সম্পাদনা
দল | মূল রাজ্য | প্রত্যাহারের বছর | প্রত্যাহারের কারণ | |||
---|---|---|---|---|---|---|
লোক শক্তি | বিহার | ১৯৯৯ | ১৯৯৯ সালের নির্বাচনের সময় জনতা দল (সংযুক্ত)-এর সাথে একীভূত হয়েছে। | |||
জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স | জম্মু ও কাশ্মীর | ২০০২ | জম্মু ও কাশ্মিরের রাজ্য নির্বাচনে হেরে যাওয়ায় বিজেপি-কে দোষারোপ করেছে। | |||
সমতা পার্টি | বিহার | ২০০৩ | ২০০৩ সালে জনতা দল (সংযুক্ত)-এর সাথে একীভূত হয়েছে | |||
দ্রাবিড় মুনেত্র কড়গম | তামিলনাড়ু | ২০০৪ | ২০০৪ সালের নির্বাচনে কংগ্রেস পার্টির সাথে জোটবদ্ধ হয়। | |||
হরিয়ানা বিকাশ পার্টি | হরিয়ানা | ২০০৪ | কংগ্রেসের সঙ্গে একীভূত হয় | |||
ভারতীয় ফেডারেল ডেমোক্রেটিক পার্টি | কেরল | ২০০৪ | ২০০৪ সালের নির্বাচনে কেরল কংগ্রেসে সাথে একত্রিত হয় | |||
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | জাতীয় দল (পশ্চিমবঙ্গ) |
২০০৭ | ২০০৯ সালের নির্বাচনে কংগ্রেসের সাথে জোটবদ্ধ হয়। | |||
ভারতীয় জাতীয় লোক দল | হরিয়ানা | ২০০৯ | ২০০৯ সালের নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে জোট ত্যাগ | |||
বিজু জনতা দল | ওড়িশা | ২০০৯ | ২০০৯ সালের নির্বাচনে মাত্র এক মাস আগে জোট ত্যাগ করে। | |||
তেলঙ্গানা রাষ্ট্র সমিতি | তেলঙ্গানা | ২০০৯ | ২০০৯ সালের নির্বাচনে হেরে যাওয়ায় জোট ত্যাগ করে। | |||
জনতা দল (সেক্যুলার) | কর্ণাটক | ২০১০ | ২০১০ সালে জোট ত্যাগ করে | |||
লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ফ্রন্ট | লাদাখ | 2010 | বিজেপি-র সাথে একীভূত হয় | |||
কামতাপুর প্রগতিশীল পার্টি | পশ্চিমবঙ্গ | ২০১০ | কামতপুর পিপলস পার্টি এর সাথে একত্রিত হওয়ার কারণে সমর্থন প্রত্যাহার করেছে | |||
উত্তরাখণ্ড ক্রান্তি দল | উত্তরাখণ্ড | ২০১২ | রাজ্য নির্বাচনের আগে সমর্থন প্রত্যাহার | |||
রাষ্ট্রীয় লোক দল | উত্তর প্রদেশ | ২০১২ | ২০১২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাথে জোটবদ্ধ হয় | |||
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা | ঝাড়খণ্ড | ২০১২ | ২০১২ সালে জোট ত্যাগ করে | |||
জনতা পার্টি | 2013 | বিজেপি-র সাথে একীভূত হয় | ||||
হরিয়ানা জনহিত কংগ্রেস (বিএল) | হরিয়ানা | 2014 | ২০১৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনের পূর্বে জোট ত্যাগ করে | 2014 | ২০১৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনের পূর্বে জোট ত্যাগ করে | |
মারুমালার্চি দ্রাবিড় মুনেত্র কড়গম | তামিলনাড়ু | ২০১৪ | ২০১৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের লক্ষ্যে জোট ত্যাগ করে | |||
কেরল কংগ্রেস (জাতীয়তাবাদী) (নোবেল ম্যাথিউ) | কেরল | ২০১৬ | বিজেপি-র সাথে একীভূত হয়[১১] | |||
কেরল জনপক্ষম | কেরল | ২০১৬ | বিজেপি-র সাথে একীভূত হয় | |||
কেরালার বিপ্লবী সমাজতান্ত্রিক পার্টি (বলশেভিক) | কেরল | ২০১৬ | ২০১৬ সালের কেরল বিধানসভা নির্বাচনের লক্ষে জোট ত্যাগ করে[১২] | |||
মারাল্যান্ড গণতান্ত্রিক ফ্রন্ট | মিজোরাম | ২০১৭ | বিজেপি-র সাথে একীভূত হয়[১৩] | |||
স্বভিমানী পক্ষ | মহারাষ্ট্র | ২০১৭ | ২০১৭ সালে জোট ত্যাগ করে[১৪] | |||
তেলুগু দেশম পার্টি | অন্ধ্রপ্রদেশ | ২০১৮ | অন্ধ্র প্রদেশকে বিশেষ বিভাগের মর্যাদা এবং সংশ্লিষ্ট বিভাজন আইন বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় এনডিএ-র উপর থেকে সমর্থন প্রত্যাহার করে | |||
জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি | জম্মু ও কাশ্মীর | ২০১৮ | জেকেপিডিপি নেতৃত্বাধীন সরকারের উপর থেকে ২০১৮ সালের ১৯ জুনে বিজেপি সমর্থন প্রত্যাহার করে। | |||
style="background-color:টেমপ্লেট:Rashtriya Lok দলের রং; text-align: center;" | | রাষ্ট্রীয় লোক সমতা পার্টি | বিহার | 2018 | ২০১৯ সালের ভারতের সাধারণ নির্বাচনের পূর্বে এনডিএ থেকে অপসারিত হয় | ||
গোর্খা জনমুক্তি মোর্চা | পশ্চিমবঙ্গ | 2019 | ২০১৯ সালের ভারতের সাধারণ নির্বাচনের পূর্বে এনডিএ থেকে অপসারিত হয়[১৫] | |||
জনাধিপত্য সংরক্ষণ সমিতি (রাজন বাবু) | কেরল | 2019 | মূল জনাধিপত্য সংরক্ষণ সমিতি-র সাথে একীভূত হয় | |||
প্রবাসী নিবাসী পার্টি | কেরল | 2019 | ২০১৯ সালের ভারতের সাধারণ নির্বাচনের পূর্বে এনডিএ থেকে অপসারিত হয় | |||
কেরল বিকাশ কংগ্রেস | কেরল | ২০১৯ | এক অংশ কেরল কংগ্রেস (বি)-এর সাথে একীভূত হয় অন্য অংশ এনডিএ-তে থেকে যায় | |||
শিবসেনা | মহারাষ্ট্র | ২০১৯ | ২০১৯ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর ক্ষমতা ভাগাভাগি নিয়ে বিরোধ | |||
কল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন | ঝাড়খণ্ড | 2019 | ২০১৯ সালের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের পূর্বে আসন ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে জোট থেকে বেরিয়ে যায় |
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "BJP's 31% lowest vote share of any party to win majority"। ১৪ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৫।
- ↑ Ramani, Srinivasan (২৩ মে ২০১৯)। "Analysis: Highest-ever national vote share for the BJP" – www.thehindu.com-এর মাধ্যমে।
- ↑ "STRENGTHWISE PARTY POSITION IN THE RAJYA SABHA"। Rajya Sabha। ১৮ জুলাই ২০১৮। ৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২০।
- ↑ BJP suspends Nilgiris (SC) LS seat candidate S Gurumurthy ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ মে ২০১৪ তারিখে. Daily News and Analysis. (5 May 2014). Retrieved 21 May 2014.
- ↑ BJP suspends Nilgiris ‘candidate’ for nomination goof ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ জানুয়ারি ২০১৬ তারিখে. The Times of India. (6 May 2014). Retrieved 21 May 2014.
- ↑ Rejected candidate accuses RO of bias towards BJP ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ মে ২০১৪ তারিখে. Zeenews.india.com. Retrieved 21 May 2014.
- ↑ Will NDA support AIADMK in Nilgiris? ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ মে ২০১৪ তারিখে. Business Standard (11 April 2014). Retrieved 21 May 2014.
- ↑ Bhushan Casts Doubts Over BJP Nilgiris Goof-up ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ মে ২০১৪ তারিখে. The New Indian Express (13 April 2014). Retrieved 21 May 2014.
- ↑ BJP members angry over Nilgiris nomination fiasco ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ এপ্রিল ২০১৪ তারিখে. Indiatvnews.com (15 April 2014). Retrieved 21 May 2014.
- ↑ "Haryana Janhit Congress snaps ties with BJP"। ২৮ আগস্ট ২০১৪। ৩ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "KC (Nationalist) to merge with BJP"। The Hindu: Mobile Edition। ১৩ জানুয়ারি ২০১৬।
- ↑ "RSP(B) offers support to UDF"। The Hindu: Mobile Edition। ১০ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "Regional party in Mizoram Maraland Democratic Front, to merge with BJP"। The Financial Express। ১২ আগস্ট ২০১৭। ৭ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯।
- ↑ "Raju Shetti leaves NDA"। The Hindu। New Delhi, India। ৩০ আগস্ট ২০১৭। ৩০ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "Gorkha Janamukti Morcha Will Not Support BJP In Lok Sabha Polls: Party President Binay Tamang"। Ndtv.com। ৬ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯।