ছত্তিশগঢ় বিধানসভা

ভারতের ছত্তীসগঢ় রাজ্যের এককক্ষ বিশিষ্ট বিধানসভা
(ছত্তীসগঢ় বিধানসভা থেকে পুনর্নির্দেশিত)

ছত্তিশগঢ় বিধানসভা বা ছত্তিশগঢ় আইন পরিষদ ভারতের ছত্তীসগঢ় রাজ্যের এককক্ষ বিশিষ্ট আইন পরিষদ।

ছত্তিশগড় বিধানসভা
ছত্তিশগড়ের ৪র্থ বিধানসভা
ধরন
ধরন
এককক্ষবিশিষ্ট
মেয়াদসীমা৫ বছর
নেতৃত্ব
চরণ দাস মহান্ত, কংগ্রেস
৪ জানুয়ারি ২০১৯ থেকে
মনোজ সিং মন্দাভি, কংগ্রেস
৩০ নভেম্বর ২০১৯ থেকে
বিরোধী দলীয় নেতা
ধরমলাল কৌশিক, বিজেপি
৪ জানুয়ারি ২০১৯ থেকে
গঠন
আসন৯০
রাজনৈতিক দল
সরকার (৬৯)
  •   কংগ্রেস (৬৯)

বিরোধী দল (১৪)

অন্যান্য (৬)

শূণ্য (১)

  •   শূণ্য (১)
নির্বাচন
ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট
সর্বশেষ নির্বাচন
১২ এবং ২০ নভেম্বর ২০১৮
পরবর্তী নির্বাচন
নভেম্বর ২০২৩
সভাস্থল
বিধানসভা চেম্বার, বিধানসভা ভবন, রায়পুর, ছত্তিশগড়, ভারত
ওয়েবসাইট
http://cgvidhansabha.gov.in

বিধানসভা পরিষদ ছত্তীসগঢ় রাজ্যের রাজধানী রায়পুরে অবস্থিত। এই বিধানসভার মোট ৯০ টি আসন রয়েছে এবং প্রত্যেক বিধায়ক (সদস্য) সরাসরি একক আসনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হোন। [] কোন কারণে বিধানসভা ভেঙ্গে না গেলে এর মেয়াদ ৫ বছর।

ইতিহাস

সম্পাদনা

ছত্তিশগড় রাজ্যটি ২০০০ সালে মধ্যপ্রদেশ পুনর্গঠন আইনের মাধ্যমে সৃষ্টি হয়। আইনটি একই বছর ২৫ আগস্টে ভারতের রাষ্ট্রপতি অনুমোদন করেছিলেন। ২০০০ সালের ১ নভেম্বরে নতুন রাজ্য গঠনের মাধ্যমেই একই সাথে ছত্তিশগড় বিধানসভা প্রতিষ্ঠিত হয়। ছত্তিশগড় বিধানসভার প্রথম অধিবেশন রায়পুরের রাজকুমার কলেজের যশপুর হলে অনুষ্ঠিত হয়। পরে রায়পুর-বলোদা বাজার রোডের বিধান নগরে নবনির্মিত ছত্তিশগড় বিধানসভা ভবনে বিধানসভা স্থানান্তরিত করা হয়।

অধিবেশন

সম্পাদনা

ছত্তিশগড়ের বিধানসভায় তিনটি সেশনের (বাজেট, বর্ষা ও শীতকালীন) অধিবেশন বসে।[]

৬ ঠবিধানসভায় দলভিত্তিক সদস্যের সংখ্যা

সম্পাদনা
দল আসন সংখ্যা
ভারতীয় জাতীয় কংগ্রেস ১২
ভারতীয় জনতা পার্টি ৭০
জনতা কংগ্রেস ছত্তিশগড়
বহুজন সমাজ পার্টি
শূণ্য আসন
সর্বমোট আসন ৯০

বিভিন্ন মেয়াদে বিধানসভা

সম্পাদনা
দলগুলোর পরিচয়সূচক রঙ
মেয়াদ নির্বাচন বছর স্পিকার[] মুখ্যমন্ত্রী দল বিরোধী দলীয় নেতা দল
প্রথম/অন্তর্বর্তী বিধানসভা[] ১৯৯৮ রাজেন্দ্র প্রসাদ শুক্লা অজিত যোগী কংগ্রেস নন্দ কুমার সাঈ বিজেপি
২য় বিধানসভা ২০০৩ প্রেম প্রকাশ পাণ্ডে রমন সিং বিজেপি মহেন্দ্র কর্মা কংগ্রেস
৩য় বিধানসভা ২০০৮ ধরমলাল কৌশিক রবীন্দ্র চৌবে
৪র্থ বিধানসভা ২০১৩ গৌরীশঙ্কর আগারওয়াল টি এস সিং দেও
৫ম বিধানসভা ২০১৮ চরণ দাস মহান্ত ভূপেশ বাঘেল কংগ্রেস ধরমলাল কৌশিক বিজেপি
  1. ১৯৯৮ সালের মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে বর্তমান ছত্তিশগড় রাজ্যের অন্তর্গত আসনসমূহে নির্বাচিত বিধায়কগণই ছত্তিশগড় বিধানসভা প্রথম মেয়াদের বিধায়ক হয়েছিলেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Chhattisgarh Legislative Assembly"। Legislative Bodies in India website। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১০ 
  2. "Chhattisgarh Vidhan Sabha"। Government of India। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৩ 
  3. "Speaker"। Chhattisgarh Vidhan Sabha website। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১০ 
  4. "The Madhya Pradesh Reorganization Act, 2000" (পিডিএফ)। ২০০০। পৃষ্ঠা 6। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৯