হিল স্টেট পিপলস ডেমোক্রেটিক পার্টি

হিল স্টেট পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচএসপিডিপি) হল উত্তর-পূর্ব ভারতের মেঘালয় রাজ্যে সক্রিয় একটি আঞ্চলিক রাজনৈতিক দল। ১৯৬৮ সালে হোপিংস্টোন লিংডোহ দ্বারা অল পার্টি হিল লিডারস কনফারেন্স থেকে বিভক্ত হয়ে গঠিত, ১৯৭২ সালে বিধানসভার প্রথম নির্বাচনের পর থেকে মেঘালয় বিধানসভায় এইচএসপিডিপি-এর প্রতিনিধি রয়েছে। এইচএসপিডিপি বেশ কয়েকটি অনুষ্ঠানে মেঘালয়ে জোট সরকারের জুনিয়র সদস্য হয়েছে এবং ২০১৮ সালের নির্বাচনের পরে মুখ্যমন্ত্রী কনরাড সাংমার নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টির সরকারে যোগদান করেছে।

হিল স্টেট পিপলস ডেমোক্রেটিক পার্টি
প্রেসিডেন্টKP Pangniang[১]
মহাসচিবEmbin
স্বীকৃতিState Party
জোটNDA
MDA(2021)
(Meghalaya)
মেঘালয় বিধানসভা-এ আসন
২ / ৬০
নির্বাচনী প্রতীক
[২]
ভারতের রাজনীতি
রাজনৈতিক দল
নির্বাচন

এইচএসপিডিপি হল উত্তর-পূর্ব আঞ্চলিক রাজনৈতিক ফ্রন্টের অংশ, যা বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট সরকারকে সমর্থনকারী আঞ্চলিক উত্তর-পূর্ব দলগুলি নিয়ে গঠিত।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Pangniang re-elected HSPDP president"The Shillong Times (ইংরেজি ভাষায়)। ২০২১-১২-২৭। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১৫ 
  2. "List of Political Parties and Election Symbols main Notification Dated 10.03.2014" (পিডিএফ)। India: Election Commission of India। ২০১৪। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৪