কেরল
কেরল (মালয়ালম: കേരളം কেরলম, আ-ধ্ব-ব: ['keːɹəˌɭɐ]) ভারতের একটি রাজ্য। রাজধানী তিরুবনন্তপুরম একটি পাহাড়ের উপর অবস্থিত। কোচি একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং তেল শোধনাগার। কালিকট অপর আরেকটি বন্দর শহর। মালয়ালম কেরলের রাজ্যভাষা। ২০১৮ সালে সেপ্টেম্বরে টানা এক মাস কেরলবাসী ভয়াবহ বন্যার মুখে বিপর্যস্ত হয়ে পড়ে। বন্যায় লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া হয়। এবং ৪৭৫ জন মানুষ মারা যায়। এই দুর্ভিক্ষের সময় কেরলবাসীর ২০০০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়। ভারতীয় সব মন্ত্রী, দেশের প্রতিটি রাজ্যের মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। ভারতে প্রথম কমিউনিস্ট পার্টি ১৯৫৭ সালে কেরলে সরকার স্থাপন করে।[তথ্যসূত্র প্রয়োজন]
কেরল കേരളം | |
---|---|
রাজ্য | |
উপর থেকে ঘড়ির কাঁটার ক্রমে: নিয়ামসভা মন্দিরাম, কোচি শহর স্কাইলাইন, মুলাপ্পিঙ্গদ সৈকত, মুন্নার পাহাড় স্টেশন, আথিরাপিলি জলপ্রপাত, হাউসবোট | |
ডাকনাম: ঈশ্বরের আপন দেশ, ভারতের মশলা বাগান, নারকেলের দেশ , মশলার দ্বীপ , god's own country | |
![]() কেরলের অবস্থান | |
স্থানাঙ্ক (Thiruvananthapuram): ৮°৩০′ উত্তর ৭৭°০০′ পূর্ব / ৮.৫° উত্তর ৭৭° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্যত্ব প্রাপ্তি | ১লা নভেম্বর ১৯৫৬ |
রাজধানী | তিরুবনন্তপুরম |
জেলা | তালিকা |
সরকার | |
• শাসক | কেরল সরকার |
• রাজ্যপাল | আরিফ মোহাম্মদ খান[২] |
• মুখ্যমন্ত্রী | পিনারাই বিজয়ন (সি পি আই (এম)) |
• Chief Secretary | এস.এম. বিজয়ানন্দ IAS[৩] |
• Director General of Police | Lokanath Behera IPS[৪] |
• আইনসভা | এককক্ষীয় (141 seats)† |
আয়তন | |
• মোট | ৩৮,৮৬৩ বর্গকিমি (১৫,০০৫ বর্গমাইল) |
এলাকার ক্রম | 22nd |
সর্বোচ্চ উচ্চতা | ২,৬৯৫ মিটার (৮,৮৪২ ফুট) |
সর্বনিন্ম উচ্চতা | −২.২ মিটার (−৭.২ ফুট) |
জনসংখ্যা (2011) | |
• মোট | ৩,৩৩,৮৭,৬৭৭[১] |
• ক্রম | 13th |
বিশেষণ | কেরলীয়, মালয়ালি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+05:30) |
আইএসও ৩১৬৬ কোড | IN-KL |
এইচডিআই | ![]() |
মানব উন্নয়ন স্থান | ১ম (২০১১) |
সাক্ষরতা | ৯৩.৯% (১ম) (২০১১) |
সরকারী ভাষা | মালয়ালম[৬] |
ওয়েবসাইট | kerala |
† নির্বাচিত ১৪০, মনোনীত ১ |
নামের উত্পত্তিসম্পাদনা
"কেরল" নামের উৎপত্তি নিয়ে বহু মত বিদ্যমান । সবচেয়ে প্রচলিত মত অনুযায়ী নামটি "কের'" ( মালয়ালম ভাষায় অর্থ 'নারকেল গাছ' ) এবং "আলম" ( অর্থ 'দেশ' বা 'ভূমি ') শব্দ দুটির সমন্বয়ে সৃষ্ট, যার অর্থ দাঁড়ায় "নারকেল বৃক্ষের দেশ" । কেরল নামের সর্বপ্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় মৌর্য সম্রাট অশোকের তৃতীয় শতকের শিলালিপিতে। এই লিপিতে স্থানীয় শাসককে "কেরলপুত্র" হিসেবে উল্লেখ করা হয়েছে । যদিও এর আরেকটি অর্থ হতে পারে, যা হল "চেরার পুত্র " । এই সুত্র সঠিক হলে নামের উৎপত্তির প্রচলিত মত নিয়ে দ্বিমতের অবকাশ থাকে ।
ইতিহাসসম্পাদনা
ভূগোলসম্পাদনা
কেরল রাজ্য লাক্ষাদ্বীপ সমুদ্র ও পশ্চিমঘাট পর্বতমালার মাঝে বিস্তৃত । রাজ্যটি সমুদ্র উপকূল বরাবর লম্বায় ৫৯০ কিমি (৩৭০ মাইল ), যদিও প্রস্থ স্থানভেদে ১১ থেকে ১২১ কিমি পর্যন্ত বিস্তৃত।
জলবায়ুসম্পাদনা
প্রাণী ও উদ্ভিদ জগত্সম্পাদনা
পশ্চিমঘাট পর্বতমালার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে অবস্থিত হওয়ায় এই রাজ্য জীববৈচিত্রে অত্যন্ত সমৃদ্ধ । ১৮শ শতক পর্যন্তও কেরলের তিন চতুর্থাংশ অঞ্চল ঘন জঙ্গলে ভরা ছিল ।
সরকার এবং প্রশাসনসম্পাদনা
অর্থনীতিসম্পাদনা
এই রাজ্যে অধিক মুদ্রাস্ফীতি(পণ্য-সেবার মূল্য টাকার অঙ্কে বেড়ে যাওয়া) দেখা যায়। প্রায় ৬% মুদ্রাস্ফীতি হার , যা ভারতের রাজ্যগুলোর মধ্যে সর্বোচ্চ। [৭] বেকারত্ব হার-এ এই রাজ্য ভারতের সর্বোচ্চ স্থানে রয়েছে। ১৫-২৯ বর্ষীয়দের ৩৫.২% এবং সামগ্রিকভাবে ৯% রয়েছে ।
কৃষিসম্পাদনা
কেরলে নারিকেল চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ
জনপরিসংখ্যানসম্পাদনা
লিঙ্গ অনুপাতে ভারতে দ্বিতীয় সর্বোচ্চ(৯৪৮ জন নারী প্রতি ১০০০ পুরুষে )। নবীন প্রজন্মের (২৫ এর কম বয়স) জনসংখ্যায় ভারতে সর্বনিম্ন (মোট রাজ্য জনসংখ্যার ৩৭.৪%) । নবীন প্রজন্মের (২৫ এর কম বয়স) জনসংখ্যায় লিঙ্গ বৈষম্য ভারতে সর্বোচ্চ (৮৯৬ মহিলা প্রতি ১০০০ জন পুরুষে)।
জন স্বাস্থ্যসম্পাদনা
এই রাজ্যে শিশু মৃত্যুর হার ভারতে সর্বনিম্ন (১০টি প্রতি ১০০০ এ যা বিশ্বের উন্নত দেশের সমতুল্য ) । গড় আয়ু ভারতে সর্বোচ্চ (৭৫ বছর )। মাত্র ৭.১% লোক দারিদ্র সীমার নিচে বসবাস করেন যা ভারতে সর্বনিম্ন । শিক্ষিতের হারে ভারতে সর্বোচ্চ। কিন্তু বেকারত্বের হারে ভারতে সর্বোচ্চ (১১.৪%) ।
যোগাযোগ ব্যবস্থাসম্পাদনা
খেলাধূলাসম্পাদনা
ফুটবল এই রাজ্যের জনপ্রিয় খেলা। তবে ক্রিকেটও অন্যতম জনপ্রিয়।
সংস্কৃতিসম্পাদনা
ভ্রমণসম্পাদনা
বন্য জীবনসম্পাদনা
রাজ্যে হাতির এক বিপুল জনসংখ্যা রয়েছে, যা দেশে তৃতীয়। মালায়ালাম সাহিত্যে, হাতিকে "সৌহাদ্রির পুত্র" হিসাবে উল্লেখ করা হয়। উল্লেখযোগ্য রিজার্ভ হলো নীলামপুর হাতি রিজার্ভ, ইরাকিকুলাম জাতীয় উদ্যান এবং পেরিয়ার জাতীয় উদ্যান । এছাড়া বাঘ ও চিতা রয়েছে রাজ্যে।
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Kerala Population Census data 2011"। Census 2011। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৫।
- ↑ "Sathasivam sworn in as Kerala Governor"। দ্য হিন্দু। ৫ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ S.M. Vijayanand to become next Chief Secretary - The Hindu
- ↑ "IPS officer Loknath Behera of Odisha appointed as new DGP of Kerala, Odisha Current News, Odisha Latest Headlines"। ৭ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৯।
- ↑ "Density of population: National Commission On Population"। ১৯ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৯।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;NCLM50
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "Inflation"। ২১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৯।
বহি:সংযোগসম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |