মহারাষ্ট্র

ভারতের একটি রাজ্য

মহারাষ্ট্র (মারাঠি: महाराष्ट्र, /məhɑːˈrɑːʃtrə/; টেমপ্লেট:IPA-mr) ভারতের পশ্চিম দিকের একটি রাজ্য। মহারাষ্ট্র ভারতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য পাশাপাশি দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ মহকুমা। ১৯৬০ সালের ১ মে এই দ্বিভাষিক বোম্বাই রাজ্যকে বিভক্ত করে সংখ্যাগুরু মারাঠি-ভাষী মহারাষ্ট্র এবং গুজরাতি ভাষী গুজরাত গঠিত হয়েছিল। রাজ্যের রাজধানী মুম্বই, ভারতের সর্বাধিক জনবহুল শহুরে অঞ্চল। গোদাবরী এবং কৃষ্ণা রাজ্যের দুটি প্রধান নদী। মারাঠি সর্বাধিক বিস্তৃত ভাষা এবং এটি রাজ্যের সরকারী ভাষাও।

মহারাষ্ট্র
महाराष्ट्र
রাজ্য
মহারাষ্ট্র রাজ্য
Ajanta Caves
Ellora Caves
Pratapgad
Hazur Sahib, Nanded
CST Mumbai
The Gateway of India, Mumbai
মহারাষ্ট্র সরকারের সিলমোহর
সীলমোহর
ভারতের মানচিত্রে মহারাষ্ট্রের অবস্থান
ভারতের মানচিত্রে মহারাষ্ট্রের অবস্থান
স্থানাঙ্ক (মুম্বই): ১৮.৯৬° উত্তর ৭২.৮৬° পূর্ব
দেশ ভারত
অঞ্চলপশ্চিম ভারত
স্থাপনা১ মে ১৯৬০ (মহারাষ্ট্র দিবস)
রাজ্যের রাজধানীমুম্বাই
সরকার
 • রাজ্যপালভগৎ সিং কোশিয়ারি
 • মুখ্যমন্ত্রীএকনাথ শিন্ডে (শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে)
 • হাইকোর্টবম্বে হাইকোর্ট
আয়তন
 • মোট৩,০৭,৭১৩ বর্গকিমি (১,১৮,৮০৯ বর্গমাইল)
এলাকার ক্রম৩য়
জনসংখ্যা (২০১১)
 • মোট১১,২৩,৭২,৯৭২
 • ক্রম২য়
 • জনঘনত্ব৩৭০/বর্গকিমি (৯৫০/বর্গমাইল)
বিশেষণমহারাষ্ট্রীয়
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০)
আইএসও ৩১৬৬ কোডভা-মহা
যানবাহন নিবন্ধনএমএচ-**-****
মাউসূবৃদ্ধি ০.৫৭২ (মধ্যম)
মাউসূ১২তম, GDP $২৮৮ বিলিয়ন (২০১৫) অর্থনৈতিক অবস্থান ১ম
সাক্ষরতা৮২.৯ (৬ষ্ঠ)
লিঙ্গানুপাত৯২৯ /১০০০ (২০১১)
দাপ্তরিক ভাষামারাঠি
ব্রিটিশ কালে ও পরের বম্বে রাজ্য (বর্তমান মুম্বই) ভেঙে বর্তমান মহারাষ্ট্র ও গুজরাত রাজ্য গঠিত হয়েছে। বম্বে রাজ্য বিভজন আইন ১৯৬০]

৩০৭,৭১৩ বর্গ কিমি (১১৮,৮০৯ বর্গ মাইল) জুড়ে বিস্তৃত, এটি ভারতের অঞ্চল অনুসারে তৃতীয় বৃহত্তম রাষ্ট্র। মহারাষ্ট্রের পশ্চিমে আরব সাগর, দক্ষিণে কর্ণাটকগোয়া রাজ্য, দক্ষিণে পূর্বে তেলেঙ্গানা এবং উত্তরে ছত্তিশগড়, উত্তরে গুজরাতমধ্যপ্রদেশ এবং ভারতের কেন্দ্রীয় অঞ্চল দাদরা ও নগর হাভেলি সীমানা রয়েছে। এবং উত্তর-পশ্চিমে দামান ও দিউ।

নাগপুর রাজ্য আইনসভার শীতকালীন অধিবেশন আয়োজন করে। রাজ্যের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (মুম্বাই), ডাঃ বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর (নাগপুর), এবং পুনে বিমানবন্দর (লোহেগাঁও, পুনে)। রাজ্যে তিনটি রেলওয়ের সদর দফতর রয়েছে। মধ্য রেলপথ (ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস), কোঙ্কন রেলওয়ে (সিবিডি বেলাপুর) এবং পশ্চিম রেলপথ (চার্চগেট)। রাজ্যের হাইকোর্ট যেমন- বোম্বাই হাইকোর্ট মুম্বাইতে অবস্থিত।

ভারতীয় স্বাধীনতার পূর্বে মহারাষ্ট্রের কালানুক্রমিকভাবে সাতবাহন রাজবংশ, রাষ্ট্রকূট রাজবংশ, পাশ্চাত্য চালুক্য, দাক্ষিণাত্য, মুঘল এবং মারাঠা এবং ব্রিটিশরা শাসিত ছিল। এই শাসকদের রেখে যাওয়া ধ্বংসাবশেষ, স্মৃতিসৌধ, সমাধি, দুর্গ এবং উপাসনালয়গুলি রাজ্য জুড়ে বিস্তৃত। এই রাজ্যে ইউনেস্কোর দুটি ঐতিহ্যবাহী স্থান রয়েছে: অজন্তা ও ইলোরা গুহা। পুনে বেশ কয়েকটি সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতির কারণে 'প্রাচ্যের অক্সফোর্ড' নামে পরিচিত দেশে সর্বাধিক সংখ্যক ওয়াইনারি এবং দ্রাক্ষাক্ষেত্র রয়েছে বলে নাসিক 'ভারতের ওয়াইন রাজধানী' নামে পরিচিত।

ইতিহাস

সম্পাদনা

বর্তমান এই রাজ্য পূর্বতন বোম্বে প্রদেশ-এর অন্তর্গত ছিল। ১৯৬০ সালে বোম্বে প্রদেশ বিভাজিত করে মহারাষ্ট্র ও গুজরাত এই দুই রাজ্য প্রতিষ্ঠিত হয়।

ভৌগোলিক অবস্থান

সম্পাদনা

এই রাজ্যটি ভারতের পশ্চিমে অবস্থিত এবং এটি ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।

প্রশাসনিক বিভাগ

সম্পাদনা

মহারাষ্ট্রের জেলাসমূহের তালিকা

মহারাষ্ট্রের ৩৬টি জেলা ৬ টি বিভাগে ভাগ করা রয়েছে। যথা :

কোঙ্কন বিভাগ নাসিক বিভাগ পুনে বিভাগ অমরাবতী বিভাগ ঔরঙ্গাবাদ বিভাগ নাগপুর বিভাগ

প্রধান শহরসমূহ

সম্পাদনা

মুম্বাই শহরটি ভারতের মোট চারটি মেট্রোপলিটান শহরের মধ্যে একটি। এ রাজ্যের অন্যান্য জনবহূল শহর নাগপুরপুনে

মহারাষ্ট্রের বৃহত্তম নগর
(ভারতের ২০১১ সনের আদমশুমারি অনুযায়ী)
স্থান নগর জেলা জনসংখ্যা বৃদ্ধি হার
০১ মুম্বই মুম্বই শহর জেলা ১,২৪,৪২,৩৭৩ ৩.৮৭%
০২ পুনে পুনে ৩১,২৪,৪৫৮ ২৩.০৮%
০৩ নাগপুর নাগপুর জেলা ২৪,০৫,৬৬৫ ১৭.২৩%
০৪ থানে থানে জেলা ১৮,৪১,৪৮৮ ৪৫.৮৫%
০৫ পিম্পরি চিঞ্চওয়াড় পুনে ১৭,২৭,৬৯২ ৭০.৬৪%
০৬ নাশিক নাশিক জেলা ১৪,৮৬,০৫৩ ৩৭.৯৫%
০৭ কল্যান-দোম্বিওয়ালি থানে জেলা ১২,৪৭,৩২৭ ৪.৫৯%
০৮ ওয়াসাই-ভিরার পলঘর ১২,২২,৩৯০ ৭৬.৩০%
০৯ ঔরঙ্গাবাদ ঔরঙ্গাবাদ জেলা ১১,৭৫,১১৬ ৩৪.৫৫%

জনপরিসংখ্যান

সম্পাদনা

এই রাজ্য ভারতের দ্বিতীয় জনবহুল রাজ্য (উত্তরপ্রদেশ-এর পর)। ভারতের সর্বাধিক নাগরিক বসতি এই রাজ্যে। এই রাজ্যের জনসংখ্যা ১১ কোটির অধিক।

অর্থনীতি

সম্পাদনা

এই রাজ্য আয়কর প্রদানে দেশের মধ্যে সর্বোচ্চ অবদান রাখে। প্রায় ৪.৩ লক্ষ কোটি রুপি আয়কর আদায় হয় এখানথেকে।

শিক্ষাপ্রতিষ্ঠান

সম্পাদনা

খেলাধুলা

সম্পাদনা

ক্রিকেট

সম্পাদনা

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ-এ মুম্বই ইন্ডিয়ান্স দল এই রাজ্যের প্রতিনিধিত্ব করে।

পরিবহণ

সম্পাদনা

মধ্য রেলপশ্চিম রেল-এর সদর দপ্তর এই রাজ্যের মুম্বাই শহরে অবস্থিত।

তথ্যসূত্র

সম্পাদনা