মহারাষ্ট্র
মহারাষ্ট্র (মারাঠি: महाराष्ट्र, /məhɑːˈrɑːʃtrə/; টেমপ্লেট:IPA-mr) ভারতের পশ্চিম দিকের একটি রাজ্য। মহারাষ্ট্র ভারতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য পাশাপাশি দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ মহকুমা। ১৯৬০ সালের ১ মে এই দ্বিভাষিক বোম্বাই রাজ্যকে বিভক্ত করে সংখ্যাগুরু মারাঠি-ভাষী মহারাষ্ট্র এবং গুজরাতি ভাষী গুজরাত গঠিত হয়েছিল। রাজ্যের রাজধানী মুম্বই, ভারতের সর্বাধিক জনবহুল শহুরে অঞ্চল। গোদাবরী এবং কৃষ্ণা রাজ্যের দুটি প্রধান নদী। মারাঠি সর্বাধিক বিস্তৃত ভাষা এবং এটি রাজ্যের সরকারী ভাষাও।
মহারাষ্ট্র महाराष्ट्र | |
---|---|
রাজ্য | |
মহারাষ্ট্র রাজ্য | |
উপর থেকে, বাম থেকে ডানে: অজন্তা গুহাসমূহ, কৈলাশ মন্দিরে ইলোরা গুহাসমূহ, প্রতাপগড় দুর্গ (মহাবালেশ্বরের কাছে পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত, শিবাজীর মূর্তি, রায়গড়, শনিওয়ার ওয়াদা, তখত শ্রী হাজুর সাহিব, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, গেটওয়ে অব ইন্ডিয়া | |
ভারতের মানচিত্রে মহারাষ্ট্রের অবস্থান | |
স্থানাঙ্ক (মুম্বই): ১৮.৯৬° উত্তর ৭২.৮৬° পূর্ব | |
দেশ | ভারত |
অঞ্চল | পশ্চিম ভারত |
স্থাপনা | ১ মে ১৯৬০† (মহারাষ্ট্র দিবস) |
রাজ্যের রাজধানী | মুম্বাই |
সরকার | |
• রাজ্যপাল | ভগৎ সিং কোশিয়ারি |
• মুখ্যমন্ত্রী | একনাথ শিন্ডে (শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) |
• হাইকোর্ট | বম্বে হাইকোর্ট |
আয়তন | |
• মোট | ৩,০৭,৭১৩ বর্গকিমি (১,১৮,৮০৯ বর্গমাইল) |
এলাকার ক্রম | ৩য় |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১১,২৩,৭২,৯৭২ |
• ক্রম | ২য় |
• জনঘনত্ব | ৩৭০/বর্গকিমি (৯৫০/বর্গমাইল) |
বিশেষণ | মহারাষ্ট্রীয় |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০) |
আইএসও ৩১৬৬ কোড | ভা-মহা |
যানবাহন নিবন্ধন | এমএচ-**-**** |
মাউসূ | ০.৫৭২ (মধ্যম) |
মাউসূ | ১২তম, GDP $২৮৮ বিলিয়ন (২০১৫) অর্থনৈতিক অবস্থান ১ম |
সাক্ষরতা | ৮২.৯ (৬ষ্ঠ) |
লিঙ্গানুপাত | ৯২৯ ♀/১০০০ ♂ (২০১১) |
দাপ্তরিক ভাষা | মারাঠি |
† ব্রিটিশ কালে ও পরের বম্বে রাজ্য (বর্তমান মুম্বই) ভেঙে বর্তমান মহারাষ্ট্র ও গুজরাত রাজ্য গঠিত হয়েছে। বম্বে রাজ্য বিভজন আইন ১৯৬০] |
৩০৭,৭১৩ বর্গ কিমি (১১৮,৮০৯ বর্গ মাইল) জুড়ে বিস্তৃত, এটি ভারতের অঞ্চল অনুসারে তৃতীয় বৃহত্তম রাষ্ট্র। মহারাষ্ট্রের পশ্চিমে আরব সাগর, দক্ষিণে কর্ণাটক ও গোয়া রাজ্য, দক্ষিণে পূর্বে তেলেঙ্গানা এবং উত্তরে ছত্তিশগড়, উত্তরে গুজরাত ও মধ্যপ্রদেশ এবং ভারতের কেন্দ্রীয় অঞ্চল দাদরা ও নগর হাভেলি সীমানা রয়েছে। এবং উত্তর-পশ্চিমে দামান ও দিউ।
নাগপুর রাজ্য আইনসভার শীতকালীন অধিবেশন আয়োজন করে। রাজ্যের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (মুম্বাই), ডাঃ বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর (নাগপুর), এবং পুনে বিমানবন্দর (লোহেগাঁও, পুনে)। রাজ্যে তিনটি রেলওয়ের সদর দফতর রয়েছে। মধ্য রেলপথ (ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস), কোঙ্কন রেলওয়ে (সিবিডি বেলাপুর) এবং পশ্চিম রেলপথ (চার্চগেট)। রাজ্যের হাইকোর্ট যেমন- বোম্বাই হাইকোর্ট মুম্বাইতে অবস্থিত।
ভারতীয় স্বাধীনতার পূর্বে মহারাষ্ট্রের কালানুক্রমিকভাবে সাতবাহন রাজবংশ, রাষ্ট্রকূট রাজবংশ, পাশ্চাত্য চালুক্য, দাক্ষিণাত্য, মুঘল এবং মারাঠা এবং ব্রিটিশরা শাসিত ছিল। এই শাসকদের রেখে যাওয়া ধ্বংসাবশেষ, স্মৃতিসৌধ, সমাধি, দুর্গ এবং উপাসনালয়গুলি রাজ্য জুড়ে বিস্তৃত। এই রাজ্যে ইউনেস্কোর দুটি ঐতিহ্যবাহী স্থান রয়েছে: অজন্তা ও ইলোরা গুহা। পুনে বেশ কয়েকটি সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতির কারণে 'প্রাচ্যের অক্সফোর্ড' নামে পরিচিত দেশে সর্বাধিক সংখ্যক ওয়াইনারি এবং দ্রাক্ষাক্ষেত্র রয়েছে বলে নাসিক 'ভারতের ওয়াইন রাজধানী' নামে পরিচিত।
ইতিহাস
সম্পাদনাবর্তমান এই রাজ্য পূর্বতন বোম্বে প্রদেশ-এর অন্তর্গত ছিল। ১৯৬০ সালে বোম্বে প্রদেশ বিভাজিত করে মহারাষ্ট্র ও গুজরাত এই দুই রাজ্য প্রতিষ্ঠিত হয়।
ভৌগোলিক অবস্থান
সম্পাদনাএই রাজ্যটি ভারতের পশ্চিমে অবস্থিত এবং এটি ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
প্রশাসনিক বিভাগ
সম্পাদনামহারাষ্ট্রের জেলাসমূহের তালিকা
মহারাষ্ট্রের ৩৬টি জেলা ৬ টি বিভাগে ভাগ করা রয়েছে। যথা :
কোঙ্কন বিভাগ | নাসিক বিভাগ | পুনে বিভাগ | অমরাবতী বিভাগ | ঔরঙ্গাবাদ বিভাগ | নাগপুর বিভাগ |
---|---|---|---|---|---|
প্রধান শহরসমূহ
সম্পাদনামুম্বাই শহরটি ভারতের মোট চারটি মেট্রোপলিটান শহরের মধ্যে একটি। এ রাজ্যের অন্যান্য জনবহূল শহর নাগপুর ও পুনে।
মহারাষ্ট্রের বৃহত্তম নগর (ভারতের ২০১১ সনের আদমশুমারি অনুযায়ী) | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্থান | নগর | জেলা | জনসংখ্যা | বৃদ্ধি হার | |||||||
০১ | মুম্বই | মুম্বই শহর জেলা | ১,২৪,৪২,৩৭৩ | ৩.৮৭% | |||||||
০২ | পুনে | পুনে | ৩১,২৪,৪৫৮ | ২৩.০৮% | |||||||
০৩ | নাগপুর | নাগপুর জেলা | ২৪,০৫,৬৬৫ | ১৭.২৩% | |||||||
০৪ | থানে | থানে জেলা | ১৮,৪১,৪৮৮ | ৪৫.৮৫% | |||||||
০৫ | পিম্পরি চিঞ্চওয়াড় | পুনে | ১৭,২৭,৬৯২ | ৭০.৬৪% | |||||||
০৬ | নাশিক | নাশিক জেলা | ১৪,৮৬,০৫৩ | ৩৭.৯৫% | |||||||
০৭ | কল্যান-দোম্বিওয়ালি | থানে জেলা | ১২,৪৭,৩২৭ | ৪.৫৯% | |||||||
০৮ | ওয়াসাই-ভিরার | পলঘর | ১২,২২,৩৯০ | ৭৬.৩০% | |||||||
০৯ | ঔরঙ্গাবাদ | ঔরঙ্গাবাদ জেলা | ১১,৭৫,১১৬ | ৩৪.৫৫% |
জনপরিসংখ্যান
সম্পাদনাএই রাজ্য ভারতের দ্বিতীয় জনবহুল রাজ্য (উত্তরপ্রদেশ-এর পর)। ভারতের সর্বাধিক নাগরিক বসতি এই রাজ্যে। এই রাজ্যের জনসংখ্যা ১১ কোটির অধিক।
অর্থনীতি
সম্পাদনাএই রাজ্য আয়কর প্রদানে দেশের মধ্যে সর্বোচ্চ অবদান রাখে। প্রায় ৪.৩ লক্ষ কোটি রুপি আয়কর আদায় হয় এখানথেকে।
শিক্ষাপ্রতিষ্ঠান
সম্পাদনা- ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান বোম্বে
- বিশ্বেশ্বরায়া জাতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান
- সর্বভারতীয় চিকিৎসাবিজ্ঞান প্রতিষ্ঠান
- ভারতীয় তথ্য প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান
খেলাধুলা
সম্পাদনাক্রিকেট
সম্পাদনাইন্ডিয়ান প্রিমিয়ার লীগ-এ মুম্বই ইন্ডিয়ান্স দল এই রাজ্যের প্রতিনিধিত্ব করে।
পরিবহণ
সম্পাদনারেল
সম্পাদনামধ্য রেল ও পশ্চিম রেল-এর সদর দপ্তর এই রাজ্যের মুম্বাই শহরে অবস্থিত।