মুম্বই শহর জেলা
মুম্বই শহর জেলা হল মহারাষ্ট্রের কোঙ্কণ বিভাগ-এর একটি জেলা। কোঙ্কণ বিভাগের সদর দপ্তর এই জেলাতেই অবস্থিত। জেলাটি মুম্বই উপনগরীয় জেলার পাশেই অবস্থিত এবং এই জেলা দুটি মুম্বই মহানগরীয় অঞ্চল গঠন করেছে। এই শহর জেলাকে দ্বীপ শহর বা দক্ষিণ মুম্বই এবং অনেক সময় পুরানো মুম্বই বলা হয়। এই জেলা দক্ষিণে কোলাবা থেকে উত্তরে মাহি ও সিওন পর্যন্ত বিস্তৃত। এই শহর জেলাটির আয়তন হল ১৫৭ বর্গকিলোমিটার (৬১ মা২) এবং ২০১১ সালের জনগননায় জনসংখ্যা হল ৩,০৮৫,৪১১ জন। [১]
ইতিহাস
সম্পাদনাজনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালে ভারতের জনগননায় মুম্বই শহর জেলার জনসংখ্যা হয়েছে ৩০,৮৫,৪১১ জন।[২] এই জনসংখ্যা মঙ্গোলিয়া [৩] বা যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের জনসংখ্যার সমান। [৪] এই জনসংখ্যা জেলাটিকে ভারতের ৬৪০ টি জেলার মধ্যে ১১৫ তম বৃহত্ত জনসংখ্যার জেলায় পরিণত করেছে। [২] এই জেলার জনঘনত্ব হল ১৯,৬৫২ জন প্রতি বর্গকিলোমিটার (৫০,৯০০ জন/বর্গমাইল) ।[১] এখানে জনসংখ্যা বৃদ্ধির হার -৭.৫৭%.[১] মুম্বই শহর জেলায় লিঙ্গ অনুপাত ১০০০ জন পুরুষে ৮৩২ জন মহিলা এবং শিক্ষার হার ৮৯.২১% । [১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ "Mumbai City District Population Census 2011"। Census 2011 India। Census Organization of India। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫।
- ↑ ক খ "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।
- ↑ US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-০১।
Mongolia 3,133,318 July 2011 est.
- ↑ "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ২০১১-০৮-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।
N Iowa 3,046,355