কমলগঞ্জ পৌরসভা

মৌলভীবাজার জেলার একটি পৌরসভা

কমলগঞ্জ পৌরসভা বংলাদেশের সিলেট বিভাগ-এর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একটি পৌরসভা। এই পৌরসভায় ২৭২৬ টি পরিবার বাস করে।

কমলগঞ্জ পৌরসভা
স্থানীয় সরকার
নির্বাচন
এফপিটিপি
সভাস্থল
কমলগঞ্জ পৌরসভা কার্যালয়

ইতিহাস সম্পাদনা

১৯৯৯ সালে কমলগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। দানশীল ব্যক্তিত্ব মোহাম্মদ মুহিবুর রহমান এমএনএ ও দানশীল ব্যক্তিত্ব মৌলভী মকবুল আলী যথাক্রমে ০.২৬ একর ও ০.২৫ একর জমি দান করেন।

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

বাংলাদেশের ২০০১ আদমশুমারি অনুযায়ী কমলগঞ্জ পৌরসভার জনসংখ্যা ১৪০৬৬ জন।[১] এর মধ্যে মহিলা ৭২৩২ জন, এবং পুরুষ ৬৮৩৪ জন। কমলগঞ্জ পৌরসভার সাক্ষরতার হার ৪৯.১৯%।

ভৌগোলিক উপাত্ত সম্পাদনা

এলাকাটি ভৌগোলিক দিক থেকে ২৪°২৫′০০″ উত্তর ৯১°৫২′০০″ পূর্ব / ২৪.৪১৬৭° উত্তর ৯১.৮৬৬৭° পূর্ব / 24.4167; 91.8667[২] অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের মধ্যে অবস্থান করে। সমূদ্রপৃষ্ট থেকে এলাকাটির গড় উচ্চতা ১০ মিটার (৩৬ ফুট)।

প্রশাসনিক অবকাঠামো সম্পাদনা

কমলগঞ্জ পৌরসভার আয়তন ৯.৮৩ বর্গ কিলোমিটার। ৯ টি ওয়ার্ড এবং ২৯ টি মহল্লা নিয়ে এ পৌরসভাটি গঠিত। এ ৯টি ওয়ার্ডে ৯ জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন।

প্রশাসক, চেয়ারম্যান এবং মেয়রদের তালিকা সম্পাদনা

  • পৌরসভার বর্তমান মেয়র মো.জুয়েল আহমেদ, বিদ্যোৎসাহী

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০০৯ 
  2. "Munshi_Bazar, Kamalgonj"Falling Rain Genomics, Inc। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০০৬