হবিগঞ্জ-৩

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

হবিগঞ্জ-৩ আসন হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৪১নং আসন। হবিগঞ্জ সদর,লাখাই ও শায়েস্তাগঞ্জ এই ৩টি উপজেলা নিয়ে গঠিত। এ আসনে বর্তমান এমপি হলেন আবু জাহির, তিনি হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি।

হবিগঞ্জ-৩
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাহবিগঞ্জ জেলা
বিভাগসিলেট বিভাগ
মোট ভোটার
  • ৩,৮৯,৬৮৪ (ডিসেম্বর ২০২৩)[১]
  • পুরুষ ভোটার: ১,৯৭,৬১৬
  • নারী ভোটার: ১,৯২,০৫৮
  • হিজড়া ভোটার: ১০
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদআবু জাহির

সীমানা সম্পাদনা

হবিগঞ্জ-৩ আসনটি হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর, লাখাইশায়েস্তাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।[২]

ইতিহাস সম্পাদনা

১৯৮৪ সালে হবিগঞ্জ-৩ নির্বাচনী এলাকা গঠিত হয়, যখন বৃহত্তর সিলেট জেলাকে বিভক্ত করে চারটি নতুন জেলা (সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ) গঠিত হয়েছিল। এটি পূর্বে সিলেট-১৬ আসন হিসেবে পরিচিত ছিল।

নির্বাচিত সাংসদ সম্পাদনা

নির্বাচন সদস্য দল
১৯৮৬ চৌধুরী আব্দুল হাই ন্যাশনাল আওয়ামী পার্টি[৩]
১৯৮৮ আবু লেইছ মো. মুবিন চৌধুরী জাতীয় পার্টি[৪]
১৯৯১ আবু লেইছ মো. মুবিন চৌধুরী জাতীয় পার্টি
ফেব্রুয়ারি ১৯৯৬ আতিক উল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ আবু লেইছ মো. মুবিন চৌধুরী জাতীয় পার্টি
২০০১ শাহ এ এম এস কিবরিয়া বাংলাদেশ আওয়ামী লীগ
২০০৫ উপ-নির্বাচন আবু লেইছ মো. মুবিন চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ আবু জাহির বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ আবু জাহির বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ আবু জাহির বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ আবু জাহির বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন সম্পাদনা

সাধারণ নির্বাচন ২০১৪: হবিগঞ্জ-৩[৫]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আবু জাহির ৯৮,১৫৫ ৮২.৫ +১২.১
জাতীয় পার্টি মোহাম্মদ আতিকুর রহমান ২০,৮৩৭ ১৭.৫ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৭৭,৩১৮ ৬৫.০ +২১.৯
ভোটার উপস্থিতি ১,১৮,৯৯২ ৪১.৫ -৪৩.৫
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

২০০০-এর দশকে নির্বাচন সম্পাদনা

সাধারণ নির্বাচন ২০০৮: হবিগঞ্জ-৩[৬][৭]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আবু জাহির ১,৪৭,৮২৭ ৭০.৪
বিএনপি আবু লেইছ মো. মুবিন চৌধুরী ৫৭,২৬০ ২৭.৩
ন্যাপ মো: সাইদুর রহমান ১,৯৪৯ ০.৯
ইসলামী ফ্রন্ট মো: সহিদুল ইসলাম ১,৪৪৫ ০.৭
ইসলামী আন্দোলন মো: আব্দুল করিম ১,৩০৭ ০.৬
কেএসজেএল মো: নুরুল হক ২৬৯ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ৯০,৫৬৭ ৪৩.১
ভোটার উপস্থিতি ২,১০,০৫৭ ৮২.৭
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে

২০০৫ সালের ২৭ জানুয়ারি শাহ এ এম এস কিবরিয়াকে হত্যা করা হয়। মে'র উপ-নির্বাচনে পাঁচ প্রার্থীর মধ্যে চার জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে, এপ্রিলে বিএনপির আবু লেইছ মো. মুবিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৮]

সাধারণ নির্বাচন ২০০১: হবিগঞ্জ-৩[৯]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ শাহ এ এম এস কিবরিয়া ৮৩,১১০ ৪৭.৭ +১২.৫
বিএনপি আবু লেইছ মো. মুবিন চৌধুরী ৬৯,৩০৬ ৩৯.৮ +৩৫.৫
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মো: আজিজুল হক ১৯,৭৯৭ ১১.৪ প্র/না
ইসলামী ফ্রন্ট মো: সহিদুল ইসলাম ৭৮১ ০.৪ -০.২
জাতীয় পার্টি মো: সফিকুল ইসলাম ৩৯৮ ০.২ প্র/না
স্বতন্ত্র আজিজুর রহমান চৌধুরী ৩৮৭ ০.২ প্র/না
কমিউনিস্ট পার্টি হিরেন্দ্র দত্ত ২৩৫ ০.১ প্র/না
স্বতন্ত্র সৈয়দ মো: মুকাক্কির হোসেন ১৫০ ০.১ প্র/না
বিকেএসএমএ (সাদেক) আপেল মাহমুদ দুলাল ১২১ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৩,৮০৪ ৭.৯ -০.১
ভোটার উপস্থিতি ১,৭৪,২৮৫ ৭৩.৯ +২.৭
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন সম্পাদনা

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: হবিগঞ্জ-৩[৯]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি আবু লেইছ মো. মুবিন চৌধুরী ৫৫,৭৯৫ ৪৩.১ +২.৩
আওয়ামী লীগ শহিদ উদ্দিন চৌধুরী ৪৫,৪৯৩ ৩৫.২ প্র/না
বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ আওয়ামী লীগ (মোস্তফা আল্লামা) সৈয়দ মো: কায়সার ১০,৭৭৩ ৮.৩ প্র/না
স্বতন্ত্র মো: নিজাম উদ্দিন ৬,৪৩৬ ৫.০ প্র/না
বিএনপি আতিক উল্লাহ ৫,৫০৫ ৪.৩ -৮.৪
জামায়াতে ইসলামী সৈয়দ শাহ আলম হোসেন ২,৬৭০ ২.১ -২.৯
গণফোরাম চৌধুরী আশরাফুল বারি নোমান ১,৩৯১ ১.১ প্র/না
ইসলামী ফ্রন্ট নোমান আহমেদ খান ৭৬৫ ০.৬ প্র/না
স্বতন্ত্র মো: আব্দুর রাজ্জাক ৫৫১ ০.৪ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১০,৩০২ ৮.০ +০.৩
ভোটার উপস্থিতি ১,২৯,৩৭৯ ৭১.২ +২৩.৮
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: হবিগঞ্জ-৩[৯]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি আবু লেইছ মো. মুবিন চৌধুরী ৩৮,২৬০ ৪০.৮
ন্যাপ (মুজাফফর) চৌধুরী আব্দুল হাই ৩১,০৪৫ ৩৩.১
বিএনপি আতিক ‍উল্লাহ ১১,৯২৭ ১২.৭
স্বতন্ত্র এম এ মোত্তালিব ৪,৭০৯ ৫.০
জামায়াতে ইসলামী সৈয়দ শাহ আলম হোসেন ৪,৭০৭ ৫.০
স্বতন্ত্র আজিজুর রহমান চৌধুরী ১,৪০৬ ১.৫
স্বতন্ত্র মো: তাজুল ইসলাম ৫৩৭ ০.৬
জাকের পার্টি মুফতি আবু নাসের ৪৮০ ০.৫
ফ্রিডম পার্টি সৈয়দ এবাদুল হাসান ৩৯৫ ০.৪
জাসদ (রব) আবু তাহের ২৮৩ ০.৩
সংখ্যাগরিষ্ঠতা ৭,২১৫ ৭.৭
ভোটার উপস্থিতি ৯৩,৭৪৯ ৪৭.৪
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে

তথ্যসূত্র সম্পাদনা

  1. "হবিগঞ্জ-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "Habiganj-3"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ৩ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  6. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  7. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  8. "Mubin Chowdhury elected unopposed in Habiganj by-polls" [হবিগঞ্জে উপ-নির্বাচনে মুবিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত]। bdnews24.com (ইংরেজি ভাষায়)। ৬ এপ্রিল ২০০৫। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৮ 
  9. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা