দিলদার হোসেন সেলিম
দিলদার হোসেন সেলিম (১৩ নভেম্বর ১৯৫০–৫ মে ২০২১) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ যিনি সিলেট-৪ আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২]
দিলদার হোসেন সেলিম | |
---|---|
সিলেট-৪ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১ আক্টোবর ২০০১ – ২৯ ডিসেম্বর ২০০৮ | |
পূর্বসূরী | ইমরান আহমদ |
উত্তরসূরী | ইমরান আহমদ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৩ নভেম্বর ১৯৫০ রাধানগর গ্রাম, গোয়াইনঘাট, সিলেট |
মৃত্যু | ৫ মে ২০২১ মাউন্ট এডোরা হসপিটাল, সিলেট |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
দাম্পত্য সঙ্গী | জেবুন্নাহার সেলিম |
সন্তান | দুই মেয়ে ও এক ছেলে |
পিতামাতা | ইদ্রিস আলী আখলাকুন নেছা |
প্রাক্তন শিক্ষার্থী | এমসি কলেজ |
প্রাথমিক জীবন
সম্পাদনাদিলদার হোসেন সেলিম ১৩ নভেম্বর ১৯৫০ সালে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন।[৩] তার পিতা ইদ্রিস আলী চৌধুরী চিকিৎসক ছিলেন ও মা আখলাকুন নেছা গৃহিণী। সেলিমের দাদার বাড়ি বিশ্বনাথ কামিল নগর দেওকলস ইউনিয়নে। তার বাবা ব্রিটিশ সরকারের চাকরিসূত্রে জাফলং চা বাগানের হাসপাতালে কর্মজীবন শুরু করে রাধানগরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
তার স্ত্রী জেবুন্নাহার সেলিম একজন আইনজীবী। তিনি দুই মেয়ে, এক ছেলের জনক। ছেলেমেয়রা আমেরিকা প্রবাসী। স্ত্রীসহ তিনি সিলেটের লামাবাজার এলাকায় থাকতেন।[৪]
রাজনৈতিক জীবন
সম্পাদনাসেলিম রাজনৈতিক জীবনের শুরুতে বাম রাজনীতিতে যুক্ত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনি কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদের নির্বাচনে সিলেট-৪ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে নির্বাচিত হন।[১] ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনেও বিএনপি থেকে অংশগ্রহণ করে পরাজিত হন। ২০১৪ সালের নির্বাচনে দলীয় সিদ্ধান্তে অংশগ্রহণ করেন নাই।[২][৫][৬]
গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়াম্যান হিসেবে তিনি প্রথম জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন।
এমসি কলেজ ছাত্র সংসদের তিনি প্রথমে জিএস ও পরে ভিপি ছিলেন।[৪] তিনি সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
মৃত্যু
সম্পাদনাদিলদার হোসেন সেলিম ৫ মে ২০২১ সাল, বুধবার, রাত পৌনে ১০টায় সিলেট মাউন্ট এডোরা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "দিলদার হোসেন সেলিম"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২২।
- ↑ "সিলেট-৪ আসন: সংসদ নির্বাচনের সেকাল-একাল"। সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম। ৩ জানুয়ারি ২০১৯। ২৬ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ "সাবেক এমপি দিলদার হোসেন সেলিম আর নেই"। জাগোনিউজ২৪.কম। ৬ মে ২০২১। সংগ্রহের তারিখ ৬ মে ২০২১।
- ↑ "দিলদারের আয় বেড়েছে, কমেছে ফরীদ উদ্দিনের"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২২।
- ↑ "তৃণমূল বিএনপি'র আস্থা দিলদার সেলিম"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২২।
- ↑ "বিএনপি'র কেন্দ্রীয় নেতা ও সিলেট-৪ আসনের সাবেক এমপি দিলদার মারা গেছেন"। দ্য ডেইলি স্টার। ৬ মে ২০২১। সংগ্রহের তারিখ ৬ মে ২০২১।