এনামুল হক (প্রকৌশলী)
এনামুল হক বাংলদেশের রাজশাহী জেলার রাজনীতিবিদ, প্রকৌশলী ও রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য।[২]
এনামুল হক | |
---|---|
রাজশাহী-৪ আসন আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০০৮ – ২০২৪ | |
পূর্বসূরী | নাদিম মোস্তফা |
উত্তরসূরী | আবুল কালাম আজাদ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | শাকোয়া, কামারবাড়ী, বাগমারা, রাজশাহী | ২১ অক্টোবর ১৯৬৯
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | তহুরা হক (১৯৯৩-বর্তমান) আয়েশা আক্তার লিজা (২০১৩-২০২০)[১] |
পেশা | রাজনীতিবিদ |
জন্ম ও শিক্ষাজীবন
সম্পাদনাএনামুল হকের ২১ অক্টোবর ১৯৬৯ সালে রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। মোট ৮ ভাইবোনের মধ্যে তিনি পঞ্চম। তিনি প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করে পরে এমবিএ করেন৷[৩]
রাজনৈতিক ও কর্মজীবন
সম্পাদনাএনামুল হক ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।[৪][৫][৬][৭]
ব্যক্তিগত জীবন
সম্পাদনাএনামুল হক সেপ্টেম্বর ১৯৯৩ সালে বিয়ে করেন। প্রথম স্ত্রী সঞ্চিতা ওরফে তহুরা এর ঘরে তার তিনটি সন্তান যথাক্রমে মেয়ে তানজিয়া ফারহানা হক তান্নি, দ্বিতীয় পুত্র এহ্তেশামুল হক তমাল এবং সর্বশেষ ছোট ছেলে মুফতাসিমুল হক তাজদীদ।[৮] ২০১৩ সালের ৩০ এপ্রিল আয়েশা আক্তার লিজা‘র সাথে তার দ্বিতীয় বিবাহ হয়। স্ত্রীর মর্যাদা চেয়ে লিজা প্রকাশ্য হলে ২০২০ সালে লিজা’র সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে।[৯]
সমালোচনা
সম্পাদনাএনামুলের বিরুদ্ধে আয়েশা আক্তার লিজা নামের এক নারীর দাবী, তাকে ৩০ এপ্রিল ২০১৩ সালে প্রেম করে প্রতারণা করে গোপনে বিয়ে করেন ২০১৫ সালে অন্তঃসত্ত্বা হলে এনামুল বাচ্চা নষ্ট করান। ১১ মে ২০১৮ সালে তারা রেজিস্ট্রি করে পুনরায় বিয়ে করেন। স্ত্রী হিসেবে তাকে কারও সামনে স্বীকৃতি দেননি।[৯] এনামুল হকের আগের স্ত্রী ও পরিবার বিষয়টি জানতেন। এনামুল লিজাকে মেরে ফেলারও হুমকি দিয়েছেন। তবে এনামুলের দাবি, তিনি আয়েশার ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির শিকার হয়ে বিয়ে করেছেন এবং ডিভোর্স করেন।[১০][১১][১২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সাংসদের বিরুদ্ধে প্রতারণা ও ভ্রূণহত্যার অভিযোগ তরুণীর"। somoynews.tv। জুন ২, ২০২০। সংগ্রহের তারিখ জুন ৩, ২০২০।
- ↑ "এনামুল হক"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "Constituency 55_10th_Bn"। www.parliament.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৪।
- ↑ "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১২।
- ↑ পলিটিক্যাল ডেস্ক (৩১ ডিসেম্বর ২০১৮)। "একাদশ সংসদের সদস্য হলেন যারা"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০।
- ↑ "Investigators for suing AL MP Enamul"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৪-০৯-১৬। সংগ্রহের তারিখ ২০১৮-১২-১৪।
- ↑ "মেধাবী মুখ"। ittefaq.com.bd। ২৩ আগস্ট ২০১৬। জুন ৩, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ৩, ২০২০।
- ↑ ক খ "দ্বিতীয় স্ত্রীর অভিযোগ: এমপি এনামুল বললেন, 'সম্মানহানির চেষ্টা'"। bdnews24.com। জুন ২, ২০২০। জুন ১১, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ৩, ২০২০।
- ↑ রাজশাহী, নিজস্ব প্রতিবেদক (১ জুন ২০২০)। "এমপিকে স্বামী দাবি করে ফেসবুকে নারীর পোস্ট!"। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৪ মে ২০২০।
- ↑ কাগজ প্রতিবেদক (১ জুন ২০২০)। "'দ্বিতীয় বউ' দাবি লিজার, এমপি বললেন 'ডিভোর্সি'"। দৈনিক ভোরের কাগজ। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০।
- ↑ রাজশাহী, সৌরভ হাবিব (২ জুন ২০২০)। "নারী কেলেঙ্কারিতে জড়ালেন এমপি এনামুল"। দৈনিক সমকাল। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]