মনোরঞ্জন শীল গোপাল
মনোরঞ্জন শীল গোপাল (১ জানুয়ারি ১৯৬৪) বাংলাদেশের দিনাজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। [১]
মাননীয় সাংসদ মনোরঞ্জন শীল গোপাল | |
---|---|
জাতীয় সংসদ সদস্য | |
দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২০০৫ উপনির্বাচন | |
পূর্বসূরী | আব্দুল্লাহ আল কাফি |
উত্তরসূরী | মোঃ জাকারিয়া জাকা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | [১] | ১ জানুয়ারি ১৯৬৪
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
শিক্ষা | বিএ[১] |
জীবিকা | রাজনীতি, কৃষি ও ব্যবসা[১] |
জন্ম ও শিক্ষাজীবন
সম্পাদনামনোরঞ্জন শীল গোপালের পৈতৃক বাড়ি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার নয়াবাদ গ্রামে। তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
কর্মজীবন
সম্পাদনাপেশায় সাংবাদিকতা, ব্যবসা ও কৃষির সঙ্গে যুক্ত মনোরঞ্জন শীল গোপাল রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। তিনি চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১] ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী মো: জাকারিয়া জাকার বিপক্ষে ভোটে পরাজিত হন।
রাজনৈতিক জীবন
সম্পাদনাগোপাল ২০০৫ সালের ৫ই ডিসেম্বর অনুষ্ঠিত দিনাজপুর-১ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী আফতাব উদ্দিন মোল্লাকে পরাজিত করে প্রথমবারের মত অষ্টম জাতীয় সংসদে সংসদ সদস্য নির্বাচিত হন।[২][৩] এরপর ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন এবং নবম ও দশম জাতীয় সংসদে দিনাজপুর-১ আসনের প্রতিনিধিত্ব করেন।
গোপাল ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়নে মহাজোটের প্রার্থী হন এবং ১ লাখ ৯৮ হাজার ৭৯২ ভোট পেয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ "নির্বাচনী এলাকাঃ ৬ দিনাজপুর-১"। www.parliament.gov.bd। ২০২১-০৬-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-৩০।
- ↑ "Manoranjan Shil Gopal (Ind) unofficially elected in Dinajpur-1 by poll"। bdnews24.com। ডিসে ৫, ২০০৫। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৩।
- ↑ "Jamaat's defeat in Dinajpur by-poll creates dilemma in BNP"। bdnews24.com। ডিসে ৬, ২০০৫। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৩।
- ↑ "দিনাজপুর-১ : বেসরকারি ফলে বিজয়ী নৌকার প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল"।
বহিঃসংযোগ
সম্পাদনা- ১০ম জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ মে ২০২০ তারিখে