জাকারিয়া জাকা

বাংলাদেশি রাজনীতিবিদ

মোঃ জাকারিয়া, যিনি জাকারিয়া জাকা নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি দিনাজপুর-১ আসন থেকে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২] নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন ও এক লাখ ১৫ হাজার ৫১৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল ১ লাখ ৬ হাজার ৪৯৯ ভোট পান।

মোঃ জাকারিয়া জাকা
দিনাজপুর-১ আসনের
সংসদ সদস্য
পূর্বসূরীমনোরঞ্জন শীল গোপাল
কাজের মেয়াদ
২০২৪ – বর্তমান
ব্যক্তিগত বিবরণ
জন্মবীরগঞ্জ উপজেলা
জাতীয়তাবাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
মাতাতহমিনা বেগম
পিতাহবিবর রহমান
শিক্ষাবীরগঞ্জ সরকারি কলেজ
পেশারাজনীতিবিদ

রাজনৈতিক জীবন সম্পাদনা

জাকারিয়ার বাবা ইউপি চেয়ারম্যান ছিলেন। তিনি ছাত্রজীবন থেকে রাজনৈতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৮৬ সালে বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রথম সাধারণ সম্পাদক মনোনীত হন। জাকারিয়া জাকা ২০ বছর ধরে বীরগঞ্জ উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "দিনাজপুর-১ আসনে ট্রাক প্রতীকের জয়"দৈনিক কালের কণ্ঠ। ২০২৪-০১-০৭। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৮ 
  2. "দিনাজপুর -১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব জাকারিয়া জাকার বিজয়"দৈনিক তৃতীয় মাত্রা। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৮