আবু সাঈদ আল মাহমুদ স্বপন

বাংলাদেশী রাজনীতিবিদ

আবু সাঈদ আল মাহমুদ স্বপন (২১ সেপ্টেম্বর ১৯৬৯) বাংলাদেশী রাজনীতিবিদ ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন
জয়পুরহাট-২ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
জানুয়ারি ২০১৪ – ৬ আগস্ট ২০২৪
পূর্বসূরীগোলাম মোস্তফা
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1969-09-21) ২১ সেপ্টেম্বর ১৯৬৯ (বয়স ৫৫)
জয়পুরহাট, বাংলাদেশ
নাগরিকত্ববাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
শিক্ষাস্নাতকোত্তর
পেশারাজনীতিবিদ
ধর্মইসলাম

জন্ম ও শিক্ষাজীবন

সম্পাদনা

আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পৈতৃক বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার টিঅ্যান্ডটি পাড়া এলাকায়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

কর্মজীবন

সম্পাদনা

পেশায় ব্যবসায়ী আবু সাঈদ আল মাহমুদ স্বপন রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। তিনি দুই বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় জাতীয় সংসদের হুইপ ছিলেন।

রাজনৈতিক জীবন

সম্পাদনা

ছাত্রজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও জ্যেষ্ঠ সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী হিসেবে জয়পুরহাট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[]

৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-২। "Constituency 35_10th_Bn"। ২০১৯-০১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৩ 
  2. "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪ 
  3. "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা