পিরোজপুর-৩
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
পিরোজপুর-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি পিরোজপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১২৯নং আসন।
পিরোজপুর-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | পিরোজপুর জেলা |
বিভাগ | বরিশাল বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনাপিরোজপুর-৩ আসনটি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০১৪: পিরোজপুর-৩[৫][৬] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
স্বতন্ত্র | রুস্তম আলী ফরাজী | ২৯,৩৪২ | ৫৩.৪ | +২৯.২ | ||
আওয়ামী লীগ | আনোয়ার হোসেন | ২৫,৪০৯ | ৪৬.২ | +২.৬ | ||
স্বতন্ত্র | রমা রাণী | ২৩৪ | ০.৪ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩,৯৩৩ | ৭.২ | -১২.২ | |||
ভোটার উপস্থিতি | ৫৪,৯৮৫ | ৩২.৫ | -৫২.৫ | |||
আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র অর্জন করে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: পিরোজপুর-৩[৭][৮] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | আনোয়ার হোসেন | ৫৯,৪২০ | ৪৩.৬ | +১৭.০ | ||
স্বতন্ত্র | রুস্তম আলী ফরাজী | ৩৩,০০৮ | ২৪.২ | প্র/না | ||
বিএনপি | মোঃ শাহজাহান মিয়া | ৩১,৬০২ | ২৩.২ | -৩৪.৯ | ||
ইসলামী আন্দোলন | শফি মাহামুদ তালুকদার | ১২,২৩৭ | ৯.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৬,৪১২ | ১৯.৪ | -১২.১ | |||
ভোটার উপস্থিতি | ১,৩৬,২৬৭ | ৮৫.০ | +১৪.৭ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
সাধারণ নির্বাচন ২০০১: পিরোজপুর-৩[৯] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | রুস্তম আলী ফরাজী | ৬৪,৯৫৮ | ৫৮.১ | +৩২.৭ | ||
আওয়ামী লীগ | মাহামুদা সাওগাত | ২৯,৭৫৬ | ২৬.৬ | -৩.৭ | ||
জাতীয় পার্টি | আনোয়ার হোসেন মঞ্জু | ১১,৫৬৫ | ১০.৩ | প্র/না | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | শফি মাহামুদ তালুকদার | ৫,০৫১ | ৪.৫ | প্র/না | ||
স্বতন্ত্র | সুধীর রঞ্জন বিশ্বাস | ২২৭ | ০.২ | +০.১ | ||
কমিউনিস্ট পার্টি | বিমোলেন্দু হালদার | ১০২ | ০.১ | প্র/না | ||
বিকেএ | মোঃ আব্দুল লতিফ সিরাজি | ৮৮ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৫,২০২ | ৩১.৫ | +২৪.৫ | |||
ভোটার উপস্থিতি | ১,১১,৭৪৭ | ৭০.৩ | +০.৫ | |||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন জুন ১৯৯৬: পিরোজপুর-৩[৯] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জাতীয় পার্টি | রুস্তম আলী ফরাজী | ২৯,৮৩৭ | ৩৭.৩ | +৩.৭ | ||
আওয়ামী লীগ | মহিউদ্দিন আহমেদ | ২৪,২৬৩ | ৩০.৩ | প্র/না | ||
বিএনপি | এমএ জব্বার | ২০,৩২৬ | ২৫.৪ | +১২.৯ | ||
জামায়াতে ইসলামী | নুর মোহাম্মদ আকন | ৪,৯১৫ | ৬.১ | প্র/না | ||
জাকের পার্টি | আব্দুল্লাহ মোমিন ফরিদী | ৩৫০ | ০.৪ | -০.৮ | ||
ইসলামী সমাজতান্ত্রিক আন্দোলন | মোঃ জহরুল হক | ২২৭ | ০.৩ | প্র/না | ||
স্বতন্ত্র | সুধীর রঞ্জন বিশ্বাস | ৫০ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৫,৫৭৪ | ৭.০ | +৪.৩ | |||
ভোটার উপস্থিতি | ৭৯,৯৬৮ | ৬৯.৮ | +২১.৯ | |||
বাকশাল থেকে জাতীয় পার্টি অর্জন করে |
সাধারণ নির্বাচন ১৯৯১: পিরোজপুর-৩[৯] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বাকশাল | মহিউদ্দিন আহমেদ | ২৬,৮১৩ | ৩৬.৩ | |||
জাতীয় পার্টি | এমএ জব্বার | ২৪,৮৪৪ | ৩৩.৬ | |||
স্বতন্ত্র | নুর মোহাম্মদ আকন | ১০,৯৫৮ | ১৪.৮ | |||
বিএনপি | কৃষিবিদ এমএ সামাদ | ৯,২১৪ | ১২.৫ | |||
বাংলাদেশ জনতা পার্টি | আবুল বাশার | ১,০১৪ | ১.৪ | |||
জাকের পার্টি | মোঃ আনোয়ার হোসেন ফরাজী | ৮৭৬ | ১.২ | |||
স্বতন্ত্র | এ সালাম | ১৩০ | ০.২ | |||
জাসদ (রব) | মোঃ আফজাল হোসেন | ৬৮ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১,৯৬৯ | ২.৭ | ||||
ভোটার উপস্থিতি | ৭৩,৯১৭ | ৪৭.৯ | ||||
জাতীয় পার্টি থেকে বাকশাল অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পিরোজপুর-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Pirojpur-3"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ২১ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Electoral Area Result Statistics: Pirojpur-3"। আমারএমপি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে পিরোজপুর-৩