মহিউদ্দিন আহমেদ (রাজনীতিবিদ)
মহিউদ্দিন আহমেদ (১৫ জানুয়ারি ১৯২৫ - ১২ এপ্রিল ১৯৯৭) বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ, সাংসদ ও ভাষাসৈনিক ছিলেন। তিনি পান্না মিয়া নামেও পরিচিত ছিলেন। তিনি ১৯৭৩, ১৯৭৯ ও ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১][২][৩][৪] ২০০০ সালে সবাজসেবা ও রাজনীতিতে অবদান রাখার জন্য সরকার তাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করে।[৫]
মহিউদ্দিন আহমেদ | |
---|---|
বাকেরগঞ্জ-১৮ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৭৩ – ১৯৭৫ | |
বাকেরগঞ্জ-১৭ আসনের সাংসদ | |
কাজের মেয়াদ ১৯৭৯ – ১৯৮২ | |
পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২৭ ফেব্রুয়ারি ১৯৯১ – ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৫ জানুয়ারি ১৯২৫ গুলিসাখালী, মঠবাড়িয়া, পিরোজপুর, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ১২ এপ্রিল ১৯৯৭ ঢাকা | (বয়স ৭২)
নাগরিকত্ব | বাংলাদেশ |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | রেবেকা মহিউদ্দিন (মৃ. ২০১৮) |
সন্তান | দুই ছেলে ও এক মেয়ে |
ডাকনাম | পান্না মিয়া |
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনামহিউদ্দিন আহমেদ ১৫ জানুয়ারি ১৯২৫ পিরোজপুর জেলার মঠবাড়িয়ার গুলিসাখালীর মিয়া বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রাক্তন এমএলসি আজাহার উদ্দিন মিয়া (১৯২০-১৯২৬)।[৬]
রাজনৈতিক ও কর্মজীবন
সম্পাদনামহিউদ্দিন আহমেদ ব্রিটিশবিরোধী আন্দোলন, মাতৃ ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামের সংগঠক।[৭] পূর্ব পাকিস্তানে ও বাংলাদেশে অনুষ্ঠিত সকল রাজনৈতিক আন্দোলনে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। ব্রিটিশ-পরবর্তী পাকিস্তান আমলের শুরুতে তিনি মুসলিম লীগের কর্মী ছিলেন। আওয়ামী লীগে যোগ দিয়ে সর্বশেষ তিনি প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ১৯৫৪ সালে তিনি যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে মঠবাড়িয়া থেকে এমএলএ নির্বাচিত হন। স্বাধীন বাংলাদেশে তিনি বিলুপ্ত বাকেরগঞ্জ-১৮ আসন থেকে ১৯৭৩ সালের প্রথম, বাকেরগঞ্জ-১৭ আসন থেকে ১৯৭৯ সালের দ্বিতীয় ও পিরোজপুর-৩ আসন থেকে ১৯৯১ সালের পঞ্চম জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১][২][৩]
মৃত্যু
সম্পাদনামহিউদ্দিন আহমেদ ১২ এপ্রিল ১৯৯৭ সালে মৃত্যুবরণ করে। তাকে ঢাকাস্থ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "মহিউদ্দিন আহমেদ (পিরোজপুর)"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৪।
- ↑ "একুশে পদকপ্রাপ্ত সুধীবৃন্দ ও প্রতিষ্ঠান" (পিডিএফ)। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। পৃষ্ঠা ৯। ২২ এপ্রিল ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৯।
- ↑ ক খ "'ভাষাসৈনিক মহিউদ্দিনের মতো নেতা প্রয়োজন ছিল'"। বাংলা ট্রিবিউন। ২০২২-০১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৪।
- ↑ "ভাষাসৈনিক মহিউদ্দিন আহমেদের জন্মদিন আজ"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৪।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |