আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জের রাজনীতিবিদ)

বাংলাদেশী রাজনীতিবিদ এবং জাতীয় সংসদ সদস্য

আমিনুল ইসলাম একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং তিনি একাদশ জাতীয় সংসদ সদস্য ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

আমিনুল ইসলাম
রহনপুর এ আমিনুল ইসলাম, সেপ্টেম্বর ২০১৯
চাঁপাইনবাবগঞ্জ-২ আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
৩০ ডিসেম্বর ২০১৮ – ১১ ডিসেম্বর ২০২২
পূর্বসূরীগোলাম মোস্তফা বিশ্বাস
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1969-06-15) ১৫ জুন ১৯৬৯ (বয়স ৫৫)
নাচোল, চাঁপাইনবাবগঞ্জ
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
পেশারাজনীতিবিদ

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

আমিনুল ইসলাম ১৯৬৯ সালের ১৫ জুন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস লালমনিরহাট জেলার সদর উপজেলার মাহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামে। তার পিতার নাম হামিদুর রহমান ও মাতার নাম সোনিয়া রহমান। হামিদুর রহমান স্থানীয় রেজিস্ট্রি অফিসে মুহুরি ছিলেন। আমিনুল উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করে ব্যবসাতে যুক্ত হন।[১]

রাজনৈতিক জীবন

সম্পাদনা

আমিনুল ইসলাম ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী জিয়াউর রহমানকে পরাজিত করে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, নাচোল ও গোমস্তাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[২][৩][৪] তবে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জিয়াউর রহমানের কাছে পরাজিত হন।[৫] তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি একাদশ জাতীয় সংসদ সদস্য পদত্যাগ করায় চাঁপানবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনটি ফাঁকা হয় । ১১ ডিসেম্বর ২০২২ জাতীয় সংসদ থেকে বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগ করেন ।[৬]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বিএনপির চাপ‍ানো আমিনুল নয়, ভোটারদের পছন্দ বাইরুল"বাংলানিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯ 
  2. "একাদশ সংসদ নির্বাচন"সমকাল। ৮ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  3. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  4. "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"বিবিসি বাংলা (ইংরেজি ভাষায়)। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯ 
  5. "আমিনুল ইসলাম"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. প্রতিবেদক, নিজস্ব। "বিএনপির সংসদ সদস্যরা আজ পদত্যাগ করবেন"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১৬