দিনাজপুর-৪
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
দিনাজপুর-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি দিনাজপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৯নং আসন।
দিনাজপুর-৪ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | দিনাজপুর জেলা |
বিভাগ | রংপুর বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
সীমানা
সম্পাদনাদিনাজপুর-৪ আসনটি দিনাজপুর জেলার খানসামা উপজেলা ও চিরিরবন্দর উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০১৪: দিনাজপুর-৪[৮] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | আবুল হাসান মাহমুদ আলী | ৬৮,০৮৮ | ৯৮.০ | +৫১.৩ | |
ওয়ার্কার্স পার্টি | এনামুল হক সরকার | ১,৩৮০ | ২.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৬৬,৭০৮ | ৯৬.০ | +৮০.৬ | ||
ভোটার উপস্থিতি | ৬৯,৪৬৮ | ২২.৯ | -৬৯.৮ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: দিনাজপুর-৪[৯][১০] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | আবুল হাসান মাহমুদ আলী | ১,১৮,১৮৮ | ৪৬.৭ | +৪.৫ | ||
বিএনপি | আখতারুজ্জামান মিয়া | ৭৯,১৩৩ | ৩১.৩ | -২১.০ | ||
স্বতন্ত্র | হাফিজুর রহমান সরকার | ৫০,২৭৪ | ১৯.৯ | প্র/না | ||
স্বতন্ত্র | মিজানুর রহমান মানু | ৪,৫১১ | ১.৮ | প্র/না | ||
বাসদ | মো. আসফ-উদ-দৌলা | ৮৭০ | ০.৩ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৯,০৫৫ | ১৫.৪ | +৫.৩ | |||
ভোটার উপস্থিতি | ২,৫২,৯৭৬ | ৯২.৭ | +৬.৪ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
সাধারণ নির্বাচন ২০০১: দিনাজপুর-৪[১১] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | আখতারুজ্জামান মিয়া | ১,০৮,৩৬০ | ৫২.৩ | +২১.৭ | ||
আওয়ামী লীগ | মিজানুর রহমান মানু | ৮৭,৩৫১ | ৪২.২ | +১.১ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মো সেকেন্দার আলী শাহ | ৮,০৯৪ | ৩.৯ | প্র/না | ||
স্বতন্ত্র | মো এমদাদুল ইসলাম চৌধুরী | ২,৮৬৯ | ১.৪ | প্র/না | ||
স্বতন্ত্র | মনিন্দ্রা নাথ রায় | ৪৮৭ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২১,০০৯ | ১০.১ | -০.৫ | |||
ভোটার উপস্থিতি | ২,০৭,১৬১ | ৮৬.৩ | +১১.৩ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন জুন ১৯৯৬: দিনাজপুর-৪[১১] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | মিজানুর রহমান মানু | ৫৯,৭৪৬ | ৪১.১ | -৬.৩ | |
বিএনপি | আবদুল হালিম | ৪৪,৩৯৪ | ৩০.৬ | +১৮.০ | |
জামায়াতে ইসলামী | আফতাব উদ্দিন মোল্লা | ৩০,০৪০ | ২০.৭ | -৮.০ | |
জাতীয় পার্টি | মির্জা সামসুল ওয়াজেদ | ১০,৭০০ | ৭.৪ | -০.১ | |
বাংলাদেশ জনতা পার্টি | মো সাইফুল ইসলাম | ৩৭৪ | ০.৩ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১৫,৩৫২ | ১০.৬ | -৮.১ | ||
ভোটার উপস্থিতি | ১,৪৫,২৫৪ | ৭৫.০ | +১০.৬ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
সাধারণ নির্বাচন ১৯৯১: দিনাজপুর-৪[১১] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | মিজানুর রহমান মানু | ৫৮,৭৪৫ | ৪৭.৪ | |||
জামায়াতে ইসলামী | আফতাব উদ্দিন মোল্লা | ৩৫,৫৩৮ | ২৮.৭ | |||
বিএনপি | আবদুল হালিম | ১৫,৫৬৬ | ১২.৬ | |||
জাতীয় পার্টি | মো সাখাওয়াত হোসেন | ৯,২৮০ | ৭.৫ | |||
জাসদ | মো আক্তার হোসেন | ১,৭৯৬ | ১.৫ | |||
স্বতন্ত্র | জামিল উদ্দিন আহমেদ | ১,৪৮৫ | ১.২ | |||
জাসদ (রব) | এম এ রশিদ বেগ | ৫২৭ | ০.৪ | |||
এনডিপি | মো ওমর ফারুক শাহ | ৩০৫ | ০.২ | |||
জাকের পার্টি | এফ এম এম মাহমুদুল ইসলাম | ২৯২ | ০.২ | |||
স্বতন্ত্র | শ্রী অশ্বিনী কুমার রায় | ২১৪ | ০.২ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (মতিন) | মো আবু আলী চৌধুরী | ১০৮ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২৩,২০৭ | ১৮.৭ | ||||
ভোটার উপস্থিতি | ১,২৩,৮৫৬ | ৬৪.৪ | ||||
থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "দিনাজপুর-৪ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ Pratidin, Bangladesh (২০২৪-০১-০৭)। "দিনাজপুর-৪ আসনে আবুল হাসান মাহমুদ আলী নির্বাচিত"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১০।
- ↑ "Dinajpur-4"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৪ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে দিনাজপুর-৪