দিনাজপুর-৪

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

দিনাজপুর-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি দিনাজপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৯নং আসন।

দিনাজপুর-৪
জাতীয় সংসদের
নির্বাচনী এলাকা
জেলাদিনাজপুর জেলা
বিভাগরংপুর বিভাগ
মোট ভোটার
  • ৩,৯৮,৮২৩ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ২,০০,৬৩৮
  • নারী ভোটার: ১,৯৮,১৮৩
  • হিজড়া ভোটার: ২
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩

সীমানা

সম্পাদনা

দিনাজপুর-৪ আসনটি দিনাজপুর জেলার খানসামা উপজেলাচিরিরবন্দর উপজেলা নিয়ে গঠিত।[]

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সদস্য দল
১৯৭৩ আলী আকবর বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৭৯ মির্জা রুহুল আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
সীমানা পরিবর্তন
১৯৮৬ মিজানুর রহমান মানু বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি[]
১৯৮৮ মোহাম্মদ সাখাওয়াত রহমান []
১৯৯১ মিজানুর রহমান মানু বাংলাদেশ আওয়ামী লীগ
ফেব্রুয়ারি ১৯৯৬ আবদুল হালিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ মিজানুর রহমান মানু বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০১ আখতারুজ্জামান মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশ আওয়ামী লীগ[]

নির্বাচন

সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০১৪: দিনাজপুর-৪[]
দল প্রার্থী ভোট % ±%
আ.লীগ আবুল হাসান মাহমুদ আলী ৬৮,০৮৮ ৯৮.০ +৫১.৩
ওয়ার্কার্স পার্টি এনামুল হক সরকার ১,৩৮০ ২.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৬৬,৭০৮ ৯৬.০ +৮০.৬
ভোটার উপস্থিতি ৬৯,৪৬৮ ২২.৯ −৬৯.৮
আ.লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

২০০০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: দিনাজপুর-৪[][১০]
দল প্রার্থী ভোট % ±%
আ.লীগ আবুল হাসান মাহমুদ আলী ১,১৮,১৮৮ ৪৬.৭ +৪.৫
বিএনপি আখতারুজ্জামান মিয়া ৭৯,১৩৩ ৩১.৩ -২১.০
স্বতন্ত্র হাফিজুর রহমান সরকার ৫০,২৭৪ ১৯.৯ প্র/না
স্বতন্ত্র মিজানুর রহমান মানু ৪,৫১১ ১.৮ প্র/না
বাসদ মো. আসফ-উদ-দৌলা ৮৭০ ০.৩ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩৯,০৫৫ ১৫.৪ +৫.৩
ভোটার উপস্থিতি ২,৫২,৯৭৬ ৯২.৭ +৬.৪
বিএনপি থেকে আ.লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: দিনাজপুর-৪[১১]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আখতারুজ্জামান মিয়া ১,০৮,৩৬০ ৫২.৩ +২১.৭
আ.লীগ মিজানুর রহমান মানু ৮৭,৩৫১ ৪২.২ +১.১
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মো সেকেন্দার আলী শাহ ৮,০৯৪ ৩.৯ প্র/না
স্বতন্ত্র মো এমদাদুল ইসলাম চৌধুরী ২,৮৬৯ ১.৪ প্র/না
স্বতন্ত্র মনিন্দ্রা নাথ রায় ৪৮৭ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২১,০০৯ ১০.১ −০.৫
ভোটার উপস্থিতি ২,০৭,১৬১ ৮৬.৩ +১১.৩
আ.লীগ থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: দিনাজপুর-৪[১১]
দল প্রার্থী ভোট % ±%
আ.লীগ মিজানুর রহমান মানু ৫৯,৭৪৬ ৪১.১ -৬.৩
বিএনপি আবদুল হালিম ৪৪,৩৯৪ ৩০.৬ +১৮.০
জামাত আফতাব উদ্দিন মোল্লা ৩০,০৪০ ২০.৭ -৮.০
জাপা মির্জা সামসুল ওয়াজেদ ১০,৭০০ ৭.৪ -০.১
বাংলাদেশ জনতা পার্টি মো সাইফুল ইসলাম ৩৭৪ ০.৩ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৫,৩৫২ ১০.৬ −৮.১
ভোটার উপস্থিতি ১,৪৫,২৫৪ ৭৫.০ +১০.৬
আ.লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: দিনাজপুর-৪[১১]
দল প্রার্থী ভোট % ±%
আ.লীগ মিজানুর রহমান মানু ৫৮,৭৪৫ ৪৭.৪
জামাত আফতাব উদ্দিন মোল্লা ৩৫,৫৩৮ ২৮.৭
বিএনপি আবদুল হালিম ১৫,৫৬৬ ১২.৬
জাপা মো সাখাওয়াত হোসেন ৯,২৮০ ৭.৫
জাসদ মো আক্তার হোসেন ১,৭৯৬ ১.৫
স্বতন্ত্র জামিল উদ্দিন আহমেদ ১,৪৮৫ ১.২
জাসদ (রব) এম এ রশিদ বেগ ৫২৭ ০.৪
এনডিপি মো ওমর ফারুক শাহ ৩০৫ ০.২
জাকের পার্টি এফ এম এম মাহমুদুল ইসলাম ২৯২ ০.২
স্বতন্ত্র শ্রী অশ্বিনী কুমার রায় ২১৪ ০.২
বাংলাদেশ মুসলিম লীগ (মতিন) মো আবু আলী চৌধুরী ১০৮ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ২৩,২০৭ ১৮.৭
ভোটার উপস্থিতি ১,২৩,৮৫৬ ৬৪.৪
থেকে আ.লীগ অর্জন করে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "দিনাজপুর-৪ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. Pratidin, Bangladesh (২০২৪-০১-০৭)। "দিনাজপুর-৪ আসনে আবুল হাসান মাহমুদ আলী নির্বাচিত"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১০ 
  8. "Dinajpur-4"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৪ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  9. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  10. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  11. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা