দিনাজপুর-৩

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

দিনাজপুর-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি দিনাজপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৮নং আসন।

দিনাজপুর-৩
জাতীয় সংসদের
নির্বাচনী এলাকা
জেলাদিনাজপুর জেলা
বিভাগরংপুর বিভাগ
মোট ভোটার
  • ৩,৯২,৮৭৫ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ১,৯৪,৯৭৯
  • নারী ভোটার: ১,৯৭,৮৯৪
  • হিজড়া ভোটার: ২
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩

সীমানা

সম্পাদনা

দিনাজপুর-৩ আসনটি দিনাজপুর জেলার দিনাজপুর সদর উপজেলা নিয়ে গঠিত।[]

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সদস্য দল
১৯৭৩ মোহাম্মদ ফজলুল করিম বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৭৯ রেজওয়ানুল হক ইদু চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
সীমানা পরিবর্তন
১৯৮৬ আমজাদ হোসেন বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৮৮ মোখলেসুর রহমান জাতীয় পার্টি[]
১৯৯১ এম আব্দুর রহিম বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ
ফেব্রুয়ারি ১৯৯৬ খুরশীদ জাহান হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬
২০০৮ ইকবালুর রহিম বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪
২০১৮
২০২৪

নির্বাচন

সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০১৪: দিনাজপুর-৩[]
দল প্রার্থী ভোট % ±%
আ.লীগ ইকবালুর রহিম ৯৬,৩৪৯ ৫৯.১ +৫.৪
ওয়ার্কার্স পার্টি মাহমুদুল হাসান মানিক ৩,৩২৭ ১.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৯৩,০২২ ৯৩.৩ +৭৯.৮
ভোটার উপস্থিতি ৯৯,৬৭৬ ৩১.৭ +৫৭.৪
আ.লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

২০০০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: দিনাজপুর-৩[][]
দল প্রার্থী ভোট % ±%
আ.লীগ ইকবালুর রহিম ১,৪০,৯৩৪ ৫৬.৪ +১২.৯
বিএনপি শফিউল আলম প্রধান ১,০৭,৩৫৩ ৪৩.০ -৬.২
বিকল্পধারা মো. আশরাফুল ইসলাম ৬৩৮ ০.৩ প্র/না
ইসলামী আন্দোলন এ কে এম লফিজউদ্দিন চৌধুরী ৬০৩ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩৩,৫৮১ ১৩.৫ +২.৫
ভোটার উপস্থিতি ২,৪৯,৫২৮ ৮৯.১ +৫.৭
বিএনপি থেকে আ.লীগ অর্জন করে

খুরশীদ জাহান হক ২০০৬ সালের জুন মাসে মারা যান। শুন্য আসনটি পূরণ করতে বাংলাদেশ নির্বাচন কমিশন সেই বছরের ৭ সেপ্টেম্বর উপ-নির্বাচনের পরিকল্পনা করে। তবে উচ্চ আদালত এটিকে বাধা দেয়, এই জন্য যে এটি এখন সময়ের অপচয় হবে যেহেতু অক্টোবরের শেষে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে পরবর্তী সাধারণ নির্বাচনের প্রস্তুতি নেয়া প্রয়োজন।[১০]

সাধারণ নির্বাচন ২০০১: দিনাজপুর-৩[১১]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি খুরশীদ জাহান হক ১,০২,৬৪০ ৫১.৮ +১৭.৮
আ.লীগ এম আবদুর রহিম ৮০,৮১৪ ৪০.৮ +৮.১
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মোখলেসুর রহমান ১৩,৯৫২ ৭.০ প্র/না
বাংলাদেশ জনতা পার্টি ফয়েজ উদ্দিন আহমেদ ৪৫৯ ০.২ +০.১
ওয়ার্কার্স পার্টি মাহমুদুল হাসান মানিক ২৯৩ ০.২ ০.০
জাসদ মো. আবদুল হাই ১১৩ ০.১ -০.১
সংখ্যাগরিষ্ঠতা ২১,৮২৬ ১১.০ +৯.৭
ভোটার উপস্থিতি ১,৯৮,২৭১ ৮৩.৪ +৪.৬
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: দিনাজপুর-৩[১১]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি খুরশীদ জাহান হক ৫১,৮০২ ৩৪.০ +১২.৮
আ.লীগ এম আবদুর রহিম ৪৯,৮৫৭ ৩২.৭ প্র/না
জাপা মোখলেসুর রহমান ৩৪,৯৩১ ২২.৯ -০.১
জামাত মুজিবুর রহমান ১৩,৩৯৬ ৮.৮ -৭.২
ইসলামী ঐক্য জোট মো রুস্তম আলী ৬০৭ ০.৪ প্র/না
গণফোরাম খতিবউদ্দিন আহমেদ ৫৮৯ ০.৪ প্র/না
জাসদ এম গোলাম রহমান ২৮৭ ০.২ প্র/না
ওয়ার্কার্স পার্টি মো রফিকুল আমিন ২৫৭ ০.২ প্র/না
জাসদ (রব) ইমামুল ইসলাম ১৮৯ ০.১ -০.১
জাকের পার্টি মো শেরেক উল্লাহ ১৬৬ ০.১ -০.৪
স্বতন্ত্র মো মোতাহার হোসেন ১২৩ ০.১ প্র/না
বাংলাদেশ জনতা পার্টি ফয়েজ উদ্দিন আহমেদ ৮১ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১,৯৪৫ ১.৩ −১৩.৪
ভোটার উপস্থিতি ১,৫২,২৮৫ ৭৮.৮ +১৫.৮
বাকশাল থেকে বিএনপি অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: দিনাজপুর-৩[১১]
দল প্রার্থী ভোট % ±%
বাকশাল এম আবদুর রহিম ৪৪,৭৮৪ ৩৭.৮
জাপা মোখলেসুর রহমান ২৭,৩১৮ ২৩.০
বিএনপি এম এ জলিল ২৫,১০৯ ২১.২
জামাত মো আবুল কাশেম ১৮,৯৬৯ ১৬
স্বতন্ত্র আমজাদ হোসেন ৭০৩ ০.৬
জাকের পার্টি এম এ তাওয়াব ৫৫০ ০.৫
জাতীয় গণতান্ত্রিক পার্টি মো আমিনুল হক ৩৯৪ ০.৩
জাসদ (রব) ইমামুল ইসলাম ২৭৩ ০.২
ফ্রিডম পার্টি সৈয়দ জাকির হোসেন ১৪৮ ০.১
স্বতন্ত্র মো. সিদ্দিকুর রহমান ১২৭ ০.১
জাসদ (সিরাজ) মো. আবদুর রহিম সরকার ৯৩ ০.১
স্বতন্ত্র সৈয়দ শরফত হোসেন ৮৮ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ১৭,৪৬৬ ১৪.৭
ভোটার উপস্থিতি ১,১৮,৫৫৬ ৬৩.০
জাপা থেকে বাকশাল অর্জন করে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "দিনাজপুর-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "Dinajpur-3"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ৭ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  8. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  10. আদম, গনি (১৯ আগস্ট ২০০৬)। "By-elections to Dinajpuir-3 and Commilla-8 seats may not be held EC secretary"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮ 
  11. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা