নীলফামারী-৪

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

নীলফামারী-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি নীলফামারী জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৫ নং আসন।

নীলফামারী-৪
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলানীলফামারী জেলা
বিভাগরংপুর বিভাগ
মোট ভোটার
  • ৪,২৬,০৭৮ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ২,১৩,৮৪২
  • নারী ভোটার: ২,১২,২৩১
  • হিজড়া ভোটার: ৫
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪

সীমানা

সম্পাদনা
১৯৮৪-২০১৪
নীলফামারী-৪ আসনটি সৈয়দপুর উপজেলা ও কিশোরগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন (নিতাই ইউনিয়ন, বাহাগিলি ইউনিয়ন, চাঁদখানা ইউনিয়ন, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন, গাড়াগ্রাম ইউনিয়নমাগুড়া ইউনিয়ন) নিয়ে গঠিত ছিল।[]
২০১৮-বর্তমান
এ আসনটি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা এবং কিশোরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।[]

ইতিহাস

সম্পাদনা

নীলফামারী-৪ আসনটি ১৯৮৪ সালে গঠিত হয়, যখন বৃহত্তর রংপুর জেলাকে ভেঙে পাঁচটি জেলায় (নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা) ভাগ করা হয়েছিল। ২০১৮ সালের নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন নীলফামারী-৪ ও নীলফামারী-৩ আসনের সীমানা পূর্ণনির্ধারন করে।[]

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সাংসদ রাজনৈতিক দল
১৯৮৬ রওশন আলী মিয়া জাতীয় পার্টি[]
১৯৮৮ কাজী ফারুক কাদের জাতীয় পার্টি[]
১৯৯১ আব্দুল হাফিজ ন্যাপ (মুজাফ্ফর)
ফেব্রুয়ারি ১৯৯৬ আব্দুল হাফিজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ মুহাম্মদ আসাদুর রহমান জাতীয় পার্টি
২০০১ আমজাদ হোসেন সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ এ.এ. মারুফ সাকনাল বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ শওকত চৌধুরী জাতীয় পার্টি (এরশাদ)
২০১৮ আহসান আদেলুর রহমান জাতীয় পার্টি (এরশাদ)
২০২৪ সিদ্দিকুল আলম সিদ্দিক স্বতন্ত্র[]

নির্বাচনী ফলাফল

সম্পাদনা

২০১০-এর দশকে

সম্পাদনা

২০১৪ সাধারণ নির্বাচনে বিরোধীদলগুলো নির্বাচন বয়কট করলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহজোট এককভাবে নির্বাচন করে, ফলে এ আসনে শওকত চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।[]

২০০০‌‌‌‌‍‍-এর দশকে

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: নীলফামারী-৪[][১০]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ এ.এ. মারুফ সাকনাল ৮৭,৩১৯ ৪২.৩ +৯.১
বিএনপি আমজাদ হোসেন সরকার ৬১,০৮৭ ২৯.৬ -৫.৩
জাতীয় পার্টি শওকত চৌধুরী ৫৫,৫৪৭ ২৬.৯ N/A
ইসলামী আন্দোলন মোঃ সদর উদ্দিন ২,০৭০ ১.০ N/A
ন্যাপ মনছুরা রহমান জাহাঙ্গীর মহিউদ্দীন ৩৩২ ০.২ N/A
সংখ্যাগরিষ্ঠতা ২৬,২৩২ ১২.৭ +১১.০
ভোটার উপস্থিতি ২,০৬,৩৫৫ ৮৩.৯ +৬.২
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: নীলফামারী-৪[১১]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আমজাদ হোসেন সরকার ৬০,১৯৯ ৩৪.৯ +১৯.৭
আওয়ামী লীগ এ.এ. মারুফ সাকনাল ৫৭,২৮৫ ৩৩.২ +৩.১
ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট আসাদুর রহমান ৫২,৭৩২ ৩০.৬ N/A
স্বতন্ত্র কাজী ফারুক কাদের ১,৬৫৮ ১.০ N/A
কমিউনিস্ট পার্টি মোঃ দেলোয়ার হোসেন ২৬৩ ০.২ N/A
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) মোঃ আসবক আহমেদ ১৬৪ ০.১ N/A
স্বতন্ত্র মোঃ মোকলেছুর রহমান ৮৬ ০.০ N/A
সংখ্যাগরিষ্ঠতা ২,৯১৪ ১.৭ −১০.২
ভোটার উপস্থিতি ১,৭২,৩৮৭ ৭৭.৭ +২.০
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে

সম্পাদনা
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: নীলফামারী-৪[১১]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি আসাদুর রহমান ৫৭,২৬৫ ৪২.০ +৭.৯
আওয়ামী লীগ মোঃ মোকলেছুর রহমান ৪১,০৫৩ ৩০.১ N/A
বিএনপি আমজাদ হোসেন সরকার ২০,৭৮০ ১৫.২ +২.৮
জামায়াতে ইসলামী মোঃ মোজাম্মেল হক শাহ ১৪,০৪৩ ১০.৩ -৩.৩
ইসলামী ঐক্য জোট মোঃ নুরুল ইসলাম ২,০২২ ১.৫ N/A
জাকের পার্টি এসএম বাবুল ৮৩৮ ০.৬ -০.৮
জাসদ (রব) মোঃ হুমায়ুন কবির ৩৬১ ০.৩ ০.০
সংখ্যাগরিষ্ঠতা ১৬,২১২ ১১.৯ +১১.৮
ভোটার উপস্থিতি ১,৩৬,৩৬২ ৭৫.৭ +২৪.১
National Awami Party থেকে জাতীয় পার্টি অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: নীলফামারী-৪[১১]
দল প্রার্থী ভোট % ±%
ন্যাপ (মুজাফ্ফর) মোঃ আব্দুল হাফিজ ৩৫,১১২ ৩৪.২
জাতীয় পার্টি কাজী ফারুক কাদের ৩৫,০০৯ ৩৪.১
জামায়াতে ইসলামী মোঃ লুৎফর রহমান ১৩,৯৭২ ১৩.৬
বিএনপি আনিসুল আরেফিন চৌধুরী ১২,৭৪৫ ১২.৪
জাতীয় ঐক্য ফ্রন্ট মোঃ তাজুল ইসলাম ২,৭০৪ ২.৬
জাকের পার্টি মোঃ আলী গুলখান ১,৪২৯ ১.৪
জমিয়ত উলেমায়ে ইসলাম বাংলাদেশ মোঃ ইসমাঈল ৬১২ ০.৬
স্বতন্ত্র মোঃ মোকলেছুর রহমান ৫৫০ ০.৫
জাসদ (রব) মোঃ আবু আলম ৩২১ ০.৩
স্বতন্ত্র খায়রুল আলম ১৫৫ ০.২
সংখ্যাগরিষ্ঠতা ১০৩ ০.১
ভোটার উপস্থিতি ১,০২,৬০৯ ৫১.৬
জাতীয় পার্টি থেকে National Awami Party অর্জন করে
  1. "নীলফামারী-৪ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ২৭ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "জাতীয় সংসদীয় আসনপূর্ণবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮ 
  4. "২৫ সংসদীয় আসনের সীমানা পরিবর্তন"। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৩ 
  5. "List of 3rd Parliament Members" (পিডিএফ)Bangladesh Parliament। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "List of 4th Parliament Members" (পিডিএফ)Bangladesh Parliament। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল"দৈনিক প্রথম আলো। ০৭/০১/২০২৪। সংগ্রহের তারিখ ০৭/০১/২০২৪  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  8. "Nat'l election: Number of unopposed winners now 154"The Bangladesh Chronicle। UNB। ১৫ ডিসেম্বর ২০১৩। ১৫ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৮ 
  9. "Constituency Maps of Bangladesh" (পিডিএফ)Bangladesh Election Commission। ২০১০। ১৪ আগস্ট ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  10. "Nomination submission List"Bangladesh Election Commission। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  11. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"Vote Monitor Networks। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা