আহসান আদেলুর রহমান
আহসান আদেলুর রহমান আদেল হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি নীলফামারী-৪ থেকে নির্বাচিত একাদশ জাতীয় সংসদের সদস্য।[২] তিনি জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।
আহসান আদেলুর রহমান (আদেল) | |
---|---|
জাতীয় সংসদ সদস্য | |
নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২০১৯ | |
পূর্বসূরী | শওকত চৌধুরী |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | কিশোরগঞ্জ, নীলফামারী | ১ জানুয়ারি ১৯৭৯
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | জাতীয় পার্টি (এরশাদ) |
দাম্পত্য সঙ্গী | সারা শাওলিন দিশা |
সন্তান | ১ মেয়ে (আলিনা আদেল) |
পিতামাতা | ডঃ আসাদুর রহমান, মেরিনা রহমান |
আত্মীয়স্বজন | হুসেইন মুহাম্মদ এরশাদ (মামা) |
পেশা | রাজনীতি |
জীবিকা | চাকুরি |
কমিটি | অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি [১] |
ধর্ম | ইসলাম |
আদেল নীলফামারী জেলার কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। পিতা ডঃ আসাদুর রহমান ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন এবং মাতার নাম মেরিনা রহমান। আদেল বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ভাগিনা | তিনি এমবিএ সম্পন্ন করেছেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইসলামিক ব্যাংকে কর্মরত ছিলেন।[৩]
আদেল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে নীলফামারী-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেন। পরে তিনি মহাজোটের প্রার্থী ঘোষিত হন। আদেল লাঙল প্রতীক নিয়ে ২ লাখ ৩৬ হাজার ৯শত ৩০ ভোট পেয়ে বিজয়ী হন | [৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি"। www.parliament.gov.bd। ২০২১-০৬-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৩।
- ↑ "নির্বাচনী এলাকাঃ ১৫ নীলফামারী-৪"। www.parliament.gov.bd। ২০২১-০৬-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৩।
- ↑ "হলফনামা" (পিডিএফ)। নির্বাচন কমিশন। ২০২২-১২-০৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০১।
- ↑ "নীলফামারী ৪: লাঙ্গলের আদেলুর রহমান আদেল বেসরকারি ফলে জয়ী"। ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০১।