কিশোরগঞ্জ ইউনিয়ন

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন
(কিশোরগঞ্জ সদর ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)

কিশোরগঞ্জ সদর ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫৫.৭৩.৪৫.৫১।[২]

কিশোরগঞ্জ সদর
ইউনিয়ন
৬নং কিশোরগঞ্জ ইউনিয়ন
ডাকনাম: কিশোরগঞ্জ সদর ইউপি
কিশোরগঞ্জ সদর রংপুর বিভাগ-এ অবস্থিত
কিশোরগঞ্জ সদর
কিশোরগঞ্জ সদর
কিশোরগঞ্জ সদর বাংলাদেশ-এ অবস্থিত
কিশোরগঞ্জ সদর
কিশোরগঞ্জ সদর
বাংলাদেশে কিশোরগঞ্জ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৫°৩২′১০″ উত্তর ৮৯°০′৪৮″ পূর্ব / ২৫.৫৩৬১১° উত্তর ৮৯.০১৩৩৩° পূর্ব / 25.53611; 89.01333 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলানীলফামারী জেলা
উপজেলাকিশোরগঞ্জ উপজেলা, নীলফামারী উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসননীলফামারী-৪
আয়তন[১]
 • মোট২২.৯৯ বর্গকিমি (৮.৮৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে)[১]
 • মোট৩৬,৯৯৮
 • জনঘনত্ব১,৬০০/বর্গকিমি (৪,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪১.০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫৩২০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

ভৌগোলিক অবস্থান ও আয়তন সম্পাদনা

নীলফামারী জেলা সদর হতে পূর্ব দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ৫৬৮০ একর বা ২২.৯৯ বর্গকিলোমিটার।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

কিশোরগঞ্জ সদর ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত।

গ্রামসমূহ হল:

  1. বাজেডুমরিয়া
  2. কেশবা
  3. গদা
  4. ছিট রাজিব
  5. মধ্য রাজিব
  6. দক্ষিণ রাজিব
  7. কিশোরগঞ্জ
  8. মুশা
  9. পুষনা

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ৩৬৯৯৮ জন[১], যার মধ্যে পুরুষ হল ১৭৮৬৫ জন এবং নারী হল ১৮১৩৩ জন।

শিক্ষা ও সংস্কৃতি সম্পাদনা

কিশোরগঞ্জ সদর ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৪১.০%। তার মধ্যে নারী শিক্ষার হার ৩৭.৭% এবং পুরুষ শিক্ষার হার ৪৪.৩%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে-

  • কিশোরগঞ্জ ডিগ্রি কলেজ (১৯৭২)
  • বড়ভিটা স্কুল এন্ড কলেজ
  • রণচন্ডী হাই স্কুল এন্ড কলেজ(১৯৬৫ এবং কলেজ ১৯৯৮)
  • কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯৩৯)
  • কিশোরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়
  • কিশোরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
  • শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ
  • ছিট রাজীব আদর্শ উচ্চ বিদ্যালয়(১৯৯৮)
  • মুশা পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয়

অর্থনীতি ও যোগাযোগ সম্পাদনা

কিশোরগঞ্জ সদর ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।

এই ইউনিয়নের যোগাযোগের রাস্তাসমূহ কাঁচা ও আধা-পাকা।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৭ 
  2. "Rangpur Division" (পিডিএফ)www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা