সিদ্দিকুল আলম সিদ্দিক

বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য

আলহাজ্ব সিদ্দিকুল আলম (জন্ম ২৮ ডিসেম্বর ১৯৭০) হলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) [৩]দ্বাদশ জাতীয় সংসদ সদস্য। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন।তিনি জন্মসূত্রে একজন বাংলাদেশী। তিনি বাংলাদেশের উত্তরাঞ্চলে অন্যতম শিল্পগোষ্ঠী ইকু গ্রুপের পরিচালক।[৪]

আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক
ইকু গ্রুপের পরিচালক
কাজের মেয়াদ
২০০০ – বর্তমান
নীলফামারী-৪[১] আসনের
সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১০ জানুয়ারি ২০২৪
রাষ্ট্রপতিআবদুল হামিদ,
মোহাম্মদ সাহাবুদ্দিন
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
ব্যক্তিগত বিবরণ
জন্মসিদ্দিকুল আলম সিদ্দিক
(1970-12-28) ২৮ ডিসেম্বর ১৯৭০ (বয়স ৫৩)
সৈয়দপুর উপজেলা, নীলফামারী
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলসাবেক জাতীয় পার্টি (এরশাদ)[২]
সন্তানইকু,সাথিল,সাদ,সুদাদ,সারাহ
পিতামাতামৃত কুতুবুল আলম (পিতা)
মোছাঃ মিনা আলম (মাতা)

প্রারম্ভিক জীবন সম্পাদনা

জন্ম ও শিক্ষা সম্পাদনা

কর্মজীবন সম্পাদনা

রাজনৈতিক জীবন সম্পাদনা

সিদ্দিকুল আলম সিদ্দিক জাতীয় পার্টির (এরশাদ) নীলফামারী জেলা কমিটির সাবেক সদস্য।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন ও ৬৯,৯১৪টি ভোট পেয়ে সাংসদ নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মোখছেদুল মোমিন ৪৫,৩০১ ভোট পান।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "নীলফামারী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক বিজয়ী"দৈনিক তৃতীয় মাত্রা। ২০২৪-০১-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২০ 
  2. "নীলফামারী -৪ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিলেন জাপা নেতা সিদ্দিক"ইন্ডিপেন্ডেট বিডি। ২০২৩-১১-২৮। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২০ 
  3. "নীলফামারী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর বিজয়"কালের কণ্ঠ। ২০২৪-০১-০৭। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৭ 
  4. "সৈয়দপুর থেকে অস্ট্রেলিয়া যাচ্ছে পাট ও পলিব্যাগ"বাংলা নিউজ ২৪। ২০২৪-০১-১০। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২০