গাড়াগ্রাম ইউনিয়ন

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

গাড়াগ্রাম ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫৫.৭৩.৪৫.৪৩।[২]

গাড়াগ্রাম
ইউনিয়ন
ডাকনাম: গাড়াগ্রাম ইউপি
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলানীলফামারী জেলা
উপজেলাকিশোরগঞ্জ উপজেলা, নীলফামারী উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসননীলফামারী-৪
আয়তন[১]
 • মোট২২.৯ বর্গকিমি (৮.৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে)[১]
 • মোট২৭,৯৯৭
 • জনঘনত্ব১,২০০/বর্গকিমি (৩,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৭.৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ইতিহাস

সম্পাদনা

ভৌগোলিক অবস্থান ও আয়তন

সম্পাদনা

কিশোরগঞ্জ উপজেলা সদর হতে দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ৫৬৭৮ একর বা ২২.৯ বর্গকিলোমিটার।

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

গাড়াগ্রাম ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হল — পূর্ব দলিরাম,পশ্চিম দলিরাম, গনেশ, সয়ড়াগন্ধা,গাড়াগ্রাম, খামার গাড়াগ্রাম,আরাজি চাদখানা,ধাইজান পাড়া

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গাড়াগ্রাম ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ২৭৯৯৭ জন[১], যার মধ্যে পুরুষ হল ১৪০৪৯ জন এবং নারী হল ১৩৯৪৮ জন।

শিক্ষা ও সংস্কৃতি

সম্পাদনা

গাড়াগ্রাম ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৪৭.৮%। তার মধ্যে নারী শিক্ষার হার ৪৩.৭% এবং পুরুষ শিক্ষার হার ৫১.৮%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেঃ শরীফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, শরীফাবাদ হাই স্কুল এন্ড কলেজ,গাড়াগ্রাম দ্বি মূখী উচ্চ বিদ্যালয়, আহম্মেদ হোসেন পণ্ডিত মেমোরিয়াল বিদ্যানিকেতন,পূর্বদলিরাম উপেন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় উ ল্লেখযোগ্য।

অর্থনীতি ও যোগাযোগ

সম্পাদনা

গাড়াগ্রাম ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৭ 
  2. "Rangpur Division" (পিডিএফ)www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা