গাইবান্ধা-৫

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

গাইবান্ধা-৫ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি গাইবান্ধা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৩৩নং আসন।

গাইবান্ধা-৫
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাগাইবান্ধা জেলা
বিভাগরংপুর বিভাগ
মোট ভোটার
  • ৩,৬২,৮৮৭ (ডিসেম্বর ২০২৩)[১]
  • পুরুষ ভোটার: ১,৮০,৬১৭
  • নারী ভোটার: ১,৮২,২৬৯
  • হিজড়া ভোটার: ১
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদমাহমুদ হাসান রিপন

সীমানা সম্পাদনা

এটি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলাসাঘাটা উপজেলা নিয়ে গঠিত।[২]

নির্বাচিত সাংসদ সম্পাদনা

নির্বাচন সদস্য দল
১৯৮৬ ফজলে রাব্বী মিয়া জাতীয় পার্টি[৩][৪]
ফেব্রুয়ারি ১৯৯৬ মতিয়র রহমান টুকু স্বতন্ত্র
জুন ১৯৯৬ ফজলে রাব্বী মিয়া জাতীয় পার্টি
২০০১ রওশন এরশাদ ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট
২০০৮ ফজলে রাব্বী মিয়া বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ ফজলে রাব্বী মিয়া বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ ফজলে রাব্বী মিয়া বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৩ উপ-নির্বাচন মাহমুদ হাসান রিপন বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ মাহমুদ হাসান রিপন বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন সম্পাদনা

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে ফজলে রাব্বী মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]

২০০০-এর দশকে নির্বাচন সম্পাদনা

সাধারণ নির্বাচন ২০০৮: গাইবান্ধা-৫[৬][৭]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ ফজলে রাব্বি মিয়া ৯৮,৪৬১ ৪৪.৬ +৪.৩
জাতীয় পার্টি রওশন এরশাদ ৯৪,১৪৩ ৪২.৭ প্র/না
বিএনপি মোঃ হাসান আলী ২৭,০৬৬ ১২.৩ +৬.৯
বাসদ মোঃ নওশাদুজ্জামান ৪৮৬ ০.২ প্র/না
বিকল্পধারা মোঃ শরিফ উদ্দিন কাজল ৪৩৩ ০.২ প্র/না
বাংলাদেশ কল্যাণ পার্টি আজহারুল ইসলাম ১০৫ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৪,৩১৮ ২.০ -৯.৪
ভোটার উপস্থিতি ২,২০,৬৯৪ ৮৮.৬ +১৬.২
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: গাইবান্ধা-৫[৮]
দল প্রার্থী ভোট % ±%
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট রওশন এরশাদ ৯৩,৪৩২ ৫১.৭ প্র/না
আওয়ামী লীগ ফজলে রাব্বি মিয়া ৭২,৮০৪ ৪০.৩ +১০.১
বিএনপি রুস্তম আলী মোল্লা ৯,৭৯৭ ৫.৪ -৪.৪
ওয়ার্কার্স পার্টি মোঃ আঃ রউফ ১,২২৬ ০.৭ প্র/না
স্বতন্ত্র মোঃ মকছেদুর রহমান ১,১১৫ ০.৬ প্র/না
স্বতন্ত্র মোঃ আবু তাহের ১,০৯৯ ০.৬ প্র/না
স্বতন্ত্র মো: নুরুন্নবী প্রধান ৯৮৫ ০.৬ প্র/না
জাসদ শাহ মোঃ মতিয়ার রহমান ১৩৭ ০.১ প্র/না
জাতীয় পার্টি মারুফ আক্তার ৮৫ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২০,৬২৮ ১১.৪ -৯.৯
ভোটার উপস্থিতি ১,৮০,৬৮০ ৭২.৪ ০.০
জাতীয় পার্টি থেকে ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন সম্পাদনা

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: গাইবান্ধা-৫[৮]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি ফজলে রাব্বি মিয়া ৬৯,০৯৪ ৫১.৫ +১১.৭
আওয়ামী লীগ মোঃ হাবিবুর রহমান ৪০,৪৭৮ ৩০.২ +৩.৬
বিএনপি মোঃ মতিয়ার রহমান ১৩,১৮৮ ৯.৮ -৪.৩
জামায়াতে ইসলামী সেলিম উদ্দিন ব্যাপারি ১০,০৭৭ ৭.৫ -৮.০
গণফোরাম গোলজার রহমান ৪৫০ ০.৩ প্র/না
স্বতন্ত্র নাকিবুদ্দিন ৩২৭ ০.২ প্র/না
জাকের পার্টি বজলুর রশীদ প্রধান ২৫২ ০.২ ০.০
ফ্রিডম পার্টি কামাল পাশা বাদশা ২৩৯ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৮,৬১৬ ২১.৩ +৮.১
ভোটার উপস্থিতি ১,৩৪,১০৫ ৭২.৪ +১৯.৭
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: গাইবান্ধা-৫[৮]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি ফজলে রাব্বি মিয়া ৪৩,৮১৬ ৩৯.৮
আওয়ামী লীগ মো: নুরুন্নবী প্রধান ২৯,২৫৮ ২৬.৬
জামায়াতে ইসলামী আব্দুল গফুর ১৭,০৫৬ ১৫.৫
বিএনপি রুস্তম আলী মোল্লা ১৫,৫৪৫ ১৪.১
জাসদ (সিরাজ) বেলাল হোসেন ইউসুফ ২,২৫৬ ২.১
বাকশাল আতাউর রহমান ১,৬২৩ ১.৫
জাকের পার্টি লুৎফর রহমান ১৯০ ০.২
জাসদ (রব) আবু জাফর সরকার ১৭২ ০.২
ওয়ার্কার্স পার্টি আমিনুল ইসলাম মিয়া ১০৮ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ১৪,৫৫৮ ১৩.২
ভোটার উপস্থিতি ১,১০,০২৪ ৫২.৭
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে

তথ্যসূত্র সম্পাদনা

  1. "গাইবান্ধা-৫ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  6. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  7. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  8. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা