সাঘাটা উপজেলা
সাঘাটা উপজেলা বাংলাদেশের সর্ব উত্তরের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা।[২]
সাঘাটা | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে সাঘাটা উপজেলা | |
স্থানাঙ্ক: ২৫°৬′৩০″ উত্তর ৮৯°৩৫′২৭″ পূর্ব / ২৫.১০৮৩৩° উত্তর ৮৯.৫৯০৮৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | গাইবান্ধা জেলা |
আয়তন | |
• মোট | ২৩১.০২ বর্গকিমি (৮৯.২০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ২,৭১,০৪৫জন |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫৭৫১ |
প্রশাসনিক বিভাগের কোড | ৫৫ ৩২ ৮৮ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনাসাঘাটা উপজেলার উত্তরে গাইবান্ধা সদর উপজেলা, দক্ষিণে বগুড়া জেলার সোনাতলা উপজেলা ও সারিয়াকান্দি উপজেলা, পূর্বে ফুলছড়ি উপজেলা ও জামালপুর জেলার ইসলামপুর উপজেলা, পশ্চিমে গোবিন্দগঞ্জ উপজেলা ও পলাশবাড়ী উপজেলা।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাইউনিয়ন : ১০টি - পদুমশহর, ভরতখালী, সাঘাটা, মুক্তিনগর, কচুয়া, ঘুড়িদহ, হলদিয়া, জুমারবাড়ী, কামালেরপাড়া এবং বোনারপাড়া[৩]
ইতিহাস
সম্পাদনাকথিত আছে যে, এক সময়ে নদী পথে ব্যবসা করার জন্য পাবনা ও দৌলতপুর এলাকার কিছু হিন্দু সাহা অত্র এলাকায় আগমন করেন ও স্থায়ীভাবে ব্যবসা শুরু করেন। সেই সময়ে অত্র এলাকা গোবিন্দগঞ্জ থানার অধীন ছিল। পরবর্তীতে আনুমানিক ১৯০২ সালে বসবাসরত ব্যবসায়ী সাহাগণের উদ্যোগে অত্র এলাকায় থানার সৃষ্টি হয়। সাহাগণের নামানুসারে অত্র থানার নামকরণ হয় সাহাঘাটা। যাহা কালক্রমে সাঘাটা নামে পরিচিতি লাভ করে।[৪]
শিক্ষা
সম্পাদনাএখানে ৩৩টি সরকারী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।[৫] উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো:
- প্রাথমিক বিদ্যালয়
- ধনারুহা শহীদ স্মৃতি শিশু কানন (কে.জি) স্কুল
- মাধ্যমিক বিদ্যালয়
- সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়
- কাজী আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয়
- সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
- মুক্তিনগর উচ্চবিদ্যালয়
- নয়াবন্দর উচ্চ বিদ্যালয়
- জুমারবাড়ী ডাঃ আব্দুর রাজ্জাক শিশু নিকেতন স্কুল
- নয়াবন্দর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়
- কলেজ
- সাঘাটা ডিগ্রি কলেজ
অর্থনীতি
সম্পাদনাসাঘাটা উপজেলা মূলত কৃষি নির্ভর অর্থনীতির উপর নির্ভরশীল। এখানকার অধিকাংশ লোকই কৃষি কাজে যুক্ত। এখানকার প্রধান কৃষিজ ফসলের মধ্যে রয়েছে ধান ও পাট। এখানে আউশ, আমন, বোরো এবং ইরি ধান উৎপন্ন হয়ে থাকে।
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- মাহমুদ হাসান রিপন - প্রখ্যাত রাজনীতিবিদ ও সংসদ সদস্য।
- ফজলে রাব্বী মিয়া - রাজনীতিবিদ
- আখতারুজ্জামান ইলিয়াস - কথাসাহিত্যিক।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাসাঘাটা উপজেলায় সড়ক, রেল ও নদী পথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। দুটি রেলস্টেশন রয়েছে; বোনারপাড়া রেলওয়ে স্টেশন ও ভরত খালী (বন্ধ)।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে সাঘাটা উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৪।
- ↑ http://archive.prothom-alo.com/detail/date/2010-01-25/news/37570 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৪-০১-২৪ তারিখে প্রথম আলো, রংপুরকে বিভাগ ঘোষণা, তারিখ: ২৫-০১-২০১০
- ↑ "ইউনিয়ন সমূহ"। gaibandha.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ http://saghata.gaibandha.gov.bd/site/page/44a8114c-18fd-11e7-9461-286ed488c766 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ অক্টোবর ২০২১ তারিখে উপজেলার পটভূমি
- ↑ http://www.dinajpureducationboard.gov.bd/?page_id=76 দিনাজপুর শিক্ষা বোর্ড, সাঘাটা উপজেলা
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |