সোনাতলা উপজেলা

বগুড়া জেলার একটি উপজেলা

সোনাতলা উপজেলা বাংলাদেশের বগুড়া জেলার একটি প্রশাসনিক এলাকা।

সোনাতলা
উপজেলা
সোনাতলা রাজশাহী বিভাগ-এ অবস্থিত
সোনাতলা
সোনাতলা
সোনাতলা বাংলাদেশ-এ অবস্থিত
সোনাতলা
সোনাতলা
বাংলাদেশে সোনাতলা উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৫°২′৩″ উত্তর ৮৯°২৯′১৮″ পূর্ব / ২৫.০৩৪১৭° উত্তর ৮৯.৪৮৮৩৩° পূর্ব / 25.03417; 89.48833 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাবগুড়া জেলা
আয়তন
 • মোট১৫৬.৭৬ বর্গকিমি (৬০.৫৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট১,৬৭,৫৪৭
 • জনঘনত্ব১,১০০/বর্গকিমি (২,৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩৭,৭৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫৮২৬ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
৫০ ১০ ৯৫
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তনসম্পাদনা

সোনাতলা উপজেলা বগুড়া জেলা শহর হতে উত্তর-পূর্ব দিকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। এ উপজেলা উত্তরে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলাগোবিন্দগঞ্জ উপজেলা, দক্ষিণে গাবতলী উপজেলাসারিয়াকান্দি উপজেলা, পূর্বে সারিয়াকান্দি উপজেলা, পশ্চিমে শিবগঞ্জ উপজেলাগাবতলী উপজেলা

প্রশাসনিক এলাকাসম্পাদনা

সোনাতলা উপজেলার ০৭ টি ইউনিয়ন হল -

ইতিহাসসম্পাদনা

জনসংখ্যার উপাত্তসম্পাদনা

সোনাতলা উপজেলার মোট জনসংখ্যা ১,৬৭,৫৪৭ জন। এর মধ্যে পুরুষঃ ৮৫,৮৬২ জন এবং মহিলাঃ ৮২,৩৪১ জন।

শিক্ষাসম্পাদনা

শিক্ষার গড় হার ৩৭.৯%; পুরুষ ৪৩.৩%, মহিলা ৩২.৩%। শিক্ষা প্রতিষ্ঠান সমূহঃ ১.সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ ২. সোনাতলা পাইলট উচ্চ বিদ্যালয় ৩. সোনাতলা নাজির আক্তার কলেজ ৪. সুখান পুকুর উচ্চ বিদ্যালয় ৫. সুখান পুকুর উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয় ৬. শিহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭. ইউনাইটেড উচ্চ বিদ্যালয় ৮. হরিখালি উচ্চ বিদ্যালয় ৯. বালুয়াহাট উচ্চ বিদ্যালয় ১০. বালুয়াহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় ১১.সবুজ সাথী উচ্চ বিদ্যালয় ১২.মহিচরণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ১৩.নুরারপটল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৪. মহেশ পাড়া আব্দুল মান্নান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ১৫. শাহাদাত জাহানারা জামান টেকনিক্যাল বিএম কলেজ ১৬. মহেশ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৭. শালিখা উচ্চ বিদ্যালয়

অর্থনীতিসম্পাদনা

জীবিকা ও চাষাবাদসম্পাদনা

যমুনা নদীর চরে বসবাসরত লোকজন মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এ অঞ্চলে পাট, ধান, সরিষার আবাদও হয়।

উল্লেখযোগ্য ব্যক্তিত্বসম্পাদনা

  • ডা. হাবিবুর রহমান (সাবেক সাংসদ, বগুড়া-১)
  • জননেতা সাহাদারা মান্নান (এমপি)
  • জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু (পৌর মেয়র)

তথ্যসূত্রসম্পাদনা

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে সোনাতলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগসম্পাদনা