সোনাতলা উপজেলা
বগুড়া জেলার একটি উপজেলা
সোনাতলা উপজেলা বাংলাদেশের বগুড়া জেলার একটি প্রশাসনিক এলাকা।
সোনাতলা | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে সোনাতলা উপজেলা | |
স্থানাঙ্ক: ২৫°২′৩″ উত্তর ৮৯°২৯′১৮″ পূর্ব / ২৫.০৩৪১৭° উত্তর ৮৯.৪৮৮৩৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | বগুড়া জেলা |
সরকার | |
• সংসদ সদস্য | সাহাদারা মান্নান শিল্পী (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ১৫৬.৭৬ বর্গকিমি (৬০.৫৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ১,৬৭,৫৪৭ |
• জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৭,৭৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫৮২৬ |
প্রশাসনিক বিভাগের কোড | ৫০ ১০ ৯৫ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনাসোনাতলা উপজেলা বগুড়া জেলা শহর হতে উত্তর-পূর্ব দিকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। এ উপজেলা উত্তরে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা ও গোবিন্দগঞ্জ উপজেলা, দক্ষিণে গাবতলী উপজেলা ও সারিয়াকান্দি উপজেলা, পূর্বে সারিয়াকান্দি উপজেলা, পশ্চিমে শিবগঞ্জ উপজেলা ও গাবতলী উপজেলা।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাসোনাতলা উপজেলার ০৭টি ইউনিয়ন হলো:
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনাসোনাতলা উপজেলার মোট জনসংখ্যা ১,৬৭,৫৪৭ জন। এর মধ্যে পুরুষ ৮৫,৮৬২ জন এবং মহিলা ৮২,৩৪১ জন।
শিক্ষা
সম্পাদনাশিক্ষার গড় হার ৩৭.৯%; পুরুষ ৪৩.৩%, মহিলা ৩২.৩%।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- প্রাথমিক বিদ্যালয়
- শিহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বালুয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর গোসাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য দীঘলকান্দি প্রাথমিক বিদ্যালয়
- মহেশ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাধ্যমিক বিদ্যালয়
- সোনাতলা পাইলট উচ্চ বিদ্যালয়
- সুখান পুকুর উচ্চ বিদ্যালয়
- সুখান পুকুর উচ্চ বালিকা
- ইউনাইটেড উচ্চ বিদ্যালয়
- হরিখালি উচ্চ বিদ্যালয়
- বালুয়াহাট উচ্চ বিদ্যালয়
- তেকানী চুকাই নগর এ এম উচ্চ বিদ্যালয়
- সবুজ সাথী উচ্চ বিদ্যালয়
- মহিচরণ বহুমূখী উচ্চ বিদ্যালয়
- মহেশ পাড়া আব্দুল মান্নান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
- শালিখা উচ্চ বিদ্যালয়
- বয়ড়া উচ্চ বিদ্যালয়
- কলেজ
- সোনাতলা নাজির আক্তার কলেজ
- সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ
- শাহাদাত জাহানারা জামান টেকনিক্যাল বিএম কলেজ
অর্থনীতি
সম্পাদনাযমুনা নদীর চরে বসবাসরত লোকজন মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এ অঞ্চলে পাট, ধান, সরিষার আবাদও হয়। কৃষি এ উপজেলার প্রধান চালিকাশক্তি।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- হাবিবুর রহমান–(সাবেক সংসদ সদস্য, বগুড়া-১)
- আব্দুল মান্নান–(সাবেক সংসদ সদস্য, বগুড়া-১)
- সাহাদারা মান্নান শিল্পী–(সংসদ সদস্য, বগুড়া-১)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে সোনাতলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |