সারিয়াকান্দি বাংলাদেশের বগুড়া জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি বগুড়া জেলার সবচেয়ে বড় উপজেলা।
ভাষাতাত্ত্বিক অঞ্চল অনুসারে বগুড়া জেলা বরেন্দ্র উপ-ভাষা অঞ্চলে হলেও সারিয়াকান্দি উপ-ভাষার দুটি প্রধান উপ-ভাষা পরিলক্ষিত হয়। যা বরেন্দ্রী ভাষা থেকে অনেকাংশে পৃথক। সারিয়াকান্দি সদর, উত্তর এবং পশ্চিম সারিয়াকান্দির উপ-ভাষা সামান্য ব্যতয় নিয়ে প্রায় অভিন্ন অন্য দিকে সারিয়াকান্দির দক্ষিণাঞ্চলে প্রচলিত উপ-ভাষায় ধ্বনি তাত্ত্বিক ও রূপতাত্ত্বিক পার্থক্য সুস্পষ্টভাবে প্রতিয়মান। আবার যমুনার চরাঞ্চলে বসবাসরত জনগোষ্ঠির ভাষার উচ্চারণের পার্থক্য থাকলেও তা বহুলাংশে বাংলা শিষ্ট ভাষার সাথে সংগতিপূর্ণ। সারিয়াকান্দিয় উপ-ভাষা হিসাবে যে আঞ্চলিক ভাষাটির কথা বলা হচ্ছে তা বরেন্দ্রী ও কামরূপী সংমিশ্রিতরূপের সীমা পরবর্তী ভাষা। এই ভাষার সাথে বগুড়ার পার্শ্ববর্তী অঞ্চল, চাপাঁইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁর ভাষার যেমন কিছু কিছু মিল আছে তেমনি অমিল ও আছে। এ পার্থক্যগুলোতেই সারিয়াকান্দি ভাষার নিজস্ব বৈশিষ্ট্য ধরা পড়ে।[২]
[৩]
জেলা
|
|
বগুড়া।
|
উপজেলা
|
|
সারিয়াকান্দি
|
সীমানা
|
|
উত্তরে সোনাতলা উপজেলা, পূর্বে মাদারগঞ্জ উপজেলা, দক্ষিণে ধুনট উপজেলা এবং পশ্চিমে গাবতলী উপজেলা।
|
জেলা সদর হতে দূরত্ব
|
|
২৩ কি:মি:
|
আয়তন
|
|
৪৩২.৫৫ বর্গ কিলোমিটার
|
জনসংখ্যা
|
|
২৪০০৮৩ জন (প্রায়)
|
|
পুরুষ
|
১২২৮৮৪ জন (প্রায়)
|
|
মহিলা
|
১১৭১৯৯ জন (প্রায়)
|
লোক সংখ্যার ঘনত্ব
|
|
১০৪.৮৫ (প্রতি বর্গ কিলোমিটারে)
|
মোট ভোটার সংখ্যা
|
|
১৪৫৪৮৮ জন
|
|
পুরুষভোটার সংখ্যা
|
৬৯৩৮৩ জন
|
|
মহিলা ভোটার সংখ্যা
|
৭৬১০৫ জন
|
বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার
|
|
০.৪৫%
|
মোট পরিবার(খানা)
|
|
৫৫৭১৯ টি
|
নির্বাচনী এলাকা
|
|
৩৬ বগুড়া - ১ (সারিয়াকান্দি)
|
গ্রাম
|
|
২১৬ টি
|
মৌজা
|
|
১২২ টি
|
ইউনিয়ন
|
|
১২ টি
|
পৌরসভা
|
|
০১ টি
|
এতিমখানা সরকারী
|
|
০ টি
|
এতিমখানা বে-সরকারী
|
|
৪ টি
|
মসজিদ
|
|
৪৯১ টি
|
মন্দির
|
|
১৪ টি
|
নদ-নদী
|
|
২ টি (বাঙ্গালী ও যমুনা)
|
হাট-বাজার
|
|
১৩ টি
|
ব্যাংক শাখা
|
|
৬ টি
|
পোস্ট অফিস/সাব পোঃ অফিস
|
|
১৪ টি
|
টেলিফোন এক্সচেঞ্জ
|
|
০১ টি
|
ক্ষুদ্র কুটির শিল্প
|
|
১৬২০ টি
|
বৃহৎ শিল্প
|
|
০ টি
|
ক্রম নং
|
নাম
|
সংখ্যা
|
০১
|
জমির পরিমাণ
|
৪০৮৪৮ হেক্টর
|
০২
|
নীট ফসলী জমি
|
২২৫৫০ হেক্টর
|
০৩
|
ফসলী জমি
|
৫০০৮০ হেক্টর
|
০৪
|
এক ফসলী জমি
|
২১৭০ হেক্টর
|
০৫
|
দুই ফসলী জমি
|
১৩৬০ হেক্টর
|
০৬
|
তিন ফসলী জমি
|
৬৩৫০ হেক্টর
|
০৭
|
গভীর নলকূপ
|
২৮টি
|
০৮
|
অ-গভীর নলকূপ
|
৮২৩২টি
|
০৯
|
শক্তি চালিত পাম্প
|
৮০টি
|
১০
|
নলকূপ
|
৪,২৭৬টি
|
ক্রম নং
|
নাম
|
সংখ্যা
|
০১
|
সরকারী প্রাথমিক বিদ্যালয়
|
৮৩টি
|
০২
|
বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়
|
৭৮টি
|
০৩
|
জুনিয়র উচ্চ বিদ্যালয়
|
০৪টি
|
০৪
|
উচ্চ বিদ্যালয় (সহশিক্ষা)
|
২২টি
|
০৫
|
উচ্চ বিদ্যালয় (বালিকা)
|
০৩টি
|
০৬
|
দাখিল মাদ্রাসা
|
১০টি
|
০৬
|
আলিম মাদ্রাসা
|
০১টি
|
০৭
|
ফাজিল মাদ্রাসা
|
০৩টি
|
০৮
|
কামিল মাদ্রাসা
|
নেই
|
০৯
|
কলেজ (সহশিক্ষা)
|
০৪টি
|
১০
|
কলেজ (বালিকা)
|
০১টি
|
ক্রম নং
|
নাম
|
সংখ্যা
|
০১
|
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
|
০১টি
|
০২
|
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
|
১২ টি
|
ক্রম নং
|
নাম
|
পরিমাণ
|
০১
|
মৌজা
|
১২২টি
|
০২
|
ইউনিয়ন ভূমি অফিস
|
০৫টি
|
০৩
|
পৌর ভূমি অফিস
|
০১টি
|
০৪
|
মোট খাস জমি
|
৪০৪৮.৮২ একর
|
০৫
|
কৃষি
|
৯৯৯.৪৪ একর
|
০৬
|
অকৃষি
|
৩০৪৯.৩৮ একর
|
০৭
|
বন্দোবস্তযোগ্য কৃষি
|
৬১৫.৯৯ একর
|
০৭
|
হাট-বাজার
|
১৩টি
|
ক্রম নং
|
নাম
|
পরিমাণ
|
০১
|
পাকা রাস্তা
|
৩১.১৯ কিঃমিঃ
|
০২
|
অর্ধ পাকা রাস্তা
|
৩০.০০ কিঃমিঃ
|
০৩
|
কাঁচা রাস্তা
|
২৩৬.৬৬ কিঃমিঃ
|
০৪
|
ব্রীজ/কালভার্ট
|
১০টি
|
০৫
|
নদী
|
০২টি
|
ক্রম নং
|
নাম
|
পরিমাণ
|
০১
|
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
|
১২টি
|
০২
|
পরিবার পরিকল্পনা ক্লিনিক
|
০৪টি
|
০৩
|
এম.সি.এইচ. ইউনিট
|
০১টি
|
০৪
|
সক্ষম দম্পতির সংখ্যা
|
৮৪,৮৩৩ জন
|
ক্রম নং
|
নাম
|
পরিমাণ
|
০১
|
পুকুর
|
১২৮৫টি
|
০২
|
মৎস্য বীজ উৎপাদন খামার সরকারী
|
নেই
|
০৩
|
মৎস্য বীজ উৎপাদন খামার বে-সরকারী
|
নেই
|
০৪
|
বাৎসরিক মৎস্য চাহিদা
|
৪১০৫.৭৩ মেঃ টন
|
০৫
|
বাৎসরিক মৎস্য উৎপাদন
|
৩১৭০.২৮ মেঃ টন
|
ক্রম নং
|
নাম
|
সংখ্যা
|
০১
|
পশু চিকিৎসা কেন্দ্র
|
০১ টি
|
০২
|
পশু ডাক্তার
|
০১ জন
|
০৩
|
কৃত্রিম প্রজনন কেন্দ্র
|
০১টি
|
০৪
|
পয়েন্ট
|
১৪টি
|
০৫
|
উন্নত মুরগীর খামার
|
৩১৫টি
|
০৬
|
গবাদির পশুর খামার
|
৮৮৫০টি
|
০৭
|
ব্রয়লার মুরগীর খামার
|
৩০০টি
|
এই উপজেলার ইউনিয়ন সমূহ হচ্ছে: